চাকরি প্রার্থীদের জন্য সুখবর । সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের অধীনে ভারতীয় (Post Office) ডাক বিভাগের তরফে । এক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন ।
যোগাযোগ (Ministry of Communication) মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী , চলতি জুন মাসের ৩০ তারিখ অর্থাৎ 30/06/2023 এর মধ্যে অফলাইনে আবেদন করতে হবে । এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার নির্ধারিত ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । এরপর ওই আবেদন পত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে আবেদন সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে । তবে আবেদন ও নিয়োগ সম্পর্কিত কোনও নিয়মবিধির পরিবর্তন হলে তা বিজ্ঞপ্তি আকারে ফের জানিয়ে দেওয়া হবে ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা – Dak Bhawan , New Delhi – 110001
এক্ষেত্রে মোট ৪ টি শূন্য পদের জন্য চাকরি প্রার্থীদের কাছে আবেদন পত্র চাওয়া হয়েছে ।
পদের নাম – স্টাফ কার ড্রাইভার ( Staff Car Driver)
বয়স সীমা –
সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বয়সের ঊর্ধ্ব সীমা ৫৬ বছর।
মাসিক বেতন –
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে প্রতিমাসে থেকে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
নির্দিষ্ট পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা যাচাইয়ের পর নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।
আবেদন ও নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন www.indiapost.gov.in -এ
সঠিক চাকরির খবর দেবো আমরাই , নজর রাখুন bongodhara.com -এ
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
written by – Somnath Pal .
TAG – #POST OFFICE #JOB NEWS #MINISTRY OF COMMUNICATION #DRIVER