বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার কর্মী (RECRUIT))নিয়োগ করতে চলছে ভারত সরকারের সংস্কৃতি ( MINISTRY OF CULTURE ) মন্ত্রকের অধীনে ন্যাশেনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ামে । এটি একটি স্বশাসিত সংস্থা । সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ । সংশ্লিষ্ট মন্ত্রকের অধীনে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এ রাজ্য ছাড়াও দেশের যে কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে একাধিক রাজ্যে অবস্থিত ন্যাশেনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ামের একাধিক শাখা অফিসে । এ ক্ষেত্রে নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। এক কথায় বলতে গেলে কাজে নিযুক্ত হওয়ার পর ওই কর্মীর যাবতীয় দায় দায়িত্ব বহন করবে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক। এ ক্ষেত্রে মাসিক বেতনও যথেষ্ট পরিমাণ। তাই অযথা সময় বিলম্ব না করে যোগ্য প্রার্থীদের তড়িঘড়ি আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থা দ্বারা প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ -Advertisement No. 02/2023
আবেদন পদ্ধতি-
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট সংস্থার নির্দিষ্ট ওয়েব ( https://ncsm.gov.in/notice/career) সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে।
৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৬। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।
৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।
এবার আসি শূন্য পদ সম্পর্কে —
১) পদের নাম- ‘ অফিস অ্যাসিস্ট্যান্ট ‘ (OFFICE ASSISTANT )
শূন্য পদের সংখ্যা– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৪ টি
মাসিক বেতন–
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতি মাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । তৎসহ কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং টাইপিং – র দক্ষতা থাকতে হবে ।
বয়স সীমা –
এক্ষেত্রে আবেদনকারি প্রার্থীর বয়স হতে হবে আবেদন পত্র জমা করার শেষ দিনের হিসাবে ২৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
২) পদের নাম- ‘ শিল্পী ‘ (ARTIST )
শূন্য পদের সংখ্যা– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
মাসিক বেতন–
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতি মাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক অর্থাৎ ফাইন আর্ট / কমার্শিয়াল আর্ট বিষয়ে ডিগ্রী অথবা ডিপ্লোমা ধারী হতে হবে ।
বয়স সীমা –
এক্ষেত্রে আবেদন কারি প্রার্থীর বয়স হতে হবে আবেদন পত্র জমা করার শেষ দিনের হিসাবে ৩৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
৩) পদের নাম- ‘ টেকনিশিয়ান ‘ (TECHNICIAN )
শূন্য পদের সংখ্যা– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১৫ টি
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতি মাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট ট্রেড যেমন Carpenter/Fitter/Draughtsman/Electronics বিষয়ে আইটিআই (ITI) এবং Computer Hardware &Networking ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স সীমা –
এক্ষেত্রে আবেদনকারি প্রার্থীর বয়স হতে হবেআবেদন পত্র জমা করার শেষ দিনের হিসাবে ৩৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
৪) পদের নাম- ‘ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ‘ (TECHNICAL ASSISTANT )
শূন্য পদের সংখ্যা- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতি মাসে ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট ট্রেড যেমন Electronics & Computer Science বিষয়ে ডিপ্লোমা অথবা ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি/ ব্যাচেলর অব কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ বিসিএ/কম্পিউটার সায়েন্স বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমাধারী হতে হবে ।
বয়স সীমা –
এক্ষেত্রে আবেদনকারি প্রার্থীর বয়স হতে হবে আবেদন পত্র জমা করার শেষ দিনের হিসাবে ৩৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
৫) পদের নাম- ‘ এক্সিজিবিশন অ্যাসিস্ট্যান্ট ‘ (EXHIBITION ASSISTANT )
শূন্য পদের সংখ্যা- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতি মাসে ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ভিসুয়াল আরত/কমার্শিয়াল আর্ট/ফাইন আর্ট বিষয়ে ডিগ্রি ধারী হতে হবে ।
বয়স সীমা –
এক্ষেত্রে আবেদনকারি প্রার্থীর বয়স হতে হবে আবেদন পত্র জমা করার শেষ দিনের হিসাবে ৩৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
৬) পদের নাম- ‘ এডুকেশন অ্যাসিস্ট্যান্ট ‘ (EDUCATION ASSISTANT )
শূন্য পদের সংখ্যা- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতি মাসে ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান শাখায় স্নাতক ডিগ্রি ধারী হতে হবে ।
বয়স সীমা –
এক্ষেত্রে আবেদনকারি প্রার্থীর বয়স হতে হবে আবেদন পত্র জমা করার শেষ দিনের হিসাবে ৩৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
নিয়োগ পদ্ধতি –
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । এরপর রয়েছে ইন্টার্ভিউ । তারপর সফল এবং যোগ্য প্রার্থীদের প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার ওপর ভিত্তি করে চূড়ান্ত প্রাথি তালিকা তৈরি করা হবে । এক্ষেত্রে সফল এবং যোগ্য প্রার্থীদের সংশ্লিষ্ট সংস্থার তরফে দেশের একাধিক রাজ্যে অবস্থিত শাখা অফিসে নিযুক্ত করা হবে । তবে এই সংস্থাটির মুখ্য অফিস রয়েছে খোদ কলকাতা মহানগরীর বুকে । এ ছাড়াও উড়িষ্যা, উত্তর প্রদেশ, অসম রাজ্যেও রয়েছে ন্যাশেনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ামের গবেষণাগার সহ সংশ্লিষ্ট শাখা অফিস ।
ইন্টারভিউ দিয়ে খাদ্য বিভাগে সহকারী হিসাবরক্ষক পদে চাকরির সুযোগ -WB Govt Job
প্রয়োজনীয় ডকুমেন্টস –
উল্লেখিত পদে আবেদন জানতে আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে । যেমন ,
আঁধার কার্ড
প্যান কার্ড
ভোটার কার্ড
ড্রাইভিং লাইসেন্স
বয়সের প্রমাণ পত্র
জাতিগত সংশাপত্রের প্রমাণ
প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার প্রমাণ পত্র
পাসপোর্ট সাইজের ছবি, ইত্যাদি
আবেদন ফী –
উল্লেখিত পদগুলিতে আবেদন জানতে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ৮৮৫ টাকা আবেদন ফী জমা করতে হবে । তবে সংরক্ষিত প্রার্থীদের আবেদন ফী জমা করার প্রয়োজন নেই ।
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ – 27/03/2023
নিয়োগ ও আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন ( https://ncsm.gov.in/notice/career)
চাকরির খবরের আপডেট পেতে চোখ রাখুন bongodhara.com-এ
written by- Somnath Pal .
Official Notice : Download Here
More Job News : Click Here
Join Telegram Channel : Click Here
TAG- JOB #GOVT JOB #RECRUITMENT #NATIONAL COUNCIL OF SCIENCE MUSEUMS #GOVT OF INDIA #SCIENCE & TECHNOLOGY