মাসিক বেতন 2 লক্ষ, বেকারদের চাকরির বিরাট সুযোগ, তড়িঘড়ি আবেদন করুন -Govt Job Recruitment

চাকরি প্রার্থীদের জন্য বড় খবর । এবার আঞ্চলিক অধিকর্তা বা রিজিওনাল ডাইরেক্টর  (RECRUIT))নিয়োগ করতে চলছে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার (MINISTRY OF INFORMATION AND BROADCASTING ) মন্ত্রকের অধিনস্ত সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (CBFC) । সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ। নিয়োগের ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনে দেশচতবেশ কয়েকটি রাজ্যের প্রধান শহর যেমন কলকাতা , বেঙ্গালুরু , তিরুয়ানন্তপুরম , কটক , এবং গুয়াহাটি -র  সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন-এর সদর দফতরে । এ ক্ষেত্রে মাসিক বেতনও যথেষ্ট পরিমাণ। তাই অযথা সময় বিলম্ব না করে তড়িঘড়ি আবেদন করায় শ্রেয়।  এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। 

আবেদন পদ্ধতি- 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে । 

২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। 

৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট সংস্থার  অর্থাৎ ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য পূরণ করতে হবে। 

৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, 

স্থায়ী বাসস্থানের ঠিকানা, 

বয়স, 

শিক্ষাগত যোগ্যতা, 

প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ 

নিজের ইমেল আইডি এবং 

ফোন নম্বর উল্লেখ করতে হবে। 

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে দিতে হবে।

৭। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় সই করে আবেদন পত্র টি নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট দফতরে পাঠাতে হবে। 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – To The Secretary, Ministry of Information and Broadcasting, A- Wing, Shastri Bhavan, New Delhi -110001. 

নিয়োগ পদ্ধতি-

নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই । শুধুমাত্র আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে । এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের প্রথমে প্রবেশ পিরিয়ডে রাখা হবে । তারপর দেওয়া হবে চূড়ান্ত নিয়োগ পত্র । 

নিয়োগের স্থান – 

এক্ষেত্রে নিয়োগ হওয়া প্রার্থীকে ভারত বর্ষের বেশ কয়েকটি রাজ্য যেমন , কলকাতা , গুয়াহাটি , তিরুয়ানন্তপুরম , কটক , বেঙ্গালুরু শহরে অবস্থিত সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের সংস্থায় নিয়োগ করা হবে । 

নিয়োগকারী সংস্থা – 

ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনে থাকা সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন । 

এবার আসি শূন্য পদের যাবতীয় বিবরণে—

পদের নাম- আঞ্চলিক অধিকর্তা (Regional Officer)

শূন্যপদ–  ৪ টি 

বয়স– উল্লেখিত আধিকারিক পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে। 

মাসিক বেতন– উল্লেখিত পদে নিজক্ত কর্মীকে ভারত সরকারের বেতন পরি কাঠামো অনুযায়ী প্রতি মাসে ৭৮,৮০০-২,০৯,২০০ টাকা বেতন দেওয়া হবে । এছাড়াও সরকারি যাবতীয় সুবিধা প্রদান করা হবে । 

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে । এছাড়াও হিন্দি ভাষায় দক্ষতার পাশাপাশি স্থানীয় ভাষায় বিশেষ পারদর্শী হতে হবে । তৎসহ ভারত বর্ষের ইতিহাস এবং সংস্কৃতি বিষয়ে দক্ষ হতে হবে ।  পাশাপাশি কেন্দ্র অথবা রাজ্য সরকারের সর্বোচ্চ প্রশাসনিক পদে অন্তত দশ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।

পদের নাম- অতিরিক্ত আঞ্চলিক অধিকর্তা ( Additional Regional Officer)

শূন্যপদ–  ১ টি 

বয়স– উল্লেখিত আধিকারিক পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে। 

মাসিক বেতন– উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে ভারত সরকারের বেতন পরি কাঠামো অনুযায়ী প্রতি মাসে ৬৭,৭০০- ২,০৮,৭০০  টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও সরকারি যাবতীয় সুবিধা প্রদান করা হবে । 

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে । এছাড়াও হিন্দি ভাষায় দক্ষতার পাশাপাশি স্থানীয় ভাষায় বিশেষ পারদর্শী হতে হবে । তৎসহ ভারত বর্ষের ইতিহাস এবং সংস্কৃতি বিষয়ে দক্ষ হতে হবে ।  পাশাপাশি কেন্দ্র অথবা রাজ্য সরকারের সর্বোচ্চ প্রশাসনিক পদে অন্তত সাত বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।

উল্লেখিত পদ গুলিতে আবেদন জানাতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে । 

Jio-র ধামাকা অফার!  23 দিনে 75 জিবি ডেটা ফ্রী, তাড়াতাড়ি জানুন বিস্তারিত -New Offer 2023

চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন bongodhara.com -এ 

Official Notice : Download 

More Job News : Click Here

Telegram Channel : Click Here

TAG-  JOB NEWS# GOVT JOB# RECRUITMENT #BROADCASTING #INFORMATION & BROADCASTING #CBFC

Leave a Comment