কলকাতা – সাম্প্রতিক কালে নিত্যনতুন রোগের শেষ নেই । তবে মারণ রোগের ক্ষেত্রে বহুকাল আগে থেকেই তালিকার শীর্ষে নাম লিখিয়েছে এইডস (AIDS)। যার পোশাকি অর্থাৎ বিজ্ঞান সম্মত নাম ‘অ্যাকুয়ার্ড ইম্যুনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম ‘। অবশ্য মারণ এই রোগ রুখে দিতে বিজ্ঞানীরা তাঁদের গবেষণার কাজ চালাচ্ছেন নিরন্তর । এই তালিকায় নাম রয়েছে খোদ কলকাতার ‘মেডিক্যাল (Medical College) কলেজের’ নাম ও । নাম থাকাই স্বাভাবিক । কারণ কলকাতা মেডিক্যাল কলেজের অধীনে পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দফতরের তত্বাবধানে রয়েছে স্কুল অব (School of Tropical Medicine) ট্রপিক্যাল মেডিসিন । আর স্বনাম ধন্য এই প্রতিষ্ঠানেই রয়েছে এইডস’ -য়ের মতো মারণ ব্যাধি নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ সোসাইটি । প্রতিনিয়ত এই সোসাইটি -তেই চলছে গবেষণা আর ডাটা অ্যানালাইজিং-য়ের কাজ । কিন্তু শুধু প্রতিষ্ঠান থাকলেই তো চলবে না । প্রতিষ্ঠান ভিত্তিক কাজ কর্ম পরিচালনার জন্য প্রয়োজন অভিজ্ঞ এবং দক্ষতা সম্পন্ন কর্মীর ।
এবার সেই স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে ডাটা অ্যানালাইজার’ নিয়োগ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । এ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা । তবে আবেদনকারী প্রার্থীকে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন হতে হবে । এ ক্ষেত্রে মাসিক বেতন ও বেশ আকর্ষণীয় ।
তাই দেরি না করে চট পট আবেদন সেরে ফেলুন নিচের বিস্তারিত প্রতিবেদনটি পড়ে নিয়ে ।
প্রকাশিত বিজ্ঞপ্তর নম ও তারিখ – Memo No- SAT/DT/01/112/2023 Dated – 13/04/2023
শূন্য পদের বিবরণ –
পদের নাম – ‘ ডাটা অ্যানালিস্ট ‘ (Data Analist)
শূন্য পদ – উল্লেখিত পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ -য়ের হিসাবে ৬০ বছরের মধ্যে
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা –
উক্ত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অঙ্ক / স্ট্যাটিস্টিক্স বিষয়ে মাষ্টার ডিগ্রিধারী হলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে ।
এ ছাড়াও আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে যে কোনও শাখায় গ্র্যাজুয়েট হতে হবে। তৎসহ কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে ।
পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে ডাটা অ্যানালিজিং -য়ের কাজে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।
মাসিক বেতন –
সংশ্লিষ্ট পদে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর এবং নির্দিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে 21,000 টাকা সাম্মানিক বেতন দেওয়া হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক ।
নিয়োগ পদ্ধতি –
উক্ত পদে নিয়োগের ক্ষেত্রে আবেদন পত্র গুলি প্রাথমিক বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিয়ের জন্য । এরপর প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা যাচাইয়ের পর আবেদনকারী প্রার্থীর জমা কড়া নথি পত্র অর্থাৎ ডকুমেন্টস খুঁটিয়ে দেখে সংশ্লিষ্ট দফতর মারফৎ সফল এবং যোগ্য প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।
নিয়োগকারী সংস্থা এবং নিয়োগের স্থান –
চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য দফতর নিয়ন্ত্রণাধীন কলকাতার ‘ স্কুল অব ট্রপিক্যাল (School of Tropical Medicine) মেডিসিনে’ এইডস’ (AIDS) প্রিভেনশন অর্থাৎ প্রতিরোধ কর্মসূচি বিভাগের সোসাইটিতে সংশ্লিষ্ট কাজে নিয়োগ করা হবে ।
কাজের ধরণ –
সংশ্লিষ্ট পদে নিযুক্ত কর্মীকে কলকাতার মেডিক্যাল কলেজ সংলগ্ন স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে’ সংশ্লিষ্ট এইডস’ (AIDS Control & Prevention) কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সোসাইটিতে ডাটা অ্যানালিস্ট বা পর্যবেক্ষণের কাজ করতে হবে ।
আবেদন পদ্ধতি –
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অফ লাইনে আবেদন করতে হবে । এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট বিভাগের ওয়েব সাইটে দেওয়া আবেদন পত্রের অনুকরণে আবেদন পত্র তৈরি করে নিতে হবে । তারপর ওই আবেদন পত্রের প্রত্যেকটি কলমে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । এরপর সকল ডকুমেন্টের প্রত্যয়িত নকল সহযোগে আবেদন পত্রটি খাম বন্দি অবস্থায় সংশ্লিষ্ট ঠিকানায় জমা করতে হবে ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা –
To The Director , School of Tropical Medicine , 108 Chittaranjan Avenue , Kolkata – 700073.
আবেদনের শেষ তারিখ আগামী মে’ মাসের ১০ তারিখ অর্থাৎ 10/05/2023
আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন http://stmkolkata.org
চাকরির সঠিক খবর সবার আগে পেতে নজর রাখুন bongodhara.com
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
TAG – #WB #HEALTH #JOB NEWS #VACANCY #AIDS #KOLKATA #MEDICAL COLLEGE