দীর্ঘ কয়েক বছর ধরেই চলছে আর্থিক খরা । তবে সেই সঙ্গে দেশের লাগামহীন বেকারত্ব হ্রাসে তৎপর কেন্দ্রের মোদী সরকার । ফলস্বরুপ গোটা দেশ জুড়ে বিভিন্ন দফতরে কর্মী (govt job)নিয়োগ শুরু হয়েছে জোরকদমে। বেকার চাকরি প্রার্থীদের কাছে এই নিয়োগের খবর যে কর্মসংস্থানের নতুন দিশা তা বলাই বাহুল্য । বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার গোটা দেশ জুড়ে কয়েক হাজার জওয়ান নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর অন্যতম শাখা (CRPF)সিআরপিএফ । সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারত সরকারের স্বরাষ্ট্র (HOME MINISTRY)মন্ত্রকের অধীনে থাকা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের পক্ষ থেকে। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে সারা দেশের সিআরপিএফ-র অধীনে একাধিক আধা সামরিক বাহিনীর ক্যাম্পে । এ ক্ষেত্রে নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। অযথা সময় বিলম্ব না করে এখনই আবেদন করাই শ্রেয়। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। Advertisement Notice Recruitment for the post of Constable (Technical & Tradesmen) (Male/Female) –2023 in CRPF.
শূন্যপদের বিবরণ –
এক্ষেত্রে একাধিক বিভাগে শূন্য পদ পুরনের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে । উল্লেখিত বিভাগ গুলি হল ,
ড্রাইভার (Driver)
মেকানিক (Mechanic)
কবলার (Cobbler)
কারপেন্টার (Carpenter)
টেইলর (Tailor)
ব্রাস ব্যান্ড (Brass band )
পাইপ ব্যান্ড (pipe band )
গার্ডেনার (Gardener)
পেইন্টার (Painter )
কুক (Cook)
ওয়াটার ক্যারিয়ার (Water Carrier)
ওয়াশার ম্যান (Washer Man)
বারবার (Barber)
সাফাইওয়ালা (Safaiwala )
ম্যাসন (Mason)
প্লাম্বার (Plumber)
ইলেকট্রিশিয়ান (Electrician)
শূন্য পদের সংখ্যা –
উল্লেখিত বিভাগগুলিতে মোট শূন্য পদের 9223 টি । উল্লেখিত শূন্য পদের মধ্যে মহিলা প্রার্থীদের জন্য বেশ কিছু আসন সংরক্ষিত রয়েছে।
আবেদন পদ্ধতি-
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সি আর পি এফ (CRPF) -এর নির্দিষ্ট ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীকে তাঁর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে।
৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম……………
স্থায়ী বাসস্থানের ঠিকান…………………
বয়স………………………………………
শিক্ষাগত যোগ্যতা, ………………………
প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা …………………
নিজের ইমেল আই ডি ……………………….
ফোন নম্বর উল্লেখ করতে হবে। …………………
৬। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।
৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।
আবেদন ফী-
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থী যদি সাধারণ কিংবা ওবিসি ক্যাটাগরির প্রার্থী হন তাহলে ওই প্রার্থীকে 100 টাকা আবেদন ফী জমা করতে হবে। তপশিলি জাতী- উপজাতি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফী জমা দিতে হবেনা।
বয়স-
উল্লেখিত শূন্য পদে আবেদনের সময় শুধুমাত্র ড্রাইভার (Driver) পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 21 বছর থেকে 27 বছরের মধ্যে বাদ বাকি সমস্ত বিভাগে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে । এর মধ্যে ওবিসি প্রার্থীদের 3 বছর, তপশীলি জাতী-উপজাতির প্রার্থীদের 5 বছর এবং সেনা কর্মীদের 3 বছর দেওয়া হয়েছে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা-
এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হলে আবেদনকারীকে সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। সঙ্গে আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই (ITI) ডিগ্রী ধারী হতে হবে । পাশাপাশি ড্রাইভার পদের ক্ষেত্রে প্রার্থীর ভারী যানবাহন চালানো সহ যানবাহন রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা এবং ভারী যানবাহন চালানোর উপযুক্ত লাইসেন্স থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি-
নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমে অনলাইনে (CBT) পরীক্ষা দিতে। অনলাইন পরীক্ষায় পাশের পর সফল ও যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং জমা দেওয়া নথি ভেরিফিকেশনের জন্য। তারপর সফল এবং যোগ্য প্রার্থীদের প্রাসঙ্গিক কাজের ওপর দক্ষতার পরীক্ষা দিতে হবে। তারপর হবে আবেদনকারী প্রার্থীর শারীরিক মাপজোকের শারীরিক সক্ষমতার পরীক্ষা এরপর রয়েছে মেডিক্যাল বা স্বাস্থ্য পরীক্ষা । সবশেষে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।
মাসিক বেতন-
উল্লেখিত বিভাগ গুলিতে নিযুক্ত জওয়ান কে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে 21,700 থেকে 69,100 টাকা বেতন দেওয়া হবে । সঙ্গে রয়েছে যাবতীয় সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা ।
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ 25/04/2023
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – http://www.crpf.gov.in-এ
বেকার চাকরি প্রার্থীদের চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। সর্বদা- সর্বত্র নজর রাখুন bongodhara.com –এ
Official Notice : Download
আরও নতুন খবর পড়ুন : এখানে ক্লিক করুন
আমাদের টেলিগ্রাম (Telegram) চ্যানেলে যুক্ত হন : এখানে ক্লিক করে
TAG- #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #CRPF