রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর । এবার জেলা ভিত্তিক ল্যাবরেটরি টেকনিশিয়ান নিচ্ছে রাজ্য (WB HEALTH ) স্বাস্থ্য দফতর । এই মর্মে গত কয়েকদিন আগে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট জেলা ও রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ । রাজ্যের যেকোনো প্রান্তের কর্ম প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । নিয়োগ হওয়া স্বাস্থ্য কর্মীকে জাতীয় স্বাস্থ্য মিশনের নিয়ম মাফিক রাজ্য স্বাস্থ্য দফতরের তত্বাবধানে কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি চুক্তি ভিত্তিক হলেও বেতন আকর্ষণীয়। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – Recruitment Notice No: DH&FWS/DHDD/4003/2022-233 Dated – 01/03/2023
প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে –
পদের নাম – ল্যাবরেটরি টেকনিশিয়ান ( Labratory Technician )
শূন্যপদ –
উল্লেখিত পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা- 13 টি ( এর মধ্যে 6 টি পদ সাধারণ ক্যাটাগরির প্রার্থীর জন্য , 3 টি তপশীলি জাতি , 2 টি তপশিলি উপজাতি , 2 টি পদ ওবিসি প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে ।)
বয়স সীমা –
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 01-01-2023 এর হিসাবে 19 থেকে 40 বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
কাজের ধরণ-
এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক হলেও ভবিষ্যতে অভিজ্ঞতা এবং কাজের দক্ষতার ওপর বিবেচনা সাপেক্ষে স্থায়ী করণ করা হতে পারে বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে ।
প্রার্থী নির্বাচন-
এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রথমে আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য । সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে ।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় ফিজিক্স, কেমিস্ট্রি, এবং বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে । এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে । তৎসহ কম্পিউটারে দক্ষ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে ।
আবেদন পদ্ধতি –
এক্ষেত্রে অফলাইনে আবেদন করতে হবে । প্রথমে অনলাইনে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট ওয়েব সাইট (www.wbhealth.gov.in ) -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে তার একটি প্রিন্ট কপি নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি এবং সই স্ক্যান করে আবেদন পত্রটি নির্দিষ্ট দিন এবং সময়ে সংশ্লিষ্ট আধিকারিকের অফিসে আবেদনকারী প্রার্থীকে উপস্থিত থাকতে হবে । এ ক্ষেত্রে আবেদনের শেষ দিনেই উপস্থিত থাকতে বলা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা – To The CMOH & Member Secretary , District Health & Family Welfare Samity , Office Of the CMOH , Diamond Harbour Health District , in – 743331 .
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – (www.wbhealth.gov.in) -এ
আবেদনের শেষ তারিখ 13/03/2023
Official Notice : Download
More Job News : Click Here
Join Telegram Channel : Click Here
TAG- #WB HEALTH #PUBLIC HEALTH #JOB #RECRUITMENT #LABRATORY TECHNICIAN