মাসিক বেতন 24 হাজার! পৌরসভায় প্রচুর স্বাস্থ্য কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ দিয়ে চাকরি – WB Health Job

 চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যে ফের স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের মিউনিসিপালিটি বা পৌরসভায় এই সমস্ত স্বাস্থ্য কর্মী পদ পূরণ করা হবে। জানানো হয়েছে, রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদনের যোগ্য। যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক বা যোগ্য তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB Health Recruitment 

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না অর্থাৎ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ এর তারিখ ও স্থান নিচে দেওয়া হবে। 

আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরি প্রার্থীরা স্বাস্থ্য বিভাগের বা পৌরসভায় সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের ইন্টারভিউ এর আগে কোনো আবেদন পত্র জমা করতে হবে না কিন্তু এক্ষেত্রে ইন্টারভিউ এর দিন সংশ্লিষ্ট নিয়োগের নিদিষ্ট আবেদন পত্র যা অফিসিয়াল ওয়েবসাইট এ দেওয়া রয়েছে সেটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করতে হবে। সঠিক ভাবে পূরণ করে তারপর আবেদন পত্র বা ইন্টারভিউ পত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর অরিজিনাল ও জেরক্স কপি নিয়ে উপস্থিত হতে হবে। 

যে যে ডকুমেন্টস সমূহ ইন্টারভিউ দিন নিয়ে আসবেন

1. আবেদন পত্র বা ইন্টারভিউ পত্র 

2. বয়সের প্রমাণ পত্র 

3. পাসপোর্ট সাইজের ছবি 

4. জাতিগত সংশয় পত্র 

5. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

6. আধার বা ভোটার কার্ড 

7. পদ সম্পর্কে অন্যান্য জরুরি ডকুমেন্টস ( অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন) 

মাসিক বেতন : এক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে 24,000 টাকা। 

বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে 67 বছরের মধ্যে। অর্থাৎ এর নিচে বয়স হতে হবে। 


ইন্টারভিউ -র তারিখ : এক্ষেত্রে ইন্টারভিউ শুরু হবে 04 অগাস্ট 2023 তারিখ সকাল  11.30 টা থেকে 12.30 পর্যন্ত। 

ইন্টারভিউ-র স্থানRoom No.254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N Banerjee Road, kol- 700013


আবেদন সম্পর্কে বা পদ সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন- 

Official Website : Click Here 


More News : Click Here

Join Telegram Channel : Click Here


Leave a Comment