কলকাতা – কথায় বলে স্বাস্থ্য সম্পদ । রাজ্য- কিংবা দেশ , সাধারণ নাগরিকের স্বাস্থ্য সম্পর্কে সচেতন কেন্দ্র রাজ্য দুই সরকারই । দেশের মানুষকে সঠিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বেশ কয়েক বছর আগেই কেন্দ্র সরকারের তরফে জাতীয় স্বাশ্য মিশন কর্ম সূচী নেওয়া হয়েছে । এবার জাতীয় স্বাস্থ্য মিশন কর্ম সূচির নিয়ম মাফিক রাজ্য স্বাস্থ্য দফতরের তত্বা বধানে নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক স্বাস্থ্য কর্মী । এই মর্মে গত কয়েকদিন আগে চুক্তি ভিত্তিক স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা । এক্ষেত্রে চাকরি হবে খোদ কলকাতায় । তবে নিয়োগ হওয়া স্বাস্থ্য কর্মীকে কাজ করতে হবে জাতীয় স্বাস্থ্য মিশনের নিয়ম মাফিক । এবার আসুন এক নজরে দেকে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। Advertisement No – 06/Kolkata city NUHM Society /2022-23 Dated – 13/01/2023
প্রথমেই আসা যাক শূন্যপদ সম্পর্কে –
পদের নাম– “মেডিক্যাল অফিসার”(MEDICAL OFFICER)
শূন্য পদ– ৫৫ টি
বয়স সীমা –
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ০১-০২-২০২৩ -এর হিসাবে ৬২ বছরের মধ্যে ।
মাসিক বেতন-
এ ক্ষেত্রে নিয়োগ হওয়া স্বাস্থ্য কর্মীকে জাতীয় স্বাস্থ্য মিশনের নিয়ম মাফিক প্রতিমাসে 24,000 টাকা বেতন দেওয়া হবে ।
প্রার্থী নির্বাচন –
এই পদের ক্ষেত্রে শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে । এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীর হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র ।
শিক্ষাগত যোগ্যতা-
উল্লেখিত মেডিক্যাল অফিসার পদের জন্য আবেদনকারি প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সংশাপত্র থাকতে হবে । এবং প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
আবেদন পদ্ধতি –
এক্ষেত্রে আলাদা ভাবে আবেদনের প্রয়োজন নেই । সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদনকারী প্রার্থীকে তার যাবতীয় প্রমানপত্র সহযোগে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট অফিসে হাজির থাকতে বলা হয়েছে । ইন্টারভিউয়ের স্থান ও সময় –
Date of Interview – 01/02/2023 Time – 11.30 – 12.30 am
Place of Interview – Room No – 254 2nd Floor, PMU Kolkata city NUHM Society , 5 S.N. Banerjee Road , Kolkata – 700013 .
উপরিল্লিখিত পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদন পত্র সহ সরাসরি ইন্টার্ভিউয়ের সময় আবেদনকারী প্রার্থীকে এই সকল ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে । যেমন ,
বয়সের প্রমান পত্র,
জাতী গত সংশাপত্র,
শিক্ষাগত যোগ্যতা,
ভোটার কার্ড,
আঁধার কার্ড,
উল্লীখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র,
পাসপোর্ট সাইজের ছবি, ইত্যাদি ।
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – www.kmcgov.in – এ
Official Notice : Download
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG- WB HEALTH#PUBLIC HEALTH# JOB# RECRUITMENT #KOLKATA #NUHM