ঘটা করে বেশ কয়েক বছর আগে স্বচ্ছ ভারত অভিযানের (SWACHH BHARAT MISSION ) ডাক দিয়েছিলেন দেশের বর্তমান প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী । এখনও গোটা দেশের প্রায় প্রতিটি জেলায় চলছে প্রধান মন্ত্রীর স্বপ্নের প্রকল্পের কাজ । এই তালিকায় সংযোজিত হয়েছে এ রাজ্যের মিশন নির্মল বাংলা (MISSION NIRMAL BANGLA) অভিযানও । এবার রাজ্যের চাকরি প্রার্থীদের সামনে সরাসরি নমো-র স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির আওতায় নির্মল বাংলা গড়ার মিশনে যুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ । তবে শুধু নিযুক্তই নয়, এক্ষেত্রে মাসে মাসে নিযুক্ত কর্মীকে মোটা অঙ্কের বেতনও দেওয়ার ব্যবস্থা রয়েছে । এই নিয়োগটি জেলা ভিত্তিক । এ ক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের যুবক- যুবতীরা উপযুক্ত যোগ্যতা থাকলে সরাসরি আবেদন করতে পারবেন উক্ত নিয়োগ প্রক্রিয়ায় । তাহলে আসুন চটপট জেনে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ Memo No- 05/VI/SBM(G)BZP Dated – 06/01/2023
আবেদন পদ্ধতি –
এক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে । প্রথমে সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদন পত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । সবশেষে নিজের সই এবং ছবি আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আঁধার কার্ড
ভোটার কার্ড
শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র
প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার প্রমাণ পত্র
বয়সের প্রমাণ পত্র
জাতিগত সংশাপত্র
সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ইত্যাদি ।
শূন্যপদের বিবরণ –
পদের নাম – জেলা সংযোগ আধিকারিক স্বচ্ছ ভারত মিশন (DISTRICT CO-ORDINATOR SWACHH BHARAT MISSION (GRAMIN)
শূন্যপদ – 1 টি
মাসিক বেতন – 27,000 টাকা
শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে জন স্বাস্থ্য (PUBLIC HEALTH ) বিষয়ে এক বছর মেয়াদের স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । অথবা গ্রামীণ উন্নয়ন (RURAL DEVELOPEMENT) /সোশ্যাল ওয়ার্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে ।
পদের নাম – সহকারী জেলা সংযোগ আধিকারিক স্বচ্ছ ভারত মিশন (ASST. DISTRICT CO- ORDINATOR SWACHH BHARAT MISSION )
শূন্যপদ – 1 টি
মাসিক বেতন – 24,000 টাকা
শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।
বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে ।
নিয়োগ পদ্ধতি –
নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই । শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । তবে এটি একটি চুক্তি ভিত্তিক নিয়োগ । এ ক্ষেত্রে সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে পশ্চিম বঙ্গের বীরভূম জেলার একাধিক ব্লকের অধীনে । তবে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরিখা নেওয়া হলে তা প্রার্থীর মেল আইডিতে সংশ্লিষ্ট জেলার আধিকারিক মারফৎ যথাযোগ্য সময়ে জানিয়ে দেওয়া হবে । লিখিত পরীক্ষায় অঙ্ক, ইংরাজি,জেনারেল নলেজ, কারেন্ট অ্যা ফেয়ার্সের প্রশ্ন পত্র দেওয়া হতে পারে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – www.birbhum.gov.in – এ
আবেদনের শেষ তারিখ -27/01/2023
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন
TAG – #SWACHH BHARAT MISSION #MISSION NIRMAL BANGLA #WB #BIRBHUM #RECRUITMENT #JOB NEWS