সরকারি হোক কিংবা বেসরকারি চাকরি একটা হলেই হল । তাও আবার বাড়িতে বসেই । এর থেকে বড় সুযোগ কি হতে পারে । আসলে বিগত কয়েক বছর মহামারীর কারণে ক্রমশ ঘরবন্দি হয়ে আপাতত ওয়ার্ক ফ্রম হোম কালচারকেই নিজেদের পছন্দের তালিকায় রেখেছেন হাজার হাজার চাকরি প্রার্থী । কারণ বাড়িতে অনলাইনে কাজকরে যদি প্রতিমাসে বেশ মোটা অঙ্কের বেতন পাওয়া যায় তাহলে ব্যস্ততার জীবনে বাইরে বের হওয়ার ঝক্কি ঝামেলা কেই বা পছন্দ করেন । এবার বাড়িতে বসেই প্রতি মাসে মোটা টাকা ইনকামের সুযোগ চাকরি প্রার্থীদের সামনে ।
সম্প্রতি দেশের সবচাইতে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিস – এর শাখা সংগঠন জিও (Reliance Jio) -র তরফে ব্যাপক হারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । এই নিয়োগ প্রক্রিয়ায় দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন । এই নিয়োগের কারণ হিসাবে রিলায়েন্স কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে গোটা দেশ জুড়ে জিও-র নেট ওয়ার্ক বিস্তৃতি এবং গ্রাহকদের কাছে আরও দ্রুত এবং তরান্বিত পরিষেবা পৌঁছে দিতেই ব্যাপক হারে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে এই কাজে নিযুক্ত ব্যক্তিদের অফিসে যাওয়ার প্রয়োজন নেই । শুধুমাত্র বাড়িতে বসে (WORK FROM HOME ) অনলাইনের মাধ্যমেই এই কাজ সম্পন্ন করা যাবে বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে । এটি একটি ফ্রিল্যান্সিং (FREELANCE JOB ) জব । কিন্তু এই কাজে রয়েছে ধরা বাঁধা মাস মাইনার পাশাপাশি আকর্ষণীয় ইন্সেন্টিভ । তাহলে আর দেরি না করে বিস্তারিত জানতে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদন টিতে ।
শূন্যপদের বিবরণ –
পদের নাম – কাস্টমার এক্সিকিউটিভ ফ্রিল্যান্সার ( CUSTOMER EXECUTIVE FREELANCER)
শূন্যপদ – ৭৭৮৯ টি
শিক্ষাগত যোগ্যতা –
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে । পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে ।
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদন কারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছরের ঊর্ধ্বে । অর্থাৎ ১৮ বছর অতিক্রান্ত যে কোনও প্রার্থীরাই এই কাজের জন্য আবেদন করতে পারবেন ।
মাসিক বেতন –
নিযুক্ত কর্মীকে মাসে ৩০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । এর সঙ্গে রয়েছে আকর্ষণীয় ইন্সেনটিভের ব্যবস্থা ।
নিয়োগকারী সংস্থা – রিলায়েন্স জিও (RELIANCE JIO)
নিয়োগের স্থান –
এ ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিকে বাড়িতে বসেই কাজ করতে হবে । অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে কাজ করতে হবে ।
নিয়োগ পদ্ধতি –
এক্ষেত্রে কন লিখিত পরীক্ষার বালাই নেই । আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র ইন্টারভিউ দিলেই চলবে । শুধুমাত্র ইন্টারভিউ এবং আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং পারসোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে । এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে সংশ্লিষ্ট সংস্থার তরফে । চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে রিলায়েন্স জিও-র পক্ষ থেকে ।
আবেদন পদ্ধতি –
এক্ষেত্রে অন লাইনে আবেদন করতে হবে । প্রথমে আবেদনকারী প্রার্থীকে রিলায়েন্স জিওর নিজস্ব ওয়েব (careers.jio.com) সাইটে ঢুকে প্রার্থীকে তার নিজের ফোন নম্বর এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে ওয়ার্ক ফ্রম হোম অপশন থেকে আবেদন পত্র দাউন লোড করে নিতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট কল্ম গুলিতে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । সব শেষে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আঁধার কার্ড
ভোটার কার্ড
শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র
বাসস্থান্র প্রমাণ পত্র পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি ।
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (careers.jio.com) -এ
সরকারি হোক কিংবা বেসরকারি , সঠিক চাকরির খবর পেতে চোখ রাখুন – bongodhara.com -এ
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click
TAG – #RELIANCE #JIO #RECRUITMENT #WORK FROM HOME #FREELANCE #JOB