মাসিক বেতন 42,000 টাকা! WBPSC-র মাধ্যমে ফের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, রইল বিস্তারিত -WB Govt Job

সে তন্তুজ হোক কিংবা শান্তিপুর অথবা ধনেখালি , বহুকাল আগে থেকেই তাঁত শিল্পে বাংলার বিশ্ব জোড়া নাম । কিন্তু বেশ কয়েক বছর ধরে বিশেষ করে করোনা কালে বাংলার টেক্সটাইল শিল্পের অবস্থা বেশ করুন । কিন্তু বাংলার টেক্সটাইল শিল্প কে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর এ রাজ্যের সরকার । তার জন্য রয়েছে সরকারি দফতর । এবার সেই দফতরেই মাসে মোটা অঙ্কের বেতনের চাকরির সুযোগ ।  চাকরি প্রার্থীদের কাছে এই নিয়োগ বেশ খুশির খবর তা বলাই বাহুল্য ।  

এবার কর্মী (RECRUIT))নিয়োগ হতে চলছে রাজ্য সরকারি দফতরে  । তবে এর জন্য প্রার্থীর উপযুক্ত যোগ্যতা থাকতে হবে । সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক সার্ভিস (PSC )কমিশনের তরফ থেকে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে  কোনও প্রান্তের  কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে রাজ্য সরকারের টেক্সটাইল দফতরের আধিকারিক হিসাবে । আবেদন সহ প্রকাশিত বিজ্ঞাপনের যাবতীয় তথ্য জানতে চটপট দেখে নিন নিম্নলিখিত প্রতিবেদনটি। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর  Memo No- 02/2023 

পাবলিক সার্ভিস কমিশন মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্ত হওয়া কর্মীকে কাজ করতে হবে রাজ্য সরকারের ক্ষুদ্র এবং ক্ষুদ্র শিল্প দফতরের অধীনে টেক্সটাইল বিভাগে  । এক্ষেত্রে বেতন বেশ আকর্ষণীয়। এই বেতনের সঙ্গে বেসিক পে এবং ডি এ সহ যাবতীয় আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা হবে। 

প্রথমেই আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে —

এক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে আবেদনকারীকে পাবলিক সার্ভিস কমিশনের যথাযোগ্য ওয়েব  (https://wbpsc.gov.in) সাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের জন্য আবেদনকারীকে প্রথমে ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করতে হবে।  তারপর ওই আবেদন পত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে যেমন, প্রার্থীর নাম, পিতার নাম, বয়স , শিক্ষাগত যোগ্যতা, জাতিগত সংশাপত্র, প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার পাশাপাশি ইমেল আইডি, ফোন নম্বর উল্লেখ যেমন উল্লেখ করতে হবে তেমনি আবেদনকারীকে নিজের সাম্প্রতিক সময়ের ছবি আপলোড করতে হবে নির্দিষ্ট স্থানে। সব শেষে নিজের সই স্ক্যান এবং আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।  

এবার আসা যাক শূন্য পদ সম্পর্কে —

পদের নাম – যুগ্ম অধিকর্তা – টেক্সটাইল (JOINT DIRECTOR OF TEXTILES )

শূন্য পদ – উল্লেখিত আধিকারিক পদে শূন্য পদের সংখ্যা ১ টি

বয়সসীমা- 

আবেদনকারীর বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে আএদঙ্কারি প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।

মাসিক বেতন-  

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতর  মারফৎ প্রতিমাসে 15,600 থেকে 42,000  টাকা বেতন দেওয়া হবে । এছাড়াও রয়েছে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা । 

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় টেক্সটাইল বিষয়ে ডিগ্রী অথবা ডিপ্লোমা ধারী হতে হবে । এ ছাড়াও প্রার্থীকে বাঙ্গা এবং নেপালি ভাষায় পারদর্শী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত ছ’বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

নিয়োগ পদ্ধতি—

নিয়োগের ক্ষেত্রে সর্ব প্রথমে আবেদনপত্র প্রাথমিক ভাবে বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য ।  ইন্টারভিউয়ে উত্তীর্ণ হওয়ার পর শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থীর জমা করা ডকুমেন্টস ভেরিফিকেশনের পর চূড়ান্ত প্রার্থী তলিকা তৈরি করা হবে। 

WB Govt Recruitment: গ্রাম উন্নয়ন কর্মসূচীতে জেলা ভিত্তিক কর্মী নিচ্ছে রাজ্য সরকার , রইল বিস্তারিত 

আবেদন ফী- 

উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ২১০ টাকা আবেদন ফী জমা করতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের আবেদন ফী জমা করার প্রয়োজন নেই। 

উল্লেখিত পদে আবেদনের শেষ তারিখ – 21/03/2023   

আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন  (https://wbpsc.gov.in) -এ 

আমরাই দেবো সঠিক চাকরির খবর , চোখ রাখুন , সঙ্গে থাকুন bongodhara.com 

written by – Somnath Pal. 

Official Notice : Download


More Job News : Click Here


Join Telegram Channel : Click Here

TAG- #JOB #WB JOB #RECRUITMENT #PSC #TEXTILES

Leave a Comment