মাসিক বেতন 44,500! ফের সরকারি চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। Govt Job Reqruitment ।

চাকরি প্রার্থীদের জন্য আবার সুখবর। এবার কর্মী নিয়োগ করতে চলেছে সেবি( SECURITY EXCHANGE BOARD OF INDIA) ।  কর্মী নিয়োগের(RECRUITMENT) বিষয়ে গত কয়েকদিন আগেই ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন সেবি (SEBI)-র তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও (GOVT JOB) প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার অফিসে। এ ক্ষেত্রে  নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। মাসিক বেতন হবে কেন্দ্রীয় সরকারের বেতন পরিকাঠামোর নিয়মানুযায়ী।  তাহলে আসুন এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। 

প্রথমে দেখে নেব শুন্য পদ সম্পর্কে-


পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি” (ASSISTANT MANAGER OF INFORMATION & AND TECHNOLOGY STREAM) 

মোট শুন্যপদের সংখ্যা- ২৪ টি ( উল্লেখিত পদের মধ্যে সাধারণ ক্যাটাগরির প্রার্থীর জন্য ১১ টি, ওবিসি দের জন্য ৩ টি, তপশীলি জাতির জন্য ৫ টি, তপশীলি উপজাতির জন্য ৪ টি, এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীর জন্য ১ টি আসন সংরক্ষিত রয়েছে।)  

মাসিক বেতন- 44,500 থেকে 1,40,500 টাকা পর্যন্ত। 

এবার আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে- 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। 

২। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব www.sebi.gov.in সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

৩। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। 

৪। আবেদন ফর্মে প্রার্থীর নাম, 

স্থায়ী বাসস্থানের ঠিকানা, 

বয়স, 

শিক্ষাগত যোগ্যতা, 

প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, 

নিজের ইমেল আইডি 

ফোন নম্বর উল্লেখ করতে হবে। 

৫।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে।

৬। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আপলোড করতে হবে। 

বয়স সীমা-  

উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তবে এক্ষেত্রে তপশীলি জাতী, তপশীলি উপজাতি, ওবিসি, অবসর প্রাপ্ত সরকারি কর্মী, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষমদের সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয়েছে।  

শিক্ষাগত যোগ্যতা- 

উল্লেখিত পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি  / কম্পিউটারে তথ্য প্রযুক্তি বিষয়ের ওপর ডিগ্রি থাকতে হবে। 

আবেদন ফী-

উল্লেখিত পদে আবেদনের জন্য সাধারণ, ওবিসি এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের ১০০০ টাকা এবং তপশীলি জাতী , তপশীলি উপজাতি ও শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষমদের ১০০ টাকা দিতে হবে। তবে এই আবেদন ফি অনলাইন পদ্ধতিতে জমা করতে হবে।   

এবার জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে-

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইন পদ্ধতিতে প্রথমে ৪০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষা দুই ধাপে নেওয়া হবে।  তারপর হবে ইন্টার ভিউ। সব শেষে প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা এবং দক্ষতার মুল্যয়ন করে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। নিয়োগের পর নিযুক্ত সফল এবং যোগ্য প্রার্থীদের সংশ্লিষ্ট দফতরের অধীনে অন্তত দু’ বছর প্রবেশন পিরিয়ডে থাকতে হবে।    

সংশ্লিষ্ট পদে অনলাইন পদ্ধতিতে আবেদনের  সময় যে ডকুমেন্টস বা নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল-

১. ভোটার ও আঁধার কার্ড  

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র 

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমানপত্র, ইত্যাদি ।

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানাতে হবে  31 জুলাইয়ের মধ্যে। 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন 

 www.sebi.gov.in -এ  

Official Notification : Download 

 কর্ম প্রার্থীদের সঙ্গে আমরা আছি সব সময়। চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন Bongodhara. com এর ওয়েব পোর্টালের পেজ- এ 

TAG- JOB NEWS# GOVT JOB# RECRUITMENT# SEBI

Leave a Comment