নয়াদিল্লী : সালটা ছিল ২০১৪ । প্রথম বার প্রধানমন্ত্রীর তক্তে বসে দেশের প্রান্তিক মানুষের আর্থিক দৈনদশা কাটাতে বেশ কয়েকটি প্রকল্প(prakalpa) হাতে নেয় মোদী সরকার । এই জনমুখি প্রকল্পগুলির মধ্যে তালিকার প্রথম সারিতে রয়েছে অটল(atal pension yojna) পেনশন যোজনা। মূলত বিজেপির প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামাঙ্কিত এই প্রকল্পটি গত কয়েক বছরে দেশের শহরাঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে গিয়েছে হু হু করে। কারণ প্রকল্পটি বেশ জনকল্যান মূলক সে বিষয়ে সন্দেহের কোনও অবকাশ নেই।
আসলে কেন্দ্র হোক কিংবা রাজ্য সরকার, লক্ষ্য একটাই, কিভাবে দেশের মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া যায় । তবে ইতিমধ্যেই গোটা দেশের মানুষের সামনে একাধিক জনমুখি যোজনা নিয়ে হাজির কেন্দ্র সরকার। তা সে প্রধান মন্ত্রী উজ্জলা যোজনায় হোক কিংবা প্রধান মন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প।
এবার আরও এক ধাপ এগিয়ে গোটা দেশের বৃদ্ধ- বৃদ্ধাদের জন্য মাসে মাসে পেনশন প্রকল্প নিয়ে হাজির কেন্দ্র সরকার। সম্প্রতি কেন্দ্র সরকারের অধীনে চালু হয়েছে প্রধানমন্ত্রী ‘ভায়া বন্দনা’ (Vaya Vandana Yojna ) যোজনা। ইতিমধ্যেই গোটা দেশের একাধিক মানুষ আপাতত এই প্রকল্পের অধীনে নিজের নাম নথি ভুক্ত করেছেন। এক্ষেত্রে আপনি যদি বার্ধক্য জীবনে আর্থিক ভাবে নিরাপদ ও সুনিশ্চিত ভবিষ্যতের কথা ভাবেন তাহলে কেন্দ্র সরকারের এই ভায়া বন্দনা যোজনা সম্পর্কে এখনই জেনে নিন বিস্তারিত।
এক্ষেত্রে বিবাহিত ষাটোর্ধ অর্থাৎ বৃদ্ধ-বৃদ্ধারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। কেন্দ্র সরকারের এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ভারতীয় জীবন বিমা কর্পোরেশন বা এলআইসি (LIC)। এক্ষেত্রে প্রকল্পের সুবিধাভোগীকে ষাট বছর অতিক্রান্ত করতে হবে। তবে এই প্রকল্পের ক্ষেত্রে কোনও ব্যাক্তি যদি এল আই সি মারফৎ এককালীন ৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ওই ব্যাক্তিকে বার্ষিক ৭২ হাজার টাকা পেনশন দেবে সরকার । এক্ষেত্রে মাসিক পেনশনের পাশাপাশি ত্রৈমাসিক, ষাণ্মাসিক অর্থাৎ ছ’মাস অন্তর পেনশনের সুবিধাও রয়েছে । অর্থাৎ প্রত্যেক ছয় মাস অন্তর ওই বিনিয়োগকারীকে ৩৬ হাজার টাকা পেনশন দেবে সরকার ।
পাশাপাশি যদি কোনও ব্যাক্তি তার অবসর জীবনে এককালীন ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ওই ব্যাক্তি পাবেন মাসিক ১০ হাজার টাকা পেনশন । তবে প্রকল্পের সুবিধা নিতে সুবিধাভোগীকে ভারতীয় জীবন বিমার যে কোনও শাখায় অন্তত ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। তাহলে ওই ব্যক্তিকে ভারতীয় জীবন বিমা কর্পোরেশন মারফৎ কেন্দ্র সরকারের ভায়া বন্দনা যোজনার অধীনে প্রতি মাসে ১০ হাজার টাকা পেনশন দেওয়া হবে। এক্ষেত্রে ষাট বছর অতিক্রান্ত ওই মহিলা-পুরুষ কে তার বিনিয়োগ কৃত টাকার ওপর সরকার ৭.৪ শতাংশ হারে সুদ প্রদান করে থাকে।
প্রকল্পের আরও গভীরে গেলে দেখা যাবে, ষাট বছর পর যদি কোনও মহিলা বা পুরুষ ৮ লক্ষ ১০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি প্রতিমাসে ৫০০০ টাকা পেনশন পাবেন। এই প্রকল্পের সময় সীমা ১০ বছর । অর্থাৎ প্রকল্পের শেষ সময় বা মেয়াদ উত্তীর্ণের পর বিনিয়োগকারী পুরুষ মহিলাকে তার বিনিয়োগ কৃত আসল টাকা ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি প্রকল্প চলাকালীন বিনিয়োগকারী তার প্রয়োজনে তার বিনিয়োগকৃত টাকা তুলে নিতে পারেন। তাহলে আর দেরি না করে আপনি যদি ষাট বছর অতিক্রান্ত করে থাকেন তাহলে এখনই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী এল আই সি অফিসের শাখায় আর নাম লেখান কেন্দ্র সরকারের ‘ভায়া বন্দনা’ প্রকল্পে।
written by – Somnath Pal.
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG- # PM #YOJNA #BHAYA BANDANA #LIC #GOVT #PRAKALPA #PENSION