মেয়েদের জন্য 36 হাজার -ছেলেদের জন্য 30 হাজার টাকা , এখনই আবেদন করুন এই স্কলারশিপে-New Scholarship

নয়াদিল্লী- ফের পড়ুয়াদের জন্য সুখবর। সাড়া দেশের পড়ুয়াদের জন্য ন্যাশেনাল স্কলারশিপ তো ছিলই। এবার আরও এক ধাপ এগিয়ে গোটা দেশের পড়ুয়াদের উচ্চতর শিক্ষার ক্ষেত্রে প্রধান মন্ত্রী স্কলারশিপের আওতায় মেয়েদের ৩৬ হাজার এবং ছেলে ৩০ হাজার টাকা দিচ্ছে কেন্দ্রের মোদী সরকার ।  বিগত বেশ কয়েক বছর ধরেই দেশের মেধাবি পড়ুয়াদের কথা ভেবে এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।  মন্ত্রক সুত্রে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের যেকোনো পড়ুয়া তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে পড়াশোনা চালিয়ে যেতে এই বিশেষ আর্থিক সুবিধা নেওয়ার জন্য আবেদন করতে পারেন। 

আসলে কেন্দ্র সরকারের লক্ষ্য একটাই কিভাবে দেশের ছাত্র- ছাত্রী বিশেষ করে পড়ুয়াদের উচ্চতর শিক্ষাস্তরে উন্নিত করা যায়। কিন্তু আর্থিক দৈন দশার কবলে পড়ে দেশের বেশির ভাগ পড়ুয়া তাদের উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে পিছিয়ে পড়েন। এবার সরকারি ভাবে ওই সকল শিক্ষার্থীদের এককালীন আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। 

কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তথ্য অনুযায়ী মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশের পর যে সকল ছাত্র- ছাত্রীরা বিভিন্ন টেকনিক্যাল অর্থাৎ কারিগরি বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছেন মূলত তাদের পড়াশোনায় যাতে আর্থিক অক্ষমতার জেরে কোনও ছেদ না পড়ে তার জন্যই এই এককালীন সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তাহলে এবার চট পট জেনে নেওয়া যাক এই আর্থিক সুবিধা কারা পাবেন ?

এ বিষয়ে কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, যে সমস্ত পড়ুয়ারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক শেষে টেকনিক্যাল অর্থাৎ কারিগরি বিদ্যায় পারদর্শী হতে চাইছেন তাদের ওই পড়াশোনার খরচ জোগাতে সরকার তাদের এক কালীন ৩০-৩৬ হাজার টাকা দেবে। বিশেষ করে প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা প্রকল্পের অধীনে, কেন্দ্রীয় সৈনিক বোর্ড সচিবালয়, প্রতিরক্ষা মন্ত্রক, প্রাক্তন সৈনিক কল্যাণ বিভাগ, ভারত সরকার তাদের প্রাক্তন সৈনিক, প্রাক্তন কোস্ট গার্ড কর্মীদের সন্তানদের এবং বিধবা হয়ে যাওয়া তাদের স্ত্রীদের জন্য বৃত্তি প্রদান করবে। এবং ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং ভারত সরকার একসাথে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী আসাম রাইফেলস নকশাল সন্ত্রাসী হামলায় শহীদ পুলিশ সদস্যদের সন্তানদের জন্য স্কলারশিপ প্রদান করবে।

এই আর্থিক সুবিধা পেতে কিভাবে আবেদন করবেন ? 

এ বিষয়ে কেন্দ্র সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ওয়েব (https://ksb.gov.in) সাইটে গিয়ে আবেদনকারী ছাত্র- ছাত্রীকে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে আবেদন পত্রটি ডাউন লোড করে তারপ ওই আবেদন পত্রে আবেদনকারীকে তার নিজের সম্বন্ধে যাবতীয় তথ্য দিতে হবে। আবেদন পত্রটি পূরণের করে তা সাবমিট করতে হবে।  

আবেদনকারীর যোগ্যতা এবং আবেদনের শর্তাবলী—

1. এক্ষেত্রে আবেদনকারী ছাত্র-ছাত্রীকে অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ AICTE  শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্সের প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্র হতে হবে। 

2. এ ক্ষেত্রে ওই শিক্ষার্থী যদি অন্য কোনও বৃত্তি প্রাপক হন তাহলে তিনি আবেদনের যোগ্য নন।

আবেদনের সময়সীমা —

বিগত বছরের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ৩১ ষ দিসেম্বর -২০২২ পর্যন্ত । চলতি বছর এখন পর্যন্ত আবেদন পত্র গ্রহনের কাজ শুরু হয়নি । তবে এ বছর মাঝামাঝি সময় আবেদন পত্র গ্রহনের কাজ শুরু হবে বলে মানব সম্পদ উন্ন্যন মন্ত্রক সুত্রে খবর । তাই আবেদন কারী পড়ুয়াদের সরকারি ওয়েব সাইটে নজর রাখতে বলা হচ্ছে । আবেদন পত্র গ্রহনের কাজ শুরু হলে আমরাও আপনাদের নির্দিষ্ট সময় জানিয়ে দেবো । 

সরকারি চাকরি হোক বা প্রকল্প , চটপট আপডেট পেতে নজর রাখুন bongodhara.com -এ  

    

Written by- Somnath Pal. 

More Job News : Click Here


Join Telegram Channel : Click Here

TAG- #NATIONAL SCHOLARSHIP #MODI # TECHNICAL EDUCATION #SCHOLARSHIP #HUMAN RESOURCE

Leave a Comment