রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের দারুণ সুসংবাদ। রাজ্যের জেলায় একাধিক সরকারি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের কৃষি বিভাগে সংশ্লিষ্ট পদ গুলি পূরণ করা হবে। গ্রুপ সি ও গ্রুপ ডি উভয় পদে নিয়োগ করা হবে। রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। WB Krishi Vigyay Kendra Recruitment
কী কী পদে নিয়োগ করা হবে :
1. ড্রাইভার
2. স্কিম সাপোর্ট স্টাফ
3. স্টেনোগ্রাফার
শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিbrসেবে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য এবং স্টেনোগ্রাফার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে।
বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে নূন্যতম 18 বছর কিন্তু তিনটি পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে হবে আলাদা আলাদা আলাদা। এক্ষেত্রে ড্রাইভার পদের ক্ষেত্রে 30 বছর, স্কিম সাপোর্ট স্টাফ পদের ক্ষেত্রে 25 বছর এবং স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে 27 বছর বয়সের নিচে হতে হবে।
আবেদন পদ্ধতি : এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। নিচে আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করে তা প্রিন্ট আউট বের করে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
আবেদন ফী : এক্ষেত্রে আবেদন ফী হিসেবে 200 টাকা জমা করতে হবে এবং এসসি, এসটি, মহিলা, এক্স সার্ভিসমেন দের জন্য কোনো আবেদন ফী জমা করতে হবে না।
এক্ষেত্রে আবেদন পত্র জমা করার শেষ তারিখ হলো নোটিশ প্রকাশের 20 দিনের মধ্যে জমা করতে হবে
আবেদন পত্র জমা করার ঠিকানা : Secretary, Krishi Vigyan Kendra, Kalyan, P.O.Vivekanandanagar, District: Purulia, West Bengal, PIN- 723147
Official Notice : Download Here
Official Website : Click Here
Join Telegram Channel : Click Here