রাজ্যের পঞ্চায়েত দফতরে জেলায় জেলায় নিয়োগ, গ্রুপ সি ও ডি পদে চাকরি -WB Govt Job 2023

আর মাত্র কয়েকটা মাস , সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । আর পঞ্চায়েত নির্বাচনকেই পাখির চোখ করে এগোতে চাইছে রাজ্যে সরকার । সেই কারণেই রাজ্যের পঞ্চায়েত দফতরের মাধ্যমে গ্রাম উন্নয়নের লক্ষ্যে কর্ম সংস্থানে জোর দিল এ রাজ্যের সরকার । স্বভাবতই এই নিয়োগের খবর যে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর তা বলাই বাহুল্য । 

এবার রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন (Panchayats &Rural Developement)  দফতর মারফৎ  জেলা ভিত্তিক নিয়োগ (Recruitment) করা হবে প্রচুর সংখ্যক কর্মী। এই মর্মে গত কয়েকদিন আগে জেলা ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট জেলা এবং রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর মারফৎ ।  রাজ্যের যেকোনো প্রান্তের কর্ম প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । নিয়োগ হওয়া কর্মীকে রাজ্য সরকাররের পঞ্চায়েত দফতরের অধীনে সংশ্লিষ্ট জেলায় কাজ করতে হবে । এবার আসুন এক নজরে দেখে  নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ –  Recruitment Notice  000/050/Recruitment/KVK/2022/140   Dated – 16/01//2023 

প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে – 

১) পদের নাম-‘ প্রোগ্রাম কো- অর্ডিনেটর ‘ (PROGRAMME CO- ORDINATOR) 

শূন্য পদ– ১ টি

বয়স – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে  ৪০ বছরের মধ্যে । 

মাসিক বেতন – 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর   মারফৎ প্রতিমাসে ৯,০০০-৪০,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ।  

শিক্ষাগত যোগ্যতা- 

 এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে এগ্রিকালচার/ হর্টিকালচার / অ্যা নিম্যাল সায়েন্স / ফিসারিজ বিষয়ে ডিগ্রিধারী হতে হবে । এছার প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

 

২)পদের নাম– ‘সাবজেক্ট ম্যাটার স্পেশালিষ্ট ‘ (SUBJECT MATTER SPECIALIST)

শূন্য পদ– ৪ টি

বয়স– 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 

মাসিক বেতন

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর   মারফৎ প্রতিমাসে ৯,০০০-৪০,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ।   

শিক্ষাগত যোগ্যতা – 

এ ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে যেমন এগ্রিকালচার / হোম সায়েন্স/ ফুড অ্যান্ড নিউট্রিশন / কমিউনিটি সায়েন্স / ভের্টেনারি সায়েন্স অ্যানিম্যাল সায়েন্স / অ্যা গ্রো মেটিওরলোজি বিষয়ে ডিগ্রী ধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা সহ স্থানীয়  বাংলা ভাষায় বিশেষ পারদর্শী হতে হবে । 

৩) পদের নাম– ‘প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট’ (PROGRAMME ASSISTANT)

শূন্য পদ– ২ টি  

বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 

মাসিক বেতন

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর   মারফৎ প্রতিমাসে ৯,০০০-৪০,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা – 

এ ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে যেমন এগ্রিকালচার সায়েন্স/ সোশ্যাল সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি পারসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা সহ   স্থানীয়  বাংলা ভাষায় বিশেষ পারদর্শী হতে হবে ।

৪)পদের নাম– ‘ফার্ম ম্যানেজার’ (FARM MANAGER)

শূন্য পদ- ১ টি

বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 

মাসিক বেতন

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর   মারফৎ প্রতিমাসে ৯,০০০-৪০,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা

এ ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে যেমন এগ্রিকালচার সায়েন্স/ সোশ্যাল সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা সহ   স্থানীয়  বাংলা ভাষায় বিশেষ পারদর্শী হতে হবে । 

৫) পদের নাম- ‘স্টেনোগ্রাফার’ (STENOGRAPHER)

শূন্য পদ– ১ টি

বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 

মাসিক বেতন

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর   মারফৎ প্রতিমাসে ৭,১০০ থেকে ৩৭,৬০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা

এ ক্ষেত্রে প্রার্থীকে  স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা সহ   কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 

৬) পদের নাম– ‘অ্যাসিস্ট্যান্ট’ (ASSISTANT)

শূন্য পদ– ১ টি

বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 

মাসিক বেতন

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর   মারফৎ প্রতিমাসে ৭,১০০ থেকে ৩৭,৬০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা

এ ক্ষেত্রে প্রার্থীকে  স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে সম্মানীয় স্নাতক ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা সহ   কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 

৭) পদের নাম– ‘ড্রাইভার’ (DRIVER)

শূন্য পদ– ১ টি

বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 

মাসিক বেতন

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর   মারফৎ প্রতিমাসে ৫,৪০০ থেকে ২৫,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা

এ ক্ষেত্রে প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান  মাধ্যমিক পাশ  হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা আই টি আই ট্রেড সার্টিফিকেট / ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে । 

৮) পদের নাম– ‘সাপোর্ট স্টাফ’  (SUPPORT STAFF)

শূন্য পদ– ১ টি

বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 

মাসিক বেতন

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর   মারফৎ প্রতিমাসে ৪,৯০০ থেকে ১৬,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা

এ ক্ষেত্রে প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান  মাধ্যমিক পাশ /আই টি আই পাশ হতে হবে ।   পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে । 

কাজের ধরণ– 

উল্লেখিত পদ গুলিতে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন (PANCHAYAT & RURAL DEVELOPMENT)  দফতরের অধীনে সংশ্লিষ্ট জেলায় কাজ করতে হবে । 

আবেদন পদ্ধতি – 

আবেদন করতে হবে শুধুমাত্র অফলাইনে। প্রথমে অনলাইনে রাজ্য সরকারের  সংশ্লিষ্ট দফতরের নির্দিষ্ট ওয়েব সাইট (www.wbprd.gov.in) অথবা (www. wbcadc.com) -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে তার একটি প্রিন্ট কপি করে নিতে হবে ।   তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে  এবং সই  করে  আবেদন পত্রটি নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে । 

প্রার্থী নির্বাচন বা নিয়োগ পদ্ধতি – 

এক্ষেত্রে আবেদন পত্র প্রাথমিক বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীকে প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দের পরবর্তী ধাপে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য । সব শেষে প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা এবং লিখিত পরীক্ষা ও ইন্টার্ভিউয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে । এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলায়  পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের কাজে ।  

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার  বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে । পাসাপ্সহি সংশ্লিষ্ট দফতরে আবেদন পত্র পাঠানোর সময় আবেদনকারী প্রার্থীকে তার যাবতীয় প্রমাণ পত্রের প্রত্যয়িত নকল পাঠাতে হবে । 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – To The  Administrative Secretary , West Bengal Comprehensive Area Development Corporation , Mittika Bhaban , 18/9, Dd Block, Sector – 1 , Salt Lake , Kolkata – 700064 . 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  – (www.wbprd.gov.in) অথবা (www.wbcadc.com) -এ 

আবেদনের শেষ তারিখ 07/03//2023  

Official Notice : Download Here

More Job News : Click Here


Telegram Channel : Click Here

TAG- #WB PANCHAYAT #RURAL DEVELOPMENT   #JOB #RECRUITMENT # PANCHAYAT DEPARTMENT

Leave a Comment