রাজ্যের পৌরসভায় গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -WB Municipality Recruitment

কলকাতা – পুরসভায় ওয়ার্ড ভিত্তিক রাজনীতি করলে কিংবা সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের কাছের লোক হলে পুরসভায় চাকরি জুটিয়ে নিতে পারতেন অনেকে। কিন্তু এখন সে গুড়ে বালি, কারণ সরকারি বিভিন্ন দফতর হোক কিংবা রাজনীতির আখড়া পুরসভায়, চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা আনতে বেশ কয়েক বছর আগে থেকেই সার্ভিস কমিশন চালু করেছে সরকার। বর্তমানে মিউনিসিপ্যাল(municipal service commission) সার্ভিস কমিশনের আওতায় উপযুক্ত যোগ্যতার ভিত্তিতে রীতিমতো পরীক্ষা দিয়ে পুরসভায় চাকরি করতে হবে। রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর চালু হয়েছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। কিন্তু সার্ভিস কমিশন চালু হলেও বিগত দু’বছর যাবত থমকে ছিল যাবতীয় নিয়োগ প্রক্রিয়া। ফের তা চালু হল। কারণ গত কয়েকদিন আগেই কলকাতা (kolkata municipality) কর্পোরেশন মারফৎ কর্মী নিয়োগের(recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। 

সম্প্রতি কলকাতা কর্পোরেশন মারফৎ স্বাস্থ্য (health job) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে  উল্লেখিত পদের ক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে কলকাতা কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য দফতরে। নিম্ন লিখিত প্রতিবেদন টিতে আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বর্ণিত হল । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর এবং তারিখ – Advertisement No- H/04/KMC/2002-23        Dated- 23/03/2023 

প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে-

১) পদের নাম- অ্যানালিস্ট ‘ ((Analyst)

শূন্যপদ– উল্লেখিত পদে শূন্যপদের সংখ্যা ১ টি 

মাসিক বেতন- 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে কলকাতা কর্পোরেশন মারফৎ প্রতিমাসে ২০, ০০০ টাকা বেতন দেওয়া হবে । 

আবেদনের ক্ষেত্রে বয়স সীমা- 

এক্ষেত্রে ০১-০১-২০২৩ -এর হিসাবে আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা- 

আবেদকারি প্রার্থীকে কেমিস্ট্রি / বায়ো কেমিস্ট্রি অথবা মাইক্রো বায়োলজি বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে । পাসাপ্সহি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

২) পদের নাম– ড্রাইভার ‘ (Driver) 

শূন্যপদ– উল্লেখিত পদে শূন্যপদের সংখ্যা ১ টি 

মাসিক বেতন- 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে কলকাতা কর্পোরেশন মারফৎ প্রতিমাসে ১১, ৫০০ টাকা বেতন দেওয়া হবে । 

আবেদনের ক্ষেত্রে বয়স সীমা- 

এক্ষেত্রে ০১-০১-২০২৩ -এর হিসাবে আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা- 

আবেদকারি প্রার্থীকে অষ্টম শ্রেনি পাশ হতে হবে । পাশাপাশি হালকা অথবা ভারী যানবাহন চালানোয় দক্ষতা এবং অভিজ্ঞতার পাশাপাশি বৈধ লাইসেন্স থাকতে হবে ।  

এবার জেনে নেওয়া যাক আবেদন সম্পর্কে :  

এক্ষেত্রে আলাদা ভাবে আবেদন জানানোর প্রয়োজন নেই । তবে আবেদনকারীকে তার বায়ো ডাটা সহ সকল দকুমেন্টস সহযোগে সরাসরি ইন্টারভিউয়ের জন্য সংশ্লিষ্ট অফিসে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে হাজির থাকতে হবে । 

সবশেষে জানবো নিয়োগ সম্পর্কে :

এক্ষেত্রে আবেদন পত্র শর্ট লিস্টিং করে প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টার্ভিউয়ের জন্য। তারপর জমা দেওয়া সকল নথি পত্র ভেরিফিকেশন করে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 

Date of Interview – 20/03/2023 to 21/03/2023 at 11.30am to 12.30pm 

Place of Interview – Room No.137 1st Floor , Chief Municipal Health Officer , CMO Buliding , 5,S,N Banerjee Road , Kolkata – 700013 

চাকরির আরও টাটকা খবর পেতে চোখ রাখুন bongodhara.com – এ 

Official Notice : Download 


More Job News : Click Here


Join Telegram Channel : Click Here

TAG – #kolkata #health #wb job #health job #municipalty

Leave a Comment