রাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রচুর গ্রুপ সি ও ডি পদে নিয়োগ, এক্ষুনি আবেদন করুন -WB University Recruitment

রাজ্যের চাকরি প্রার্থীদের আবার সু-সংবাদ । এবার একাধিক পদে কর্মী নিয়োগ করতে চলেছে উত্তরবঙ্গ (North Bengal University) বিশ্ববিদ্যালয় । এই মর্মে গত কয়েকদিন আগে বিজ্ঞপ্তি প্রকশিত হয়েছে । আবেদন ও নিয়োগ সম্পর্কে বিস্তারিতও জানতে অবশ্যই দেখে নিন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট টি ।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,  সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যালয়ের একাধিক বিভাগে মোট পাঁচটি শূন্য পদের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । 

যেমন –

টেকনিক্যাল অফিসার ( Technical Officer)

ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট (Documentation Assistant)

কম্পিউটার অপারেটর (Computer Operator)

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant)

পিওন (Peon) এবং 

হোস্টেল অ্যাটেন্ড্যান্ট (Hostel Attendant) 

সংশ্লিষ্ট পদ গুলিতে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা যাচাইয়ের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । তবে যাবতীয় নিয়োগ পদ্ধতি সম্পন্ন হবে UGC -নিয়মানুসারে । 

উল্লেখিত পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্ব সীমা ৪৫ বছর । 

শিক্ষাগত যোগ্যতা – 

‘ টেকনিক্যাল অফিসার ‘ পদের ক্ষেত্রে আবেদনকারীকে কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি / ইলেক্ট্রনিক্স বিষয়ে বি এস সি  ডিগ্রী অথবা ডিপ্লোমা ধারি হতে হবে । 

‘ ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট ‘ পদে আবেদনের জন্য আবেদনকারীকে 

ব্যাচেলর অব লাইব্রেরী সায়েন্স ডিগ্রী অথবা ডিপ্লোমা অথবা স্বিরিত প্রতিষ্ঠান থেকে  কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি / ওয়েব ডিজাইনিং বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে 

‘ কম্পিউটার অপারেটর ‘ পদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে যে কোনও শাখায় গ্র্যাজুয়েট অথবা কম্পিউটার সায়েন্স  এন্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি দিপ্লমাধারি হতে হবে । 

অন্যদিকে ‘ জুনিওর অ্যাসিস্ট্যান্ট ‘ পদের ক্ষেত্রে যে কোনও শাখায় স্নাতক হলেই চলবে । আবার ‘ পিওন ‘ এবং ‘ হোস্টেল অ্যাটেন্ড্যান্ট ‘  পদে আবেদনকারীকে নুন্যতম অষ্টম শ্রেনি পাশ হলেই চলবে । 

তবে যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে কাজের ওপর দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ।  

মাসিক বেতন – 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীদের নির্দিষ্ট পদ অনুযায়ী প্রতিমাসে নুন্যতম ১৮,৭৫০ থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । 

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট পদ গুলিতে নিয়োগের ক্ষেত্রে চলতি জুন মাসের ১৮ এবং ১৯ তারিখে আবেদনকারী প্রার্থীকে সকল ডকুমেন্টস সহযোগে সরাসরি ইন্টারভিয়ের জন্য নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত থাকতে হবে । 

Walk in Interview – 18/06/2023 & 19/06/2023 at 12.00 am 

ইন্টারভিউয়ের স্থান – Meeting room of the Register, University of North Bengal . 

সঠিক চাকরির খবর দেবো আমরাই , নজর রাখুন bongodhara.com -এ 

written by – Somnath Pal . 

Official Notice : Download 

Join Telegram Channel : Click Here

TAG – #NORTH BENGAL UNIVERSITY #RECRUITMENT #JOB #CONTRACTUAL #UNIVERSITY JOB

Leave a Comment