রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ‘Data Entry’ কাজে কর্মী নিয়োগ, এক্ষুনি আবেদন করুন -WB University Job

বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার  কর্মী (RECRUIT))নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ে। তবে এক্ষেত্রে সরাসরি অধ্যাপক নয়, মুলত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিষয় বা বিভাগের ওপর অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে কর্মী গত কয়েকদিন আগেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে।  এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন  দেশের যে  কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের  গুরুত্ব পূর্ণ বিভাগের দায়িত্বপূর্ণ পদে।  এ ক্ষেত্রে নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। অযথা সময় বিলম্ব না করে এখনই আবেদন করাই শ্রেয়। তাহলে আসুন জেনে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর এবং তারিখ যথাক্রমে— Memo No. R/61/23         Dated – 29/03/2023

এবার দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে-

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অফলাইনে আবেদন করতে হবে। 

২। প্রথমে আবেদনকারী প্রার্থীকে আবেদন পত্রের অনুকরনে তার নিজের জীবনী পঞ্জি অর্থাৎ বায়ো ডাটা তৈরি করে নিতে হবে । এরপর বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রার্থীকে নিজে হাতে অর্থাৎ স্ব-শরীরে কলকাতা বিশ্ব বিদ্যালয়ের রেজিস্টারের উক্ত আবেদন পত্র টি জমা করতে হবে । 

৫। আবেদন ফর্মে 

প্রার্থীর নাম—————- 

বাবার নাম—————- 

স্থায়ী বাসস্থানের ঠিকানা————- 

বয়স———————

শিক্ষাগত যোগ্যতা——————— 

নিজের ইমেল আইডি——————– 

ফোন নম্বর উল্লেখ করতে হবে—————- 

প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা—————– 

আঁধার কার্ড নম্বর

প্যান কার্ড নম্বর 

ইত্যাদি উল্লেখ করতে হবে। 

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। 

৭। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় নিজের সই( SIGNATURE)  করে আবেদন পত্রটি সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।   

৮। এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 

এবার দেখে নেওয়া যাক আবেদন ফর্ম পূরণের সময় কী কী  ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে-

১. ভোটার ও আঁধার কার্ড , প্যান কার্ডের -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান

৬. প্রাসঙ্গিক বিষয়ে কাজের/ অভিজ্ঞতার প্রমান পত্র 

এবার জানবো কিভাবে নিয়োগ করা হবে— 

উল্লেখিত পদ গুলিতে নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র ইন্টারভিউ এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা , প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা / দক্ষতা  যাচাই করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। নিয়োগ হওয়া প্রার্থীদের কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিয়মবিধি মেনে কাজ করতে হবে। 

প্রথমেই দেখে নেওয়া যাক শূন্য পদ সম্পর্কে-

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর ‘ (Data Entry Operator ) 

শূন্য পদ-  উল্লেখিত পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা  ২ টি 

বয়স সীমা-  এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ -এর হিসাবে ৪০ বছরের মধ্যে। 

মাসিক বেতন- নিযুক্ত কর্মীকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রতিমাসে সাম্মানিক ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা–  উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক হতে হবে অথবা বি সি এ /কম্পিউটার সায়েন্সে বি এস সি  ডিগ্রী / ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি বিষয়ে ডিগ্রিধারী হতে হবে । এ ছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনে  বিষয়ে দক্ষ হতে হবে। 

আবেদন পত্র জমা করার ঠিকানা– To The register, University of Calcutta . 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানাতে হবে  বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের  মধ্যে। 

চাকরির খবরের আপডেট পেতে নজর রাখুন bongdhara.com-এ 

Official Notice : Download 


Join Telegram Channel : Click Here

TAG-  #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #CALCUTTA  #UNIVERSITY

Leave a Comment