রাজ্যের স্কলে ইন্টারভিউ-র মাধ্যমে শিক্ষক ও অশিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত -WB Govt Job

ফের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে জেলা ভিত্তিক শিক্ষক (Teacher) – অশিক্ষক (Non- Teacher)  কর্মী নিয়োগ হতে চলেছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে ।  এ বিষয়ে দিন কয়েক আগেই  নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে ।  এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ইন্টারভিউয়ের মাধ্যমেই সফল এবং যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।  তবে সঠিক সময়ে নির্দিষ্ট ক্রাইটেরিয়া (Criteria) মেনে চাকরি প্রার্থীকে আবেদন করতে হবে উল্লেখিত পদের জন্য । শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীর যদি অতিরিক্ত যোগ্যতা থাকে তবে ওই প্রার্থীকে বাড়তি সুবিধা দেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে জারি করা ওই বিজ্ঞপ্তি মারফৎ। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে তার যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – EOI-02/MA&ME/2022-23    Dated – 12/04/2023  

প্রথমে আসা যাক শূন্যপদ সম্পর্কে

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে মোট ১৬ টি শূন্য পদ পূরণের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে । 

শিক্ষক (Teacher)  পদের জন্য যে যে বিষয় গুলির জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে সেগুলি হল ,

বাংলা (Bengali)

অঙ্ক (Mathematics)

ইংরাজি (English)

ভূগোল (Geography)

ইতিহাস ( History) 

ভৌত বিজ্ঞান (Physical Science)

জীবন বিজ্ঞান (Life Science)

ওয়ার্ক এডুকেশন (Work Education)

ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন (Physical & Health Education)

আরবিক (Arabic)

এছাড়াও দু ‘জন অশিক্ষক (Non Teaching Staff) কর্মী নিয়োগের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে । 

 

শিক্ষাগত যোগ্যতা – 

উল্লেখিত বিষয় গুলিতে শিক্ষক পদের জন্য আবেদন জানাতে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উল্লেখিত বিষয়ে ব্যাচেলর অথবা মাষ্টার ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি প্রার্থীকে বি এড (B.Ed) পাশ হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে যে কোনও সরকার অথবা সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে শিক্ষাকতা করার অবিজ্ঞতা থাকতে হবে । 

তবে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন বিষয়ে আবেদনের জন্য  আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে (M.PED অথবা B.PED ) পাশ হতে হবে । 

এ ছাড়াও যাবতীয় বিষয়ে শিক্ষক পদে আবেদনের জন্য আবেদনকারীকে ইংরাজি ভাষায় দক্ষ হতে হবে । 

অন্যদিকে অশিক্ষক কর্মী পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে আবেদনকারী প্রার্থীকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 

প্রথমেই আসি আবেদন পদ্ধতি সম্পর্কে : 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে  আবেদনকারী প্রার্থীকে প্রথমে আবেদন পত্রের অনুকরনে একটি বায়োডাটা অর্থাৎ ঞ্জের জীবনী পঞ্জী তৈরি করে নিতে হবে। তারপর ধাপে ধাপে,  

প্রার্থীর নাম………………………………………………

পিতার নাম………………………………………………

ঠিকানা……………………………………………………

বয়স/ জন্ম তারিখ…………………………………………

লিঙ্গ…………………………………………………………

জাতী…………………………………………………………

শিক্ষাগত যোগ্যতা………………………………………

কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা……………………………

প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা…………………………………

ইত্যাদি উল্লেখ করতে হবে। 

এ ছাড়াও প্রার্থী যদি আগে হিসাবের কাজ  করে থাকেন তাহলে পূর্ববর্তী কর্মস্থানের যাবতীয় তথ্য জানাতে হবে। যেমন—

১. কোন সংস্থায় তিনি যুক্ত ছিলেন তার পুঙ্খানুপুঙ্খ বিবরন দিতে হবে

২. তিনি কোন বিভাগের কর্মী হিসাবে নিযুক্ত ছিলেন তাও জানাতে হবে

৩. পূর্বে তিনি কত বেতন পেতেন তাও উল্লেখ করতে হবে

৪. কবে তিনি ওই কাজ থেকে অব্যহতি (retirement)নিয়েছেন  তাও জানাতে হবে

৫. আবেদনকারী যদি বর্তমানে ওই কাজে যুক্ত থাকেন কিংবা সংশ্লিষ্ট  প্রতিষ্ঠান থেকে অব্যহতি নিয়ে থাকেন তাহলে আবেদনকারীর বর্তমান মাস মাইনা এবং পেনশনের(pension) পরিমাণ উল্লেখ করতে হবে । 

এরপর আবেদন পত্র টি খাম বন্দি অবস্থায় নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলা আধিকারিকের অফিসে জমা করতে হবে । 

প্রয়োজনীয় ডকুমেন্টস-

১.আঁধার কার্ড

২. বয়সের প্রমান পত্র

৩. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র

৪. বাসস্থানের প্রমানপত্র 

৫. দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি 

৬. প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র , ইত্যাদি । 

নিয়োগ পদ্ধতি – 

এক্ষেত্রে আবেদনকারীকে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে  না । শুধু মাত্র আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করে সফল এবং যোগ্য প্রার্থীদের  হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে  ।  

নিয়োগকারী সংস্থা—

উল্লেখিত পদে নিযুক্ত হওয়া কর্মীকে নিয়োগ করবে রাজ্য সংখ্যালঘু উন্নয়ন (Wb Govt Minority Development Department) দফতর। তবে নিয়োগের বিষয়ে যাবতীয় তত্বাবধায়ক হিসাবে কাজ করছে পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলা প্রশাসন। এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে মুর্শিদাবাদ জেলার পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত একটি ইংরাজি মাধ্যম মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ।  

মাসিক বেতন – 

উল্লেখিত দুটি অর্থাৎ শিক্ষক পদে নিযুক্ত প্রার্থীকে প্রতিমাসে ১২০০০ এবং অশিক্ষক কর্মী পদে নিযুক্ত প্রার্থীকে প্রতিমাসে ৬,০০০ টাকা সাম্মানিক বেতন দেওয়া হবে । 

বয়স সীমা –

সংশ্লিষ্ট যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে । 

আরও বিস্তারিত জানতে ক্লিক করুন www.murshidabad.gov.in 

আবেদন পত্র জমা করার ঠিকানা –  District Officer Minority Affairs, Mushidabad . 

উল্লেখিত পদ গুলিতে আবেদনের শেষ তারিখ – 18/04/2023 


Join Telegram Channel : Click Here

TAG – #WB #EDUCATION  #JOB NEWS #MINORITY #MADRASA JOB #TEACHER #NON-TEACHER

Leave a Comment