রাজ্যে ইন্টারভিউ-র মাধ্যমে প্রাইমারি ও হাইস্কুল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত -WB Teachers Recruitment

ইংরাজি কিংবা বাংলা , মাধ্যম যাই হোক । আসলে শিক্ষা জাতির ও জাতের মেরুদণ্ড বটে । কিন্তু সাম্প্রতিক রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা যা তা নতুন করে বলাই বাহুল্য ।  একে তো গত কয়েকবছর যাবত আর্থিক দুরাবস্থা তার ওপর গোটা রাজ্য জুড়ে স্কুল সার্ভিস এবং প্রাইমারী স্কুলের শিক্ষক নিয়োগে ব্যপক দুর্নীতির জেরে উচ্চ আদালতের নির্দেশে জেরবার তৃণমূলের মা মাটি মানুষের সরকার। সাম্প্রতিক টেট কাণ্ডে পাহাড় প্রমাণ দুর্নীতি আড়াল করতে ঠিক কী করা উচিৎ বা কী করা উচিৎ নয় তা বুঝে উঠতে পারছে না এ রাজ্যের বর্তমান সরকার। তার ওপর দিনেরপর দিন লাগামহীন ভাবে বেকারের সংখ্যার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। এ অবস্থায় অতি সন্তর্পণে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে বদ্ধ পরিকর এ রাজ্যের সরকার। 

এ বিষয়ে দিন কয়েক আগেই রাজ্য সরকার নিয়ন্ত্রিত ইংরাজি মাধ্যম স্কুলে সহকারি শিক্ষক   নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা(SCHOOL EDUCATION DEPARTMENT) দফতর ও সংশ্লিষ্ট জেলা মারফৎ ।  এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে প্রার্থী নির্বাচন করা হবে।  তবে সঠিক সময়ে নির্দিষ্ট ক্রাইটেরিয়া(CRITERIA) মেনে চাকরি প্রার্থীকে আবেদন করতে হবে উল্লেখিত পদের জন্য । শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীর যদি অতিরিক্ত যোগ্যতা থাকে তবে ওই প্রার্থীকে বাড়তি সুবিধা দেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে জারি করা ওই বিজ্ঞপ্তি মারফৎ।তবে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ।  এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় বিষয় সম্পর্কে । কীভাবে আবেদন করতে হবে তার যাবতীয় খুঁটিনাটি তথ্য। 

শূন্য পদের বিবরণ – 

১- পদের নাম- প্রাইমারি সহকারী শিক্ষক 

২- পদের নাম – মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহকারী শিক্ষক ‘ -বাংলা  ও ইংরাজি  বিষয়( Assistant Teacher ‘  Bengali -Enlish)  

শূন্যপদ– সংশ্লিষ্ট পদে মোট  শূন্য পদের সংখ্যা ৩ টি

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদন কারী প্রার্থী যদি প্রাইমারী বা প্রাথমিক শিক্ষক পদে আবেদন করতে চান তাহলে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাশ হতে হবে । সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে প্রশিক্ষন প্রাপ্ত হতে হবে । 

অন্যদিকে আবেদনকারী প্রার্থী যদি মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক লেবেলে শিক্ষাকতা করতে ইচ্ছুক হন তাহলে আবেদনকারী প্রার্থীকে স্বিরিত বিশ্ব বিদ্যালয় থেকে  প্রাসঙ্গিক বিষয় অর্থাৎ ইংরাজি / বাংলায় সাম্মানিক স্নাতক হওয়ার পাশাপাশি বি এড  পাস হতে হবে ।

মাসিক বেতন – উল্লেখিত পদে নিযুক্ত শিক্ষক কে সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষের তরফে প্রতিমাসে আকর্ষণীয় বেতন দেওয়া হবে । তবে এই কাজটি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । নির্দিষ্ট চুক্তির মেয়াদ শেষের পর নিযুক্ত শিক্ষকের কাজ অর্থাৎ পারফরমেন্সের ওপর ভিত্তি করে পরবরতিতে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হতে পারে । 

বয়স সীমা- 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে  ৬৪ বছরের মধ্যে।  

আবেদন পদ্ধতি- 

এক্ষেত্রে আলাদা ভাবে আবেদনের প্রয়োজন নেই । শুধুমাত্র সরাসরি ইন্টারভিয়ের দিন আবেদনকারী প্রার্থীকে তার সকল ডকুমেন্টস সহযোগে নির্দিষ্ট দিন এবং সময়ে মধ্যে সংশ্লিষ্ট জেলা আধিকারিকের অফিসে হাজির থাকতে বলা হয়েছে ।  প্রথমে আবেদন পত্রের অনুকরনে একটি বায়োডাটা তৈরি করে নিতে হবে। তারপর ধাপে ধাপে,  

প্রার্থীর নাম………………………………………………

পিতার নাম………………………………………………

ঠিকানা……………………………………………………

বয়স/ জন্ম তারিখ…………………………………………

লিঙ্গ…………………………………………………………

জাতী…………………………………………………………

শিক্ষাগত যোগ্যতা………………………………………

কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা……………………………

প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা…………………………………

ইত্যাদি উল্লেখ করতে হবে। 

এ ছাড়াও প্রার্থী যদি আগে প্রাসঙ্গিক বিষয়ে  কাজ  করে থাকেন তাহলে পূর্ববর্তী কর্মস্থানের যাবতীয় তথ্য জানাতে হবে। যেমন—

১. কোন সংস্থায় তিনি যুক্ত ছিলেন তার পুঙ্খানুপুঙ্খ বিবরন দিতে হবে

২. তিনি কোন বিভাগের কর্মী হিসাবে নিযুক্ত ছিলেন তাও জানাতে হবে

৩. পূর্বে তিনি কত বেতন পেতেন তাও উল্লেখ করতে হবে

৪. কবে তিনি ওই কাজ থেকে অব্যহতি (retirement)নিয়েছেন  তাও জানাতে হবে

৫. আবেদনকারী যদি বর্তমানে ওই কাজে যুক্ত থাকেন কিংবা সংশ্লিষ্ট  প্রতিষ্ঠান থেকে অব্যহতি নিয়ে থাকেন তাহলে আবেদনকারীর বর্তমান মাস মাইনা এবং পেনশনের(pension) পরিমাণ উল্লেখ করতে হবে 

নিয়োগকারী সংস্থা—

উল্লেখিত পদে নিযুক্ত হওয়া কর্মীকে নিয়োগ করবে রাজ্য স্কুল শিক্ষা দফতর। তবে নিয়োগের বিষয়ে যাবতীয় তত্বাবধায়ক হিসাবে কাজ করছে পশ্চিম বঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। 

নিয়োগের স্থান –

এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তাকিলায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সহকারী শিক্ষক হিসাবে নিযুক্ত করা হবে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের পশ্চিম বঙ্গ সরকার নিয়ন্ত্রণাধীন একটি কো – এড ইংরাজি মাধ্যম স্কুলে । 

ইন্টারভিউয়ের স্থান এবং সময় – 

রাজ্য স্কুল শিক্ষা দফতর এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফ থেকে উল্লেখিত ওই বিজ্ঞপ্তিতে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন ও সময় এবং স্থান ও উল্লেখ করা হয়েছে। আগামী এপ্রিল মাসের ১১ তারিখ অর্থাৎ 11/04/2023 তারিখে সকাল ১১ টার মধ্যে দক্ষিণ দিনাজপুর  জেলার  জেলা শাসকের অফিসে  সকল ডকুমেন্টস এবং বায়ো ডাটা সহযোগে আবেদনকারী প্রার্থীকে সরাসরি ইন্টারভিউয়ের জন্য হাজির থাকতে বলা হয়েছে । 

প্রয়োজনীয় ডকুমেন্টস-

১.আঁধার কার্ড

২. বয়সের প্রমান পত্র

৩. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র

৪. বাসস্থানের প্রমানপত্র 

৫. দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি 

৬.প্রাসঙ্গিক বিষয়ে অর্থাৎ পূর্বের কাজের নথিপত্র 

আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন www.ddinajpur.nic.in -এ 

written by – Somnath Pal. 

Official Notice : Download 


★Join Telegram Channel : Click Here

★More Job News : Click Here

TAG – #WB #EDUCATION #TEACHER #JOB #ENLISH MEDIUM #SCHOOL

Leave a Comment