নয় নয় করে প্রায় ১০০ টির ওপর । আসলে মুখ্যমন্ত্রী মানেই শ্রী এর ছড়াছড়ি । এই যেমন বিশ্ব বন্দিত কন্যাশ্রী থেকে শুরু করে রুপোশ্রী, সাম্প্রতিক রাস্তাশ্রী আরও কত কি ? কিন্তু শধু প্রকল্প থাকলেই তো চলবে না । সরকারি এই প্রকল্পের সুবিধা রাজ্যের সর্বত্র সমান ভাবে ছরিয়ে দিতে কিংবা প্রকল্প গুলির কাজ কর্ম পরিচালনার জন্য প্রয়োজন অভিজ্ঞ এবং দক্ষ কর্মীর । সেই লক্ষ্যেই রাজ্য সরকারের একাধিক জনমুখি প্রকল্পে কর্মী নিয়োগ অব্যাহত । তারই অঙ্গ হিসাবে এবার রুপো শ্রী প্রকল্পে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিম বঙ্গ সরকার । এক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । অবশ্য তার জন্য আবেদনকারী প্রার্থীর উপযুক্ত যোগ্যতা থাকতে হবে । এক্ষেত্রে নিযুক্ত কর্মী কে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে আকর্ষণীয় বেতন দেওয়া হবে । আবেদন নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি বিষয় জানতে চটপট পড়ে নিন সম্পূর্ণ প্রতিবেদনটি । West Bengal Government Job 2023
প্রথমেই শূন্য পদের বিবরণ –
সংশ্লিষ্ট জেলা মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মোট দুটি বিভাগে ১৬ টি শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদনপত্র চাওয়া হয়েছে ।
উল্লেখিত পদ গুলি হল ,
1) পদের নাম – হিসাব রক্ষক ” (Accountant)
শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা 4 টি
বয়স সীমা –
সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা –
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে বাণিজ্য অর্থাৎ কমার্স শাখায় গ্র্যাজুয়েট বা স্নাতক হতে হবে । পাশাপাশি কম্পিউটার বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে । এছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে কোনও সরকারি অথবা সরকার স্বীকৃত অথবা বেসরকারি প্রতিষ্ঠানে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
মাসিক বেতন –
নিযুক্ত কর্মীকে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট জেলে কর্তৃপক্ষের তরফে প্রতিমাসে 15,000 টাকা বেতন দেওয়া হবে ।
2) পদের নাম – ডাটা এন্ট্রি অপারেটর ” (Data Entry Operator )
শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা 12 টি
বয়স সীমা –
সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা –
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে যে কোনও শাখায় গ্র্যাজুয়েট বা স্নাতক হতে হবে । পাশাপাশি কম্পিউটার বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে । এছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে কোনও সরকারি অথবা সরকার স্বীকৃত অথবা বেসরকারি প্রতিষ্ঠানে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
মাসিক বেতন –
নিযুক্ত কর্মীকে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষের তরফে প্রতিমাসে 11,000 টাকা বেতন দেওয়া হবে ।
আবেদন পদ্ধতি –
এক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে । প্রথমে সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইট থেকে প্রার্থীকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে এরপর ওই আবেদন পত্রে আবেদনকারীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । সব শেষে নিজের সই এবং ছবি আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।
নিয়োগ পদ্ধতি –
সংশ্লিষ্ট দুটি বিভাগে নিয়োগের ক্ষেত্রে মোট তিনটি ধাপে পরীক্ষা নেওয়া হবে । আবেদন পত্র বাছাইয়ের পর প্রথমে আবেদনকারী প্রার্থীকে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । লিখিত পরীক্ষায় থাকবে ৫০ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন পত্র । লিখিত পরীক্ষা কবে – কোথায় অনুষ্ঠিত হবে তা প্রার্থীকে নির্দিষ্ট সময় জানিয়ে এওয়া হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে । এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দের ডেকে নেওয়া হবে কম্পিউটার টেস্টের জন্য । তার পর রয়েছে ইন্টারভিউ । সব শেষে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদন পত্র পূরণের সময় প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে ।
আঁধার কার্ড
বাসস্থানের প্রমান পত্র
শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
জাতিগত সংশাপত্র
কম্পিউটার সার্টিফিকেট
বয়সের প্রমান পত্র
পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি
উল্লেখিত দুটি পদের ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ আগামী জুন মাসের 5 তারিখ অর্থাৎ 05/06/2023
আবেদন ও নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন http://purbabadhaman.nic.in – এ
আমরা আছি আপনাদের সঙ্গে , সর্বদা – সর্বত্র নজর রাখুন bongodhara.com
written by – Somnath Pal .
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
TAG – #WB #GOVT #RECRUITMENT #VACANCY #JOB #RUPOSHREE PRAKALPA