রাজ্যে মাধ্যমিক পাশে MTS পদে নিয়োগ, মাসিক বেতন 56,900 টাকা -WB Job Recruitment

 চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যে ফের নয়া করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যে MTS ( Multi Tasking Staff) পদে নিয়োগ করা হবে। রাজ্যের সরকারি অফিসে এই শূন্যপদ পূরন করা হবে। জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদনের যোগ্য। যে সমস্ত চাকরি প্রার্থী সংশ্লিষ্ট MTS পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন নিচে শূন্যপদ, আবেদন প্রক্রিয়া ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তার দেওয়া হবে। WB Multi Tasking Staff Recruitment 2023

পদের নাম : মাল্টি টাস্কিং স্টাফ ( Multi Tasking Staff)

মাসিক বেতন : এক্ষেত্রে প্রতি মাসে বেতন দেওয়া হবে 18,000- 56,900 টাকা। এর পাশাপাশি সরকারি যাবতীয় সুবিধা পাবে।

বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে। এছাড়াও SC,STও OBC -দের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। অর্থাৎ SC ও ST দের 5 বছর এবং OBC দের 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য পাশ করতে হবে অথবা আইটিআই পাশ করলেও আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি : এক্ষেত্রে যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন পত্র জমা করতে হবে অফলাইনের মাধ্যমে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট (www.rrrlf.gov.in) থেকে অথবা আমরা নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে পারবেন।

আবেদন পত্রের সঙ্গে ডকুমেন্টস সমূহ যার জেরক্স কপি জমা করতে হবে :
1. অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণ পত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. জাতিগত সংশয় পত্র
4. পাসপোর্ট সাইজের ছবি
5. আধার বা ভোটার কার্ড
6. অন্যান্য

আবেদন পত্র জমার শেষ তারিখ : যেদিন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার থেকে 21 দিনের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে। পোস্ট অফিসের মাধ্যমে।

আবেদন জমা করার ঠিকানা : To the director general, Raja Rammohun Roy Library Foundation, Block -DD 3 , Sector -I, Salt lake City, Kolkata, 700064

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –

Official Notice : Download 

Join Telegram Channel : Click Here

Leave a Comment