রাজ্যে শ্রম ও রোজগার দপ্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ দিয়ে চাকরি -Labour Department Recruitment

সরকারি কিংবা বেসরকারি চাকরি এখন হাতের মুঠোয় । তবে তার জন্য থাকতে হবে উপযুক্ত যোগ্যতা । এবার কর্মী নিয়োগ হতে চলেছে শ্রম (Ministry of Labour & Employment) ও রোজগার মন্ত্রকের অধীনে । এ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট দফতরের তরফে । এক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন  । Ministry Of Labour And Employment Department Recruitment 

সংশ্লিষ্ট দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী , নিয়োগের ক্ষেত্রে আলাদা ভাবে আবেদনের প্রয়োজন নেই । সরাসরি ইন্টারভিউ -এর দিন এবং সময়ে আবেদনকারী প্রার্থীকে তার সকল ডকুমেন্টস এবং বায়ো ডাটা সহযোগে নির্দিষ্ট অফিসে হাজির থাকতে বলা হয়েছে । আগামী জুলাই মাসের ৫ তারিখ থেকে ১১ তারিখের মধ্যে নির্দিষ্ট পদ অনুযায়ী চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন ধার্য করা হয়েছে সংশ্লিষ্ট দফতরের তরফে । বিশদে জানতে ক্লিক করুন www.esic.gov.in

কী কী পদে নিয়োগ করা হবে

জেনারেল মেডিসিন 

সাইকিয়াট্রিক

পেড্রিয়াট্রিক

ও বি জি ওয়াই

অর্থপেডিক্স

অপথালমোলজি

ফিসিক্যাল মেডিসিন 

রেডিওলজি

অ্যানাটমি

সাইকোলজি

বায়োকেমিস্ট্রি

কমন মেডিসিন

ফার্মাকোলজি

প্যাথেলজি

মাইক্রো বায়োলজি

এফ এম টি 

শূন্যপদ : এক্ষেত্রে ক্লিনিক্যাল এবং নন ক্লিনিক্যাল বিভাগে মোট ৬১  টি শূন্য পদের জন্য চাকরি প্রার্থীদের কাছে আবেদন পত্র চাওয়া হয়েছে । 

অর্থ দপ্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -Finance Department Recruitment 

বয়স সীমা – 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে । 

মাসিক বেতন

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে নির্দিষ্ট পদ অনুযায়ী প্রতিমাসে   ১,৩৩,৬৪০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । 

অবশেষে 7629 শূন্যপদে শিক্ষক ও গ্রুপ সি-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -Govt Recruitment 

শিক্ষাগত যোগ্যতা – 

নির্দিষ্ট পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রী ধারী হতে হবে । 

নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা যাচাই এবং ইন্টার্ভিউয়ের পর নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । 

মাসিক বেতন 19,900!  পোস্ট অফিসে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ – Post Office Recruitment 

Walk in Interview – ESIC Medical College Hospital , Joka , Diamond Harbour Road , Kolkata – 700014 . 05/07/2023 to 11/07/2023 at 10.30 am 

সঠিক চাকরির খবর দেবো আমরাই , নজর রাখুন bongodhara.com -এ 

written by – Somnath Pal . 

Official Notice : Download 

Join Telegram Channel : Click Here

TAG – #MEDICAL JOB #ESI #HOSPITAL JOB #LABOUR & EMPLOYMENT #GOVT JOB #CENTRAL GOVT

Leave a Comment