কন্যাশ্রী , রুপশ্রী , স্বাস্থ্য সাথী, সবুজ সাথী থেকে দুয়ারে রেশন আরও কত কী , গোটা বাংলার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য সরকার। সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছে বর্তমান সরকারের একাধিক দফতর। কিন্তু শুধু দফতর থাকলেই তো চলবে না, প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নে প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মীর। আসলে রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি ভাবে চালু হওয়া এই প্রকল্পের সুবিধা গুলি সঠিক ভাবে যাচ্ছে কি না তা যেমন দেখভাল প্রয়োজন তেমনি এই প্রকল্প গুলি (Project) সঠিকভাবে প্রয়োজন প্রচুর সংখ্যার কর্মীর। এবার সেই লক্ষ্যেই সরকারি প্রকল্পের আওতায় কর্মী ( Recruitment) নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। মাসিক চুক্তির(Cotractual) ভিত্তিতে মোটা অঙ্কের বেতন দিয়ে কর্মী নিয়োগ করবে রাজ্য।
বর্তমান বেহাল অর্থনীতির কারণে চাকরির বাজারের করুন অবস্থা কাটানোর পাশাপাশি সরকারি এই উদ্যোগে বেশ কিছুটা আশার আলো দেখতে পাচ্ছে রাজ্যের বেকার চাকরি প্রার্থীরা। চুক্তি হোক কিংবা স্থায়ী চাকরি একটা হলেই হল। এই অবস্থায় সরকারি এই বিজ্ঞপ্তি যে বেকার কর্ম প্রার্থীদের কাছে আনন্দের তা বলাই বাহুল্য। মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে সরকারি প্রকল্পে কর্মী নিয়োগ করবে রাজ্য। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য—
আবেদন পদ্ধতি-
এ ক্ষেত্রে আবেদনকারীকে অফলাইনে আবেদন করতে হবে। প্রথমে অনলাইনে সংশ্লিষ্ট জেলার যথাযোগ্য সরকারি ওয়েব সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদন পত্রে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । যেমন,
প্রার্থীর নাম,
পিতার নাম,
বয়স ,
শিক্ষাগত যোগ্যতা,
জাতিগত সংশাপত্র,
প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা
পাশাপাশি ইমেল আইডি, ফোন নম্বর যেমন উল্লেখ করতে হবে তেমনি আবেদনকারীকে নিজের সাম্প্রতিক সময়ের ছবি সাঁটিয়ে এবং সবশেষে সসই করে নিরদিস দিন এবং সময়ের মধ্যে আবেদন পত্র টি সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে ।
নিয়োগ পদ্ধতি-
এবার আসি কীভাবে নিয়োগ করা হবে। প্রথমে আবেদন ফর্মগুলি শর্টলিস্টিং বা প্রাথমিক বাছাই করে আবেদনকারীকে লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের জন্য। সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় অঙ্ক, জেনারেল নলেজ, সহ একাধিক বিষয়ের প্রশ্ন থাকবে বলে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদনের সময় প্রার্থীকে তার আঁধার কার্ড , ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা , অভিজ্ঞতার সংশাপত্র, জাতিগত সংশাপত্র থেকে শুরু করে বাসস্থানের প্রমাণ পত্র সং রাখতে হবে । এ ছাড়াও আবেদনকারী প্রার্থীকে তার সাম্প্রতিক সময়ের তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে।
এবার জেনে নেওয়া যাক শূন্য পদের যাবতীয় বিবরণ-
পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (DATA ENTRY OPERATOR)
শূন্যপদ– ০১ টি
মাসিক বেতন-
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে প্রতি মাসে রুপো শ্রী প্রকল্পের আওতায় 11,000 টাকা বেতন দেওয়া হবে ।
বয়স সীমা –
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারী প্রার্থীর বয়স ০১-০১-২০২৩ -র হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদন কারী প্রার্থীকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে । এ ছাড়াও কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষতার পাশাপাশি টাইপিং – দক্ষতা থাকতে হবে । পাশাপাশি উল্লেখিত কাজে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি হবে রাজ্যের রুপশ্রী(Ruposhree) প্রকল্পের অধীনে। উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের কালিংপং জেলার বাসিন্দা হতে হবে। এ ছাড়াও আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ।
উল্লেখিত পদে আবেদন জানানোর শেষ তারিখ আগামী ২১ শে ফেব্রুয়ারি অর্থাৎ – 21/02/2023
আবেদন পত্র পাঠানোর ঠিকানা – Rupashree Section, Office of the District Magistrate, Kalimpong, first floor, P.O. & P.S. Kalimpong, Dist – Kalimpong, PIN- 734301 .
আমরা আছি আপনাদের সঙ্গে ,চোখ রাখুন bongodhara.com -এ
Official Notice : Download
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG – #JOB #GOVT JOB #WB JOB #RUPASHREE PRAKALPA