রাজ্য কৃষি দপ্তরে সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে গ্রুপ সি পদে চাকরি, এক্ষুনি আবেদন করুন – WB Krishi Department Job

 পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যের কৃষি দপ্তরে গ্রুপ সি লেভেলের পদে নিয়োগ করা হবে। রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। রাজ্যের ছেলে ও মেয়ে উভয়ে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ জামাতে পারবেন। নোটিশ অনুযায়ী, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন, নিয়োগ ও শূন্যপদ সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। WB Krishi Department Job Recruitment 

আবেদন পদ্ধতি : যে সমস্ত রাজ্যের চাকরি প্রার্থীরা রাজ্যের কৃষি দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে ঠিকই কিন্তু তা জমা করার পদ্ধতি আলাদা। এক্ষেত্রে আগে আবেদন পত্র জমা না করে ইন্টারভিউ এর দিন দুটি একই ধরনের আবেদন পত্র সহ দু কপি করে সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি ইন্টারভিউ এর দিন নিয়ে উপস্থিত হতে হবে। 

নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ এর স্থান, তারিখ ও সময় অফিসিয়াল নোটিশে উল্লেখ রয়েছে। 

ইন্টারভিউ এর দিন জরুরি ডকুমেন্টস সমূহ :

1. মাধ্যমিক অ্যাডমিট বা বয়সের প্রমাণ পত্র 

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3. পাসপোর্ট সাইজের ছবি 

4. আধার বা ভোটার কার্ড 

5. জাতিগত সংশয় পত্র (যদি থাকে)

6. অভিজ্ঞতা (যদি থাকে)

পদের নাম : ফিল্ড অ্যাসিস্টেন্ট ও রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। 

ইন্টারভিউ-র তারিখ ও সময় : ইন্টারভিউ শুরু হবে 31/08/2023 তারিখের সকাল 12 টার সময় রিসার্চ ফেলো পদের ইন্টারভিউ শুরু হবে এবং দুপুর 1 টার সময় ফিল্ড অ্যাসিস্টেন্ট পদের ইন্টারভিউ শুরু হবে। 

স্থান : Conference rokm of The RKVY building, Uttar Banga Krishi Bishwabidyalay, Punfibari, Coochbehar. 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –

Official Notice Download 


Official Website Link 

More News : Click Here


Join Telegram Channel : Click Here

Leave a Comment