পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ফের একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের ভূমি সংস্করণ দপ্তরে বেশ কিছু শূন্যপদ রয়েছে যা পূরণ করার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। এও জানানো হয়েছে, এক্ষেত্রে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। যে সকল কর্মপ্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। WB Govt Land Reform Department Group C Recruitment 2023
পদের নাম : ভূমি সংস্করণ দপ্তরে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে (WB Land Reform Department Recruitment)
নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের নিয়োগ করা হবে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে।
কীভাবে আবেদন করতে হবে :যেহেতু কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে তাই এক্ষেত্রে আগে কোনো আবেদন পত্র জমা করতে হবে না। এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ এর দিন সমস্ত ডকুমেন্টস সহ বায়োডাটা নিয়ে উপস্থিত হতে হবে। ওইদিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে।
কী কী ডকুমেন্টস জমা করতে হবে :
১. বয়সের প্রমাণ পত্র
২. জাতিগত সংশয় পত্র
৩. পরিচয় পত্র
৪. পাসপোর্ট সাইজের ছবি
৫. পদ সম্পর্কীয় জরুরি ডকুমেন্টস
৬. অন্যান্য
ইন্টারভিউ-র তারিখ ও সময় : Walk In Interview শুরু হবে 13-04-2023 তারিখে সকাল 10 টা হয়তে। সকলে সময়ের আগে পৌঁছানোর চেষ্টা করবেন। সঙ্গে পদ সম্পর্কীয় জরুরি ডকুমেন্টস যা অফিসিয়াল নোটিশে উল্লেখ রয়েছে, সেই সমস্ত ডকুমেন্টস গুলি নিয়ে উপস্থিত থাকবেন।
ইন্টারভিউ-র স্থান : Additional District Magistrate and District Land and Land Reform Office, Jhargram.
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা যোগ্যতা ও আরও অন্যান্য বিষয় আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
Official Notice : Download Here
Join Telegram Channel : Click Here
★More Job News : Click Here