রাজ্য শ্রম দপ্তরে ইন্টারভিউ দিয়ে বিপুল নিয়োগ, তাড়াতাড়ি করুন -WB Labour Department Recruitment

 পশ্চিমবঙ্গের কর্মপ্রার্থীদের জন্য ফের দারুণ সুখবর। রাজ্যে শ্রম দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের বেকার ছেলে ও মেয়ে উভয় সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের অধীনে এমন নিয়োগ খুব কমই দেখা যায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক্ষেত্রে কোনো পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। শুধু তাই নয় এক্ষেত্রে চাকরিতে নিযুক্ত হলে প্রচুর পরিমাণে বেতনও রয়েছে। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। West Bengal Labour Department Recruitment 

নিয়োগ প্রক্রিয়া : যেটা উপরে উল্লেখ করা হয়েছে যে, এক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া হবে না কিন্তু প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এ অংশগ্রহণ করতে হবে। ইন্টারভিউ এর মাধ্যমে যাচাই করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

কীভাবে আবেদন করতে হবে :যে সমস্ত বেকার যুবক যুবতীরা রাজ্য শ্রম দপ্তরে ( WB Labour Department) সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে উপযুক্ত যোগ্যতা রাখে তাদের এক্ষেত্রে আগে কোনো আবেদন পত্র জমা করতে হবে না কিন্তু অফিসিয়াল নোটিশ কিংবা অফিসিয়াল ওয়েবসাইট এ একটি আবেদন পত্র দেওয়া রয়েছে যা ইন্টারভিউ এর দিন সঠিক ভাবে পূরণ করে নিয়ে উপস্থিত হতে হবে এবং তার সঙ্গে নিজের প্রয়োজনীয় ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে। 

ফর্মটির সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে :

1. জন্ম তারিখ প্রমাণ 

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3. পাসপোর্ট সাইজের ছবি 

4. আধার বা ভোটার কার্ড 

5. অভিজ্ঞতা (যদি থাকে)

6. এছাড়াও অন্যান্য 

ইন্টারভিউ এর ঠিকানা : ESI – PGIMSR & ESIC Medical College , Joka , Diamond Harbour Road , Kolkata – 700104

ইন্টারভিউ এর তারিখ ও সময়  : যে সকল প্রার্থী ইন্টারভিউ দিতে ইচ্ছুক তাদের 29/05/23 ও 30/05/23 তারিখের মধ্যে সকাল 9 টার মধ্যে যথা স্থানে পৌঁছে দিতে হবে।

পদের নাম : জুনিয়র রেসিডেন্ট 


বয়সসীমা : এক্ষেত্রে প্রার্থীদের আবেদন করতে বয়স হতে হবে 30 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে। 

মাসিক বেতন : সংশ্লিষ্ট পদে নিযুক্ত হলে প্রতিমাসে বেতন হিসেবে দেওয়া হবে 56,100 টাকা। 

শূন্যপদ : একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে 

শিক্ষাগত যোগ্যতা : 

1. MBBS from MCI recognized Medical College/Autonomous Institutions with completion of one 

year rotatory internship as per MCI norms.

2. MCI/State MC Registration for MBBS/PG if deemed fit.

3. Candidates on bond are not eligible.

4. Candidates need to provide Bond clearance certificate from Appointing Authority which have 

completed compulsory post PG or UG Bond Service.

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –

Official Notice : Download 


Official Website : Click Here

Join Telegram Channel : Click Here

Leave a Comment