রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুসংবাদ! বেতন বৃদ্ধি নিয়ে বিরাট আপডেট -WB Govt Employees Update

 রাজ্যের সরকারি কর্মীদের জন্য দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সুসংবাদ আসতে চলেছে। দীর্ঘদিন ধরে ডিএ বাড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মী যৌথ মঞ্চ। এবার তাদের সেই দাবি পূরণ হতে চলেছে খুব শীঘ্রই। রাজ্য সরকারি কর্মীদের দাবি যে, যেখানে কেন্দ্র সরকারের অধীনে নিযুক্ত কর্মী ও রাজ্য সরকারের অধীনে নিযুক্ত কর্মীদের কাজকর্ম প্রায় একই ধরনের কিন্তু ডিএ-র জায়গায় ফারাক বিরাট। এই বেতন বৈষম্যের কারনে রাজ্য জুড়ে কর্মীদের একাংশ আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকারি কর্মীদের দীর্ঘ প্রতিকার অবশেষে অবসান হতে চলেছে। WB Govt Employees DA Update 

সামনে পুজো তারপরে রয়েছে লোকসভা ভোট। রাজ্য সরকারি কর্মীদের জন্য দুটোই হলো সোনায় সোহাগ। এদিকে সুত্রের মারফত জানা গিয়েছে, পুজোর আগে কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ ৪ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে। কেন্দ্রের সঙ্গে পাল্লা দিয়ে তবে কী রাজ্য সরকারও ডিএ বৃদ্ধি করতে চলেছে? এটাই এখন বড়ো প্রশ্ন। রাজ্য সরকারি কর্মীদের একাংশের অনুমান যে, লোকসভা ভোটের আগে রাজ্য সরকার চাইলে এই ডিএ বৃদ্ধি করতে পারে। WB Govt Employees DA News

এদিকে পুজোর আগে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে। বকেয়া ডিএ-র দাবিতে শহীদ মিনারে চত্বরে প্রায় ২০০ দিনেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। তাদের দাবি অবিলম্বে AICPI অনুযায়ী তাদের ডিএ মেটাতে হবে। যৌথ মঞ্চের আহ্বায়ক, ভাস্কর ঘোষ জানান যে, সরকারের কাছে এর আগেও দাবি জানিয়েছি কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় ২৩ অগাস্ট আরও বিরাট আকারে আন্দোলন করতে চলেছে সরকারি কর্মীদের একাংশ। তারা আরও জানান,এদিন বিধানসভায় মূখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে তারা। 

যদিও তারা ওই আন্দোলনে কোনো রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানায়নি তবে তারা চাইবে রাজ্যের বিরোধী নেতাও এও দাবি যেন জানায়। তবে রাজ্য সরকারের তরফে ডিএ নিয়ে কোনো ঘোষণা করা হয়নি। সুত্রের মারফত জানা গিয়েছে, পুজোর আগে না হলে লোকসভা ভোটের আগে আবারও ডিএ- র পরিমাণ বাড়াতে পারে রাজ্য সরকার। 

More News : Click Here


Join Telegram Channel : Click Here

Leave a Comment