রাজ্য সরকারের নারী ও শিশু কল্যান দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, দেখুন আবেদন প্রক্রিয়া -WB Govt Recruitment

 রাজ্য জুড়ে নারী ও শিশুদের অধিকার – নিরাপত্তা কিংবা সুরক্ষায় নজর দিতে বদ্ধ পরিকর । এ বিষয়ে রাজ্য সরকারের নারী-শিশু ও সমাজ  কল্যান দফতরের উদ্যোগে জেলায় জেলায় জেলা শাসকদের তত্বাবধানে কাজ চলছে জোর কদমে । কিন্তু শুধু উদ্যোগ থাকলেই তো চলবে না । এর জন্য প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মীর । লক্ষ্য একটাই যে ভাবেই হোক নারী ও শিশুদের অধিকার এবং সুরক্ষা । এবার রাজ্য সরকারের নারী ও শিশু কল্যান দফতরের অধীনে জেলা ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ।  তার ওপর বিগত কয়েকবছর যাবত বেহাল অর্থনীতির কারণে চাকরির বাজারের  অবস্থাও বেশ করুণ ।  চুক্তি(contractual) হোক  কিংবা স্থায়ী চাকরি (gov job)একটা হলেই হল। এই অবস্থায় সরকারি যে কোনও নিয়োগের(recruitment) খবর যে বেকার কর্ম প্রার্থীদের কাছে বেশ আনন্দের  তা বলাই বাহুল্য। ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে রাজ্যের নারী -শিশু ও সমাজ কল্যান দফতরের অধীনে সরকারি (government project) প্রকল্পে কর্মী নিয়োগ করবে রাজ্য। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য নারী- শিশু ও সমাজ কল্যান দফতর এবং  সংশ্লিষ্ট জেলা মারফৎ। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। প্রকল্পের আওতায় নিযুক্ত কর্মীকে  নারী- শিশু ও সমাজ(Woman &Child Welfare) কল্যান দফতরের তত্বাবধানে কাজ করতে হবে সংশ্লিষ্ট জেলায়।  এবার তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- 439/DM/SW/UD/Recruitment/2023   Dated – 01/04/2023 

আবেদন পদ্ধতি – 

আবেদন করতে হবে শুধুমাত্র অফলাইনে। প্রথমে অনলাইনে রাজ্য নারি-শিশু ও সমাজ কল্যান দফতর এবং সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট ওয়েব সাইট  -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে তার একটি প্রিন্ট কপি করে নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে এবং সই (Signature)  করে সকল প্রকার ডকুমেন্টস বা নথি পত্র সহযোগে আবেদন পত্রটি খাম বন্দী অবস্থায় নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে পাঠাতে হবে । 

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

বয়সের প্রমানপত্র, 

জাতীগত সংশাপত্র, 

শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র , 

ভোটার কার্ড, 

আঁধার কার্ড,

উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র 

পাসপোর্ট সাইজের রঙিন ছবি,  ইত্যাদি । 


প্রার্থী নির্বাচন- 

এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রথমে আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারীকে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । লিখিত পরীক্ষায় থাকবে ৮০ নম্বরের প্রশ্ন পত্র । এরপর রয়েছে  ইন্টারভিউ / কম্পিউটার টেস্ট ।  সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা এবং প্রার্থীর জমা করা নথিপত্র পর্যবেক্ষণের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে । তবে নিয়োগের বিষয়ে যাবতীয় বিষয় নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর । 

প্রথমেই শূন্য পদের বিবরণ – 

১) পদের নাম – কাউন্সিলর ‘ (Counsellor)

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি 

বয়স সীমা – 

এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ০১-০৪-২০২৩ এর হিসাবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে । 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য নারি-শিশু ও সমাজ দফতর এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন মারফৎ প্রতিমাসে  ১৩ হাজার ৫০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা- 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে  স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইকোলজি বিষয়ে গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক পাশ হতে হবে ।

কাজের ধরণ- 

এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য (Wb Govt Woman & Child ) দফতরের অধীনে সংশ্লিষ্ট জেলায় জেলা শাসকের তত্বাবধানে নারী – শিশু দের সুরক্ষা এবং অধিকার রক্ষায় কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – Office of the District Magistrate , District Welfare Section , Karnajora , Uttardinajpur,   Pin- 733130  

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  – (www.uttardinajpur.gov.in) – এ 

আবেদনের শেষ তারিখ 24/04/2023  

আমরা আছি আপনাদের সঙ্গে,  চোখ রাখুন bongodhara.com – এ 

written by – Somnath Pal . 

Official Notice : Download 

★Join Telegram Channel : Click Here


★More Job News : Click Here

TAG- #WOMAN & CHILD #SOCIAL WELFARE #JOB #RECRUITMENT #WB GOVT

Leave a Comment