পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুসংবাদ। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে 7 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। শুধু মুখের কথা নয়, অগাস্ট মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে সুত্র মারফত জানা গিয়েছে। এক্ষেত্রে রাজ্যের কর্মপ্রার্থীদের জন্য এটি একটি দারুণ খুশির খবর। এও জানা গিয়েছে, ইতিমধ্যে সংশ্লিষ্ট নিয়োগ নিয়ে তৎপর শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB) । রাজ্যের তরুণ তরুণীদের জন্য এটি একটি বিরাট সুযোগ যারা নিয়োগের অপেক্ষায় দিন কাটাচ্ছিলেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। West Bengal Health Recruitment Board Recruitment 2023
রাজ্যর 7 হাজার স্বাস্থ্য কর্মী নিয়োগ
সুত্রের মারফত জানা গিয়েছে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে (WBHRB) মোট প্রায় 7 হাজার কর্মী নিয়োগ করা হবে। এই পদ গুলি পূরণ করা হবে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিভাগে। স্বাস্থ্য কর্মী, নার্স, মেডিক্যাল স্টাফ সহ আরও বহু পদে নিয়োগ করা হবে। যদিও ভোটের আগেই এই সমস্ত কর্মী নিয়োগের কথা উল্লেখ করা হয়েছিল কিন্তু পঞ্চায়েত ভোট মিটাতেই রাজ্য স্বাস্থ্য দপ্তরে তরফে ফের তড়িঘড়ি শুরু করা হয়েছে।
রাজ্য স্বাস্থ্য দপ্তরে 7হাজার কর্মী নিয়োগ WBHRB এর মাধ্যমে
সুত্র মারফত আরও জানা গিয়েছে, রাজ্যের 7 হাজার কর্মী, স্বাস্থ্য বিভাগে বিভিন্ন পদে বিভিন্ন সংখ্যায় নিয়োগ করা হবে। এই পদ গুলির মধ্যে 1400 পদে চিকিৎসক, 835 পদে বিএসসি ও পোস্ট বেসিক নার্সগন, এছাড়াও নার্সিং কলেজগুলিতে 74 জন নার্সিং কলেজ গুলিতে সিনিয়র লেকচারার, পিজি হাসপাতালে হেড এন্ড নেক সার্জারি বিভাগে সহকারী অধ্যাপক সহ রিডার পদে নিয়োগ করা হবে। এই বিপুল সংখ্যক পদে চাকরি পেতে চলেছেন বহু তরুণ তরুণীরা।
স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -WB Health Recruitment
সুত্র মারফত আরও জানা গিয়েছে, জিএনএম নার্সের প্যানেল, 750 পদে ডিজিএমও 600 পদে মেডিক্যাল অফিসার পদে নিয়োগের প্যানেল প্রকাশ করা হবে আগামী সপ্তাহের মধ্যে। এদিকে অন্যান্য পদগুলি যেমন, বিএসসি নার্স 600 টি, পোস্ট বেসিক নার্স, নার্সিং কলেজের অধ্যাপক, রিডার অন্যান্য পদের জন্য ইন্টারভিউ শেষ হয়ে প্যানেল প্রকাশ করা হবে অগাস্ট মাসের মধ্যে।
এদিকে বোর্ডের (WBHRB) চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায় জানিয়েছেন, মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই নিয়োগ অতি দ্রুত শেষ করতে হবে। কোনো রকম বিলম্ব চাইছেন না তারা। এছাড়াও রি সাবমিশন ব্যাপরটা খতিয়ে দেখতে জানানো হয়েছে। এর আগে বহু চাকরি প্রার্থীদের ভূলের কারনে বহু আবেদন বাতিল করা হয়েছে তাই এবার প্রয়োজনে সংশোধনের ব্যবস্থা করা হবে যেন ভবিষ্যতে এরকম সমস্যা দেখা না দেয়। এদিকে চাকরি প্রার্থীদের আবেদন যাচাই করে তারপর ইন্টারভিউ শুরু করা হবে। এদিকে মূখ্য মন্ত্রীর নির্দেশে পঞ্চায়েত ভোটের পরে লক্ষাধিক শূন্যপদে নিয়োগের কথা বলা হয়েছে।
More News : Click Here
Join Telegram Channel : Click Here