কন্যাশ্রী , রুপোশ্রী , স্বাস্থ্য সাথী, সবুজ সাথী থেকে দুয়ারে রেশন আরও কত কী , গোটা বাংলার মানুষের আর্থসামাজিক উন্নতির লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য সরকার। সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছে বর্তমান সরকারের একাধিক দফতর। কিন্তু শুধু দফতর থাকলেই তো চলবে না, প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নে প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মীর। আসলে রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি ভাবে চালু হওয়া এই প্রকল্পের সুবিধা গুলি সঠিক ভাবে যাচ্ছে কি না তা যেমন দেখভাল প্রয়োজন তেমনি এই প্রকল্প গুলি (project) সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজন প্রচুর সংখ্যার কর্মীর। এবার সেই লক্ষ্যেই সরকারি প্রকল্পের আওতায় কর্মী (Recruitment)নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। মাসিক চুক্তির(cotractual) ভিত্তিতে মোটা অঙ্কের বেতন দিয়ে একাধিক কর্মী নিয়োগ করবে রাজ্য।
সাম্প্রতিক সময়ে বেহাল অর্থনীতির কারণে চাকরির বাজারের অবস্থা বেশ করুন । এই অবস্থায় চুক্তি হোক কিংবা স্থায়ী চাকরি একটা হলেই হল। ফলে যে কোনও সরকারি দফতর হোক কিংবা সরকারি প্রকল্পের অধীনে নিয়োগের খবর যে বেকার চাকরি প্রার্থীদের কাছে বেশ খুশির খবর তা বলাই বাহুল্য । এবার মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে রুপোশ্রী (Ruposhree) প্রকল্পের আওতায় কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার । সম্প্রতি এই মর্মে সংশ্লিষ্ট জেলে এবং রসজ্য সরকারি দফতর মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ কড়া হয়েছে । তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। আবেদন সহ গোটা নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় বিষয় জানতে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদন টিতে।
আবেদন পদ্ধতি-
এ ক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনের বদলে অফলাইনে অর্থাৎ পুরনো পদ্ধতিতে আবেদন করতে হবে। তবে অফ লাইনে আবেদন করলেও সরকারি ওয়েব সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে তার একটি প্রিন্ট কপি করে নিতে হবে । এরপর ওই আবেদন পত্রটি ফিল আপ বা পূরণ করে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে। এক্ষেত্রে ফর্মের নির্দিষ্ট কলম গুলি পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে সব শেষে নিজের সই করে তা খাম বন্দি করতে হবে। খামের ওপরে সংশ্লিষ্ট দফতরের ঠিকানা যেমন লিখে দিতে হবে তেমনি কোন পোস্টের জন্য আবেদন করা হচ্ছে সেটিও আবেদন কারীকে উল্লেখ করতে হবে। আবেদন ফর্মের যাবতীয় কলমগুলি ব্লক লেটারস অর্থাৎ বড় হরফে লিখতে হবে। তারপর ধাপে ধাপে ওই ফর্মে নিজের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার কলম গুলি পূরণ করতে হবে। ঠিকানা, ফোন নম্বর লিখে দিতে হবে নির্দিষ্ট স্থানে।
নিয়োগ পদ্ধতি-
এবার আসি কীভাবে নিয়োগ করা হবে। প্রথমে আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা প্রাথমিক বাছাই করে আবেদন কারীকে লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ, পারসোনালিটি টেস্টের জন্য। তারপর সংশ্লিষ্ট পদের জন্য রয়েছে কম্পিউটার টাইপিং টেস্ট । সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় অঙ্ক, জেনারেল নলেজ, সহ একাধিক বিষয়ের প্রশ্ন থাকবে বলে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
এবার জেনে নেওয়া যাক শুন্য পদের যাবতীয় বিবরণ-
১) পদের নাম- ” হিসাব রক্ষক ” (ACCOUNTANT)
শূন্য পদ– ০১ ( আসনটি তপশীলি প্রার্থীর জন্য সংরক্ষিত)
মাসিক বেতন-
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ১৫,০০০ টাকা বেতন দেওয়া হবে । ( এক বছর মেয়াদ চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।)
বয়স–
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারির বয়স ০১-০১-২০২৩ -র হিসাবে ৪০ এর মধ্যে হতে হবে। আবেদনকারী যদি অবসর প্রাপ্ত সরকারি কর্মী হন তবে তার বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদন কারীকে কমার্স অর্থাৎ বাণিজ্য বিভাগে স্নাতক হতে হবে। এ ছাড়াও কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি উল্লেখিত কাজে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
২) পদের নাম- “ডাটা এন্ট্রি অপারেটর” (DATA ENTRY OPERATOR)
শুন্য পদ- ০৪ ( চারটি আসনের মধ্যে একটি তপশীলি জাতী, একটি তপশীলি উপজাতী, একটি ওবিসি এবং একটি আসন সাধারণ প্রার্থীর জন্য সংরক্ষিত রয়েছে)
মাসিক বেতন-
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ১১,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
বয়স–
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারির বয়স ০১-০১-২০২৩ -র হিসাবে ৪০ এর মধ্যে হতে হবে। আবেদনকারী যদি সংরক্ষিত ক্যাটাগরির হন তাহলে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন ।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদন কারীকে যে কোনও শাখার স্নাতক হতে হবে। এ ছাড়াও কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি উল্লেখিত কাজে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে মিনিটে ৩০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদনের সময় প্রার্থীকে তার আঁধার কার্ড , ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা , অভিজ্ঞতার সংশাপত্র সহ বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে।
সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি হবে রাজ্যের রুপোশ্রী(ruposhri) প্রকল্পের অধীনে। উল্লেখিত দুই পদের ক্ষেত্রেই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম(jhargram) জেলার বাসিন্দা হতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনকারীকে আবেদন ফর্ম পাঠিয়ে দিতে হবে। ঝাড়গ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে আবেদন ফর্ম পাঠাতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা – Ruposhree Cell , Office of the District Magistrate , Jhargram .
আবেদনের শেষ তারিখ –02/03/2023
আরও বিস্তারিত জানতে ঝাড়গ্রাম জেলার সরকারি ওয়েব সাইট দেখে নিতে হবে (www.Jhargram.gov.in)
Official Notice : Download Here
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG – #JOB #CONTRACTUAL # GOVT JOB #WB GOVT #WB JOB #RUPOSHREE