রেলে প্রচুর অফিসার/ গ্রুপ-সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। Railway Group C Reqruitment ।

   চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার উচ্চ মাধ্যমিক/ স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাশে অফিসার ও গ্রুপ-সি পদে কয়েকশ কর্মী নেবে ভারতীয়(INDIAN RAIL) রেল। এই মর্মে গত কয়েকদিন আগে ভারতীয় রেলের  মধ্য পশ্চিম শাখা মারফৎ (RECRUITMENT)নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি দেশের যে কোনও প্রান্তের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ভারতীয় রেলের বিভিন্ন পদে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন সফল এবং যোগ্য প্রার্থীরা ।  এবার তাহলে আসুন  দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য।Railway Group C Reqruitment 2022।

 প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ-01/2022GDCE-NTPC(Under Graduate & Post) Dated- 06/07/2022

প্রথমে আসি আবেদন পদ্ধতিতে—

ভারতীয় রেল মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,  

১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 

২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। 

৩.  প্রথমে আবেদনকারীকে আবেদন ফর্মটি ভারতীয় রেলের  ওয়েবসাইট www.indianrailway.gov.in  থেকে ডাউনলোড করে নিতে হবে। 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a.  নিজের নাম—————————— 

b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স—- 

c.  লিঙ্গ————————————-

d.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা———- 

e.  শিক্ষাগত যোগ্যতা————————-

f.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা————

g. আবেদনকারীর সর্বশেষ কাজের যাবতীয় বিবরণ—

h.  মোবাইল নম্বর————————-

i. ইমেল আইডি ————————-

j. আবেদকারী প্রার্থীর পিতার নাম—————

সবশেষে আবেদনকারীকে নিজের সই স্ক্যান করে  আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে। এরপর আবেদন ফর্মটি সাবমিট করতে হবে। 

এ ক্ষেত্রে একাধিক পদে আবেদনের জন্য ভিন্ন ভিন্ন আবেদন পত্র জমা করতে হবে। 

এবার দেখে নেব কোন কোন পদ বা বিভাগের জন্য  আবেদন চাওয়া হয়েছে—

পদের নাম -স্টেশন মাস্টার’ (STATION MASTER)

শুন্য পদ- ৮ টি ( উল্লেখিত শুন্য পদের মধ্যে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৪ টি,তপশীলি জাতীর জন্য একটি,তপশীলি উপজাতির জন্য একটি এবং ওবিসি প্রার্থীদের জন্য ২ টি পদ সংরক্ষিত রয়েছে।) 

মাসিক বেতন– ৩৫,৪০০ টাকা থেকে শুরু

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনও শাখায় স্নাতক হতে হবে।  

পদের নাম- সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক’ (SENIOR COMMERCIAL CUM TICKET CLERK)

শুন্য পদ– ৩৮ টি ( উল্লেখিত শুন্য পদের মধ্যে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য ২১টি,তপশীলি জাতীর জন্য ৬ টি,তপশীলি উপজাতির জন্য ২টি এবং ওবিসি প্রার্থীদের জন্য ৯টি পদ সংরক্ষিত রয়েছে।) 

মাসিক বেতন– ২৯,২০০ টাকা থেকে শুরু

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনও শাখায় স্নাতক হতে হবে।

পদের নাম- সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট’ (SENIOR CLERK CUM TYPIST)

শুন্য পদ- ৯ টি  ( উল্লেখিত শুন্য পদের মধ্যে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৪টি, এবং ওবিসি প্রার্থীদের জন্য ৫টি পদ সংরক্ষিত রয়েছে।)

মাসিক বেতন- ২৯.২০০ টাকা থেকে শুরু

শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনও শাখায় স্নাতক হতে হবে।

পদের নামকমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক’ (COMMERCIAL CUM TICKET CLERK) 

শুন্য পদ- ৩০ টি ( উল্লেখিত শুন্য পদের মধ্যে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য ১৭টি,তপশীলি জাতীর জন্য ৪ টি,তপশীলি উপজাতির জন্য ২টি এবং ওবিসি প্রার্থীদের জন্য ৭টি পদ সংরক্ষিত রয়েছে।)

মাসিক বেতন– ২১,৭০০ টাকা থেকে শুরু 

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনও শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। 

পদের নাম- অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ( ACCOUNTS CLERK CUM TYPIST) 

শুন্য পদ- ৮ টি ( উল্লেখিত শুন্য পদের মধ্যে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৩টি,তপশীলি জাতীর জন্য ২ টি, এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩টি পদ সংরক্ষিত রয়েছে।)

মাসিক বেতন– ১৯,৯০০ টাকা থেকে শুরু 

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনও শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। 

পদের নাম- জুনিওর ক্লার্ক কাম টাইপিস্ট’ (JUNIOR CLERK CUM TYPIST) 

শুন্য পদ– ২৮ টি ( উল্লেখিত শুন্য পদের মধ্যে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য ১৮টি,তপশীলি জাতীর জন্য ৫ টি,তপশীলি উপজাতির জন্য ২টি এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩টি পদ সংরক্ষিত রয়েছে।)

মাসিক বেতন– ১৯,৯০০ টাকা থেকে শুরু 

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনও শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।     

বয়সসীমা—

উল্লেখিত  পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪২ বছরের মধ্যে।   

এ ক্ষেত্রে তপশীলি জাতী, তপশীলি উপজাতীর প্রার্থীদের ৫ বছর, ওবিসি প্রার্থীদের ৩ বছর  ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রে ০১-০৭-২০২২ তারিখ অনুযায়ী নির্দিষ্ট বয়স হিসাব করে নিতে হবে।  

আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের প্রাসঙ্গিক বিষয়ের ওপর পরীক্ষা দেওয়ার/ ভেরিফিকেশনের সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল—

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র   

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, 

০৭. প্রার্থীর শারীরিক মাপজোকের পরীক্ষা এবং মাপজোকের প্রমানপত্র ,ইত্যাদি

এবার আসবো কীভাবে নিয়োগ করা হবে সেই বিষয়ে

অর্থাৎ নিয়োগ পদ্ধতি সম্পর্কে— 

নিয়োগের ক্ষেত্রে প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইন পরীক্ষা সিবিটি (COMPUTER BESIC TEST)দিতে হবে। সিবিটি পরিক্ষায় উত্তীর্ণদের পরবর্তী ধাপে ডেকে নেওয়া হবে শারীরিক পরীক্ষা এবং  নির্দিষ্ট পদে টাইপিং টেস্টের জন্য।  তারপর হবে আবেদনকারী প্রার্থীর জমা করা নথি ভেরিফিকেশন। সবশেষে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।

চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে ভারতীয় রেলের পশ্চিম মধ্য বিভাগের শাখায় (WEST CENTRAL ZONE) -এ   

উল্লেখিত পদের জন্য আবেদনের শেষ সময় সীমা 28.07.2022

Official notification : Click Here

কর্ম প্রার্থীদের চাকরির সঠিক খবর দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। এরজন্য চট জলদি চাকরির খবরের আপডেট পেতে নজর রাখুন www. bongodhara.com – এ 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

tag- indian rail# rail job# rrb# govt job

Leave a Comment