রেলে প্রচুর গ্রুপ সি পদে কর্মী নিয়োগ চলছে, অনলাইনে আবেদন করুন – Railway Recruitment 2023

 চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রেলে স্থায়ী ও অস্থায়ী হিসেবে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবেন।যে সমস্ত বেকার যুবক যুবতীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। Railway Recruitment 2023



নিচে শূন্যপদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল –

1. টেকনিশিয়া-8 টি

বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে 20-40 বছরের মধ্যে। 

মাসিক বেতন : 35,000-1,10,000 টাকা 

2. জুনিয়র ইন্জিনিয়ার -8 টি 

বয়সসীমা : 20-45 বছরের মধ্যে বয়স হতে হবে 

মাসিক বেতন : মাসিক বেতন 40,000-1,25,000 টাকা 

3. অ্যাসিস্টেন্ট ম্যানেজার (সিভিল)-11 টি 

বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে 20 থেকে 35 বছরের মধ্যে। 

মাসিক বেতন : এক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে 50,000 থেকে 1,60,000 টাকা দেওয়া হবে। 

4. অ্যাসিস্টেন্ট ম্যানেজার ( প্লানিং)-2 টি

বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে 20 থেকে 35 বছরের মধ্যে। 

মাসিক বেতন : এক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে 50,000 থেকে 1,60,000 টাকা দেওয়া হবে। 

5. অ্যসিস্টেন্ট ম্যানেজার (Human Resource)-2 টি

বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে 20 থেকে 35 বছরের মধ্যে। 

মাসিক বেতন : এক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে 50,000 থেকে 1,60,000 টাকা দেওয়া হবে। 

6.জুনিয়র ম্যানেজার -12 টি 

বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে 20 থেকে 35 বছরের মধ্যে। 

মাসিক বেতন : এক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে 40,000 থেকে 1,40,000 টাকা দেওয়া হবে। 

7. জুনিয়র ম্যানেজার (Electrical) 

বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে 20 থেকে 35 বছরের মধ্যে। 

মাসিক বেতন : এক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে 40,000 থেকে 1,40,000 টাকা দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে বিভিন্ন পদ অনুযায়ী যোগ্যতাও ভিন্ন ভিন্ন। সংশ্লিষ্ট পদের সঙ্গে সামঞ্জস্য ট্রেডে উপযুক্ত ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। তবে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। 

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে কম্পিউটার বেস্ট টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

আবেদন পদ্ধতি : এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.nhsrcl.in এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন অথবা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদন করতে পারবেন। 

আবেদনের শেষ তারিখ 31 মে 2023। 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন 

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

অনলাইন আবেদন : ক্লিক করুন

Join Telegram Channel : Click Here

Leave a Comment