রেলে মাধ্যমিক – উচ্চ মাধ্যমিক পাশে কয়েক হাজার চাকরি, আবেদন করুন এক্ষুনি -Railway Recruitment

নয়াদিল্লি – নিরাপত্তা – সময়ানুবর্তীতা -সুরক্ষা , ভারতীয় রেলের তিন মুল মন্ত্র । এসব আমাদের সবারই জানা । তবে  শুধুমাত্র যাত্রী পরিষেবায় নয় ,গোটা দেশ জুড়ে স্বস্তায় পন্য পরিবহণে ভারতীয় (INDIAN RAIL) রেলের জুড়ি মেলা ভার । এ বিষয়ে যে কথাটি না জানলেই নয় সেটি হল , রেলের মতো বৃহৎ সংস্থার আয় পত্র কিন্তু যাত্রী পরিষেবা নয় তা একমাত্র সম্ভব হয় পন্য (GOODS) পরিবহনের মাধ্যমে । স্বভাবতই এই বিষয়টি রেল কর্তারা সবার আগে নজর দেন সর্বদা । পন্য পরিবহনের ক্ষেত্রে গোটা দেশের কয়েক হাজার স্থানে রয়েছে ভারতীয় রেলের পর্যাপ্ত গুদাম । যেখানে যে কোনও ব্যবসায়ী সহজেই তার ব্যবসার মালপত্র সাময়িক মজুত করার পাশাপাশি অন্যত্র নিয়ে যেতে  পারেন নিজের প্রয়োজনে ।  কিন্তু শুধু গুদাম থাকলেই তো হবেনা । এই বৃহৎ কাজ কর্ম পরিচালনার জন্য প্রয়োজন বিরাট সংখ্যক কর্মীর ।  কয়েক বছর অন্তর এই কর্মী চাহিদা মেটাতে নিয়োগ (RCRUITMENT) প্রক্রিয়া বজায় রেখেছে ভারতীয় রেল । 

সম্প্রতি ভারতীয় রেলের পন্য পরিবহণের কাজে বিরাট সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে রেল দফতর মারফৎ । বেশ কয়েক বছর পর ভারতীয় রেলের এই বড় আকারের নিয়োগের খবর যে চাকরি প্রার্থীদের কাছে বেশ খুশির তা বলাই বাহুল্য । এক্ষেত্রে গোটা দেশের যে কোনও প্রান্তের মাধ্যমিক – উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক পাশ যে কোনও চাকরি প্রার্থীরাই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহন করতে পারেন নির্দিষ্ট বিভাগ অনুযায়ী ।  এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে কেন্দ্র সরকারের বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে । তাই দেরি না করে নিচের প্রতিবেদনটি চটপট দেখে নিয়ে দ্রুত সেরে নিন আবেদন প্রক্রিয়া । 

প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – EMPLOYMENT NOTICE NO. 04/2023                                              Dated – 14/04/2023 

 প্রথমেই শূন্যপদ – 

রেলওয়ে পন্য পরিবহন সমিতি মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট তিনটি পদের ক্ষেত্রে কয়েক হাজার শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । 

এক্ষেত্রে যে পদ গুলির জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে সেগুলি হল , 

১) জুনিওর টাইম কিপার ‘ (JUNIOR TIME KEEPER) 

২) জুনিওর অ্যাসিস্ট্যান্ট ‘ (JUNIOR ASSISTANT)

৩) ওয়েল ফেয়ার অফিসার ‘ (WELFARE OFFICER) 

শূন্যপদের সংখ্যা – উল্লেখিত তিনটি পদের মধ্যে 

জুনিওর টাইম কিপার ‘ পদের জন্য ১৬৭৬ টি 

জুনিওর অ্যাসিস্ট্যান্ট ‘ পদের জন্য ৯০৮ টি এবং 

ওয়েল ফেয়ার অফিসার ‘ পদের জন্য ৬০৬ টি শূন্যপদ পূরণের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে । 

মাসিক বেতন – 

এক্ষেত্রে তিনটি পদের ক্ষেত্রে নিযুক্ত কর্মীকে কেন্দ্র সরকারের বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে আকর্ষণীয় বেতন দেওয়া হবে । যেমন ,

জুনিওর টাইম কিপার ‘ পদে নিযুক্তদের প্রতিমাসে ২৮,০০০ টাকা 

জুনিওর অ্যাসিস্ট্যান্ট ‘  পদে নিযুক্ত দের প্রতিমাসে ৩৪,০০০ টাকা এবং 

ওয়েল ফেয়ার অফিসার ‘ পদে নিযুক্ত দের প্রতিমাসে ৪০,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

বয়স সীমা- 

সংশ্লিষ্ট যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা – 

‘ জুনিওর টাইম কিপার ‘ পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । 

‘ জুনিওর অ্যাসিস্ট্যান্ট ‘  পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । অন্যদিকে ‘ ওয়েল ফেয়ার অফিসার ‘ পদের জন্য আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক বা যেকোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে । 

 আবেদন পদ্ধতি – 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রথমে অনলাইনেই (ONLINE) আবেদন করতে হবে। 

২। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

৩। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। 

৪। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। 

৫।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড (UPLOAD) করতে হবে।

৬। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের সই( SIGNATURE)  স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে । তার পর আবেদন পত্র টি সাবমিট করতে হবে । 

৭। তবে যাবতীয় পদের আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে । 

নিয়োগ পদ্ধতি –

এ ক্ষেত্রে  আবেদনকারী প্রার্থীকে প্রথমেই  কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ পরীক্ষার জন্য  । এরপর সফল ও যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যাচাইঅএবং স্বাস্থ্য পরীক্ষার পর  সফল এবং যোগ্য প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশনের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । চূড়ান্ত প্রার্থী তালিকায় সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে ভারতীয় রেলের তরফে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র। 

আবেদন পত্র পূরণের সময় যে ডকুমেন্টস বা নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল-

১. ভোটার ও আঁধার কার্ড  

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র 

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্র

৬. পাসপোর্ট সাইজের ছবি,  ইত্যাদি । 

আবেদন ফী – 

সংশ্লিষ্ট যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত আসনের প্রার্থীদের ৫০০ টাকা সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ৭৫০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট সংস্থার নামে । এক্ষেত্রে আবেদন ফী -এর টাকা অনলাইনে জমা করতে হবে ।

আবেদনের শেষ তারিখ – 25/05/2023 

আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন www.rmgs.org 

সরকারি চাকরি এবং প্রকল্প সম্পর্কে  আপডেট পেতে নজর রাখুন Bongodhara. com – এ 

written by – Somnath Pal. 

Join Telegram Channel : Click Here

TAG- #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #RAILWAY #INDIAN RAILWAY #GOODS

Leave a Comment