রেলে সুবর্ণ সুযোগ, 3624 শূন্যপদে মাধ্যমিক পাশে চাকরির সুযোগ, আবেদন করুন এক্ষুনি -Railway Recruitment

আপনি কি সবে সবে মাধ্যমিক পাশ করেছেন ? তাহলে এই সু-খবরটি নেহাত আপনার জন্য । এবার মাধ্যমিক পাশে কয়েক হাজার আপ্রেন্টিশ বা শিক্ষানবিশ নেবে ভারতীয় রেল।  এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি গোটা দেশের যে কোনও প্রান্তের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ভারতীয় রেলের বিভিন্ন পদে শিক্ষানবিশ হওয়ার সুযোগ পাবেন সফল এবং যোগ্য প্রার্থীরা  Advertisement No – Notification No. RRC/WR/01/2023 Apprentice Dated 21/06/2023

আবেদন পদ্ধতি—

রেল বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য অবশ্যই ফলো করুন https://www.rrc-wr.com ওয়েব সাইট টি । এক্ষেত্রে আগামী জুলাই মাসের ২৬ তারিখ অর্থাৎ 26/07/2023 এর মধ্যে আবেদন করতে হবে ।  পাশাপাশি একাধিক পদে আবেদনের জন্য ভিন্ন ভিন্ন আবেদন পত্র জমা করতে হবে । তবে আবেদন ও নিয়োগ সম্পর্কিত কোনও নিয়মের পরিবর্তন করা তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে ।


প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক বিষয়ে মোট ৩৬২৪ জন শিক্ষানবিশ পদেরজন্য আবেদন পত্র চাওয়া হয়েছে । যেমন

ফিটার (Fitter)

ওয়েল্ডার (Welder (G&E)

টার্নার (Turner)

মেশিনিস্ট (Machinist)

কারপেন্টার (Carpenter)

ইলেকট্রিশিয়ান Electrician

পেইন্টার  (Painter) 

ইলেক্ট্রনিক্স মেকানিক ( 

মেকানিক  Mechanic (DSL)

এ সি / রেফ্রিজারেশন মেকানিক ( AC / Refrigeration)

ওয়ারম্যান (Wireman)

প্লাম্বার (Plumber)

ড্রাফটম্যান (Draughtman) 

স্টেনোগ্রাফার  (Stenographer)

বয়সসীমা

উল্লেখিত বিষয় গুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।  তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

মাসিক ভাতা- 

এক্ষেত্রে নিযুক্ত হওয়া শিক্ষানবিশদের নির্দিষ্ট হারে ভাতা / স্টাইপেন্ড দেওয়া হবে ভারতীয় রেলের পক্ষ থেকে। 

শিক্ষাগত যোগ্যতা–  আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে 

পাশাপাশি আইটিআই অথবা সরকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ের অপর দক্ষতা এবং সার্টিফিকেট থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

১. ভোটার ও আঁধার কার্ড 

৩. বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র   

৫. জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, 

৭. শারীরিক মাপজোকের পরীক্ষা এবং মাপজোকের প্রমানপত্র ,ইত্যাদি

নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীর জমা করা নথি ভেরিফিকেশন তারপর হবে ইন্টারভিউ। সেখানে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা।  ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে লিখিত পরীক্ষার বালাই নেই  

চাকরি কিংবা সরকারি প্রকল্প www.bongodhara.com   – এ 

written by – Somnath Pal . 

Join Telegram Channel : Click Here

TAG –  #Indian rail #Rail #Apprentic #Training #rrb

Leave a Comment