পশ্চিমবঙ্গ সরকারের বহু প্রকল্পের মধ্যে এক এমন প্রকল্প নিয়ে আপনার সামনে হাজির হয়েছি যা রাজ্যের মহিলাদের জন্য খুশির খবর নিয়ে আসবে। আমরা এর আগে লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে মাতামাতি করছিলাম কিন্তু এবার তার থেকেও দারুণ এক প্রকল্পের সংবাদ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের দেওয়া হবে 5000 টাকা। চমকে উঠবেন না, এটাই সত্যি।
গত 2021 সালে রাজ্যের মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হয় ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পের আবেদন গ্রহণ। এরপর থেকে রাজ্যের জেলায় জেলায় বেশ কয়েকটি দুয়ারে সরকার শিবিরে আরও আবেদন গ্রহণ করা হয়ে থাকে। ফলস্বরূপ বর্তমানে প্রায় 2 কোটি মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছে। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ ও ওবিসি গোষ্ঠির মহিলারা প্রতিমাসে পেয়ে থাকেন 500 টাকা এবং এসসি ও এসটি মহিলারা মাসে মাসে পেয়ে থাকেন 1000 টাকা।
তবে আজ যে প্রকল্পের কথা উল্লেখ করতে যাচ্ছি তাতে সকলে 500 বা 1000 টাকা নয়, পাবেন 5000 টাকা। এখন সবথেকে বড় প্রশ্ন হলো এই প্রকল্পের সুবিধা কারা ও কীভাবে পাবেন। আসুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারাই উপকৃত হবেন। তবে কীভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
‘জাগো প্রকল্প’ এর মূল উদ্দেশ্য কী :
সাধারণত এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের দরিদ্র কিন্তু কর্মঠ, কিছু করতে আগ্রহী, এমন মহিলাদের নিজের পায়ে দারাতে আর্থিক সাহায্য করা, যাতে তারা নিজের কাজ শুরু করে স্বনির্ভর হয়ে উঠতে পারেন। রাজ্যের অনেক মহিলা রয়েছে যারা আর্থিক সংকটের কারনে নিজেকে স্বনির্ভর করে গরে তুলতে পারেনা। সেই সকল মহিলাদের কথা মাথায় রেখে এই প্রকল্পের শুভ সুচনা করা হয়।
প্রকল্পের নাম ও কীভাবে আবেদন করতে হবে :পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের নাম হলো ‘জাগো প্রকল্প’। এই প্রকল্পে তেমন ভাবে আবেদনের কোনো সুযোগ নেই। তবে এক্ষেত্রে জরুরি কিছু যোগ্যতা থাকলে এই সুবিধা সরাসরি পেয়ে যাবেন।
যোগ্যতা :
1. এক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতা জরুরি নেই
2. প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে
3. প্রার্থীকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে এবং কমপক্ষে 1 বছরের পুরোনো দল হতে হবে
4. বয়স হতে হবে 18 বছরের বেশি
5. পূর্বে স্বনির্ভর গোষ্ঠীর লোনের বা সহায়তার নেওয়ার রেকর্ড থাকতে হবে।
যদি উপরোক্ত যোগ্যতা পুরো করে তাহলে সেই স্বনির্ভর গোষ্ঠী প্রতিবছর 5000 টাকা পেয়ে থাকবে।
Join Telegram Channel : Click Here