লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা, 500-র জায়গায় 2000 , এবার চারগুন বেশি টাকা পাবেন-WB Lakshmir Bhandar Update

কলকাতা – এক- দুই নয়, একেবারে চারগুন ।  কংগ্রেস ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে  500 টাকার বদলে 2000 টাকা পাবেন রাজ্যের প্রত্যেক মহিলা । সম্প্রতি এমনই প্রতিশ্রুতির বন্যা বইয়েছেন রাজ্যের বর্ষীয়ান কংগ্রেস নেতা নেপাল মাহাত । লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এহেন বক্তব্যের পরই গোটা রাজ্য জুড়ে হই হই রব উঠেছে । কিন্তু কেন এমন বললেন বর্ষীয়ান কংগ্রেস নেতা । আসলে ভোট বড় বালাই । এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত,  একে তো নির্বাচনী বৈতরণী পার হওয়া অন্যদিকে ক্ষমতায় ফেরার তীব্র লিপ্সা তার জন্যই এমন আল টপকা মন্তব্য করেছেন ওই কংগ্রেস নেতা । তবে প্রতিশ্রুতি যাই হোক কেন এ নিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা রাজ্য রাজনীতি । এমনিতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন । এই অবস্থায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতার এই মন্তব্যের পরই জল্পনার শেষ নেই । West Bengal Government Scheme Lakshmir Bhandar Update 

এমনিতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বলে কথা । ইতিমধ্যেই রাজ্যের কয়েক লক্ষ মহিলা প্রতিমাসে একেবারে নিয়ম করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500-2000 টাকা পাচ্ছেন ।  এর পরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী । আসলে রাজ্যের লক্ষ লক্ষ মহিলারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্কের চাবি কাঠি ।  ইতিমধ্যেই গোটা রাজ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প । তার পরেও বিতর্কের শেষ নেই । রাজ্যের শত আর্থিক দৈন্যদশা স্বত্তেও মুখ্য মন্ত্রীর বক্তব্য একটাই যেন তেন প্রকারেণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হওয়া চলবে না । এ রাজ্যের পাশাপাশি সাম্প্রতিক মেঘালয়ের মাটিতে দাঁড়িয়েও সে রাজ্যের মহিলা ভোটার দের নিজের অনুকুলে আনতে একই অস্ত্রে শান দিয়েছিলেন তৃণমূল নেত্রী । তবে শেষ পর্যন্ত ভোট বাক্সে খালি হাতেই ফিরতে হয়েছে এ রাজ্যের শাসক দলকে । West Bengal Lashmir Bhandar Update 

শুধু মাধ্যমিক পাশে, পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়াই সরাসরি 12 হাজার চাকরি -Post Office Recruitment 

এবার সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফের বিতর্ক তরি হয়েছে কংগ্রেস নেতার এ হেন প্রতিশ্রুতি নিয়ে । তবে এই প্রথম নয় ভোট বৈতরণী পার করতে এ রাজ্য ছাড়াও একাধিক রাজ্যের একাধিক নেতৃত্ব নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতির বন্যা বইয়েছেন বারং বার । জলজ্যান্ত উদাহরন হিসাবে বলা যায় সদ্য সমাপ্ত কর্ণাটক রাজ্যের নির্বাচন । ওই রাজ্যে ইতিমধ্যেই গেরুয়া শিবির কে গো – হারা হারিয়ে রাজ্যের মসনদে বসেছেন কংগ্রেস শাসিত সিদ্ধারামাইয়া সরকার । পাশাপাশি এ রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের মতো কর্ণাটক রাজ্যে ও  মহিলাদের জন্য কংগ্রেস সরকার চালু করেছে গৃহলক্ষ্মী প্রকল্প । পাশাপাশি ভোটের আগে দেওয়া কংগ্রেস নেতাদের পাঁচ প্রতিশ্রুতি একে একে চালু করতে চলেছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া । তবে বিজেপি অবশ্য ভোটের আগে কংগ্রেস নেতা দের এই প্রতিশ্রুতি কে ভাঁওতা বলে কটাক্ষ করতে কসুর করেনি । কিন্তু সবকিছুর পর ভোট বাক্সে কংগ্রেস নেতাদের প্রতিশ্রুতিতেই বহুমত জানিয়েছেন কন্নড় প্রদেশের আম নাগরিক । 

এবার পালা এ রাজ্যের , সামনেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন । এই অবস্থায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কংগ্রেস নেতার এই প্রতিশ্রুতিতে এ রাজ্যের মহিলা ভোট শেষ পর্যন্ত জোড়া ফুলের বদলে বাম – কংগ্রেস জোটের পক্ষে যাই কি না তার উত্তর মিলবে আগামীতে । তবে বর্ষীয়ান কংগ্রেস নেতার এই প্রতিশ্রুতি যে মোটের ওপর অবাস্তব তা রাজ্যের আর্থিক ভাঁড়ারের বর্তমান ছবিতেই বেশ স্পষ্ট । 

সরকারি চাকরি হোক বা প্রকল্প , চটপট আপডেট পেতে নজর রাখুন bongodhara.com – এ 

written by – Somnath Pal . 

Join Telegram Channel : Click Here


TAG – #LAKSHMIR BHANDAR #PRAKALPA #WB #UPDATE #ELECTON

Leave a Comment