লক্ষ লক্ষ সরকারি কর্মীর জন্য সুসংবাদ, সরকার দিলো দারুণ সুযোগ – Govt Employees Good News

নয়াদিল্লী : জিপিএফ অর্থাৎ জেনারেল প্রবিডেন্ট ফান্ড আর পিপিএফ অর্থাৎ পাবলিক প্রবিডেন্ট ফান্ড । তফাৎ শুধু একটাই। পিপিএফ গোটা দেশের সাধারণ মানুষের জন্য আর জিপিএফ শুধুমাত্র সরকারি চাকুরি জীবীদের জন্য। পিপিএফে যে কোনও বিনিয়োগকারী টাকা গচ্ছিত রেখে মেয়াদ শেষে সরকারের ঘর থেকে সুদ সহ  মোটা টাকা রিটার্ন পান। 

জিপিএফের ক্ষেত্রে সরকারি কর্মীরা তাদের চাকুরি জীবনে সরকারের ঘরে টাকা রেখে মেয়াদ শেষে মোটা টাকা রিটার্ন পান। সরকারি চাকুরি জীবীদের ক্ষেত্রে জিপিএফে সঞ্চিত টাকা অবসরের পরে দেওয়া হয়ে থাকে । এই প্রকল্পে সরকারের পক্ষ থেকে কোনও টাকা জমা দেওয়া হয়না । এই প্রকল্পে প্রতি তিনমাস অন্তর অর্থমন্ত্রক জিপিএফের সুদের পরিবর্তন করে । বর্তমানে জিপিএফের সুদ পিপিএফের সমান । বর্তমানে দুটির ক্ষেত্রেই সুদের হার ৭.১ শতাংশ । সাম্প্রতিক সময়ে জিপিএফে টাকা সঞ্চয়ের ক্ষেত্রে বড় সড় বদল এনেছে কেন্দ্র  সরকার। সরকারি এই ঘোষণায় ইতিমধ্যেই কর্মচারীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে । সম্প্রতি জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফের নিয়মে বড়সড় পরিবর্তন করা হয়েছে । নতুন নিয়ম অনুযায়ী একজন কর্মচারী এক অর্থবর্ষে মাত্র ৫ লক্ষ টাকাই বিনিয়োগ করতে পারবেন । 

এক্ষেত্রে ১৯৬০-এর নিয়ম অনুযায়ী জিপিএফ ফান্ডে টাকা বিনিয়োগ করার কোনও উর্ধ্ব সীমা নির্ধারিত করা ছিলনা । সেই নিয়ম অনুযায়ী সরকারি কর্মীরা তাঁদের বেতনের এক শতাংশ সঞ্চয় করতে পারতেন জিপিএফে । এ বিষয়ে বিগত ২০২২ সালের  জুন মাসে সরকশ্রী তরফে একটি সার্কুলার জারি করা হয়েছে ।  সেই সার্কুলার অনুযায়ী,  জিপিএফের বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়ম পরিবর্তনন করা হয়েছে । নতুন নিয়মে  এবার থেকে একটি অর্থবর্ষে এবার থেকে কোনও কর্মী ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন । এ বিষয়ে  ডিপার্টমেন্ট অফ পেনশনার্স অ্যান্ড ওয়েলফেয়ার মারফৎ একটি মেমোরেন্ডাম জারি করা হয়েছে। ওই মেমোরেন্ডামে জানানো হয়েছে, এতো দিন পর্যন্ত সরকারি কর্মীদের  জেনারেল প্রভিডেন্ট ফান্ড বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগের অঙ্ক সর্বাধিক সীমা নির্দিষ্ট ছিলনা কিন্তু এবার থেকে সেই নিয়মে পরিবর্তন করা হয়েছে । 

এবার আরও একধাপ এগিয়ে ওল্ডেজ পেনশন (OLD AGE PENSION) বা অবসরকালীন ভাতা প্রদানের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে চলেছে সরকার । কেন্দ্র সরকারের এই নতুন পেনশন স্কিম কে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছে একাধিক রাজ্যের সরকার । কেন্দ্র সরকার মারফৎ চালু করা নতুন নিয়মে যদি কোনও ব্যাক্তি তার চাকরি জীবনে বেতনের টাকার ১০ শতাংশ জিপিএফে  বিনিয়োগ করেন তাহলে ওই ব্যক্তি অবসর কালীন অর্থ হিসাবে তার বেতনের ৩৩ শতাংশ পেনশন পাবেন । কেন্দ্র সরকারের সিদ্ধান্ত এমনই । 

শেষমেশ সিদ্ধান্ত গ্রহণ, ডিএ নিয়ে সরকারি কর্মীদের জন্য সুসংবাদ, রইল বিস্তারিত -WB Govt Employees News

কিন্তু এ বিষয়ে একাধিক রাজ্যের সরকার বলেছে যদি কোনও ব্যাক্তি তার চাকরি জীবনে বেতনের টাকার ১৪ শতাংশ জিপিএফে  বিনিয়োগ করেন তাহলে ওই ব্যক্তি অবসর কালীন অর্থ হিসাবে তার বেতনের ৪০ শতাংশ পেনশন পাবেন । তবে রাজ্য সরকার গুলির এই আবেদনের সঙ্গে এখনও পর্যন্ত কোনও সহমত পোষণ করেনি কেন্দ্র সরকার । পাশাপাশি একাধিক রাজ্যের এই দাবিকে যুক্তি গ্রাহ্য নয় বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। শেষ পর্যন্ত একাধিক রাজ্যের এই দাবিকে কেন্দ্র সরকার মেনে নেয় কিনা সেটাই এখন দেখার । তবে কেন্দ্র সরকার চাইছে চাকরি জীবনে কোনও ব্যাক্তি তার মাইনের ১০ শতাংশ টাকা জিপিএফে বিনিয়োগ করুন ।  

ইতিমধ্যেই একধাপ এগিয়ে অন্ধ্র প্রদেশ সরকার কর্মীদের ক্ষেত্রে নতুন পেনশন নিয়মের কাজ শুরু করেছে জোর কদমে । এ বিষয়ে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি এই ন্যা পেনশন স্কিমের নাম রেখেছেন  ‘গ্যারান্টেড পেনশন স্কিম’ । চালু করার সিদ্ধান্ত নেওয়ার পরই ওই রাজ্যের চাকুরীজীবীরা এই নয়া পেনশন স্কিম কে স্বাগত জানানোর পাশাপাশি সরকারি এই অফার টিকে একেবারে লুফে নিয়েছেন । কারণ এই নয়া স্কিমে আয়ের ক্ষেত্রে কর ছাড় দেওয়া হয়েছে দেড় লক্ষ টাকা পর্যন্ত । তবে শেষ পর্যন্ত এই নিয়ম দেশের সব কয়টি রাজ্যে চালু করা হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন । 

written by – Somnath Pal. 

More Job News : Click Here


Telegram Channel : Click Here

TAG – #GPF #PPF #POVIDENT FUND #GOVT #EMPLOYEE #NEW RULE

Leave a Comment