কথায় বলে খেয়ে দেয়ে বাঁচে ধন , তারে কয় উপার্জন। আসলে ধন সম্পত্তি বলে কথা। কখনও ব্যবসা বানিজ্যের খাতিরে আবার কখনও উপার্জন করা টাকা পয়সা নিরাপদে গচ্ছিত করে রাখতে দেশের প্রায় বেশির ভাগ মানুষই ব্যাঙ্কিং(BANK) পরিষেবার ওপরেই নির্ভর করেন। এর পাশাপাশি রয়েছে সরকারি বিভিন্ন প্রকল্প। যে প্রকল্প গুলির টাকা সরকারি তরফে সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়। সেখান থেকেই গ্রাহক তার নির্দিষ্ট অ্যাকাউন্ট মারফৎ যাবতীয় লেনদেন সম্পন্ন করেন। SBI Bumper Offer
এই মুহূর্তে গোটা দেশের মাটিতে রয়েছে সরকারি -বেসরকারি মিলিয়ে কয়েকশ ব্যাঙ্কিং পরিষেবা। তবে তালিকার একেবারে প্রথম সারিতে রয়েছে স্টেট ব্যাঙ্ক (STATE BANK OF INDIA) অব ইন্ডিয়া অর্থাৎ এসবিআই। আর হবে না কেন । দেশের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান বলে কথা । আবার এস বি আই গ্রাহক দের জন্য বিরাট সুযোগ । বিরাট সুদের অফার । তবে এক্ষেত্রে গ্রাহক কে প্রতিমাসে অর্থাৎ রেকারিং (RD) ডিপোজিট স্কিমের আওতায় টাকা জমাতে হবে । তাহলে ওই জমাকৃত টাকার ওপর মেয়াদ শেষে ওই গ্রাহক পেয়ে যাবেন মোটা টাকা সুদ । এ যেন একেবারে হা তে লটারি পাওয়ার মতো। এর কারণ তা অবশ্য বেশ স্পষ্ট । বর্তমান বাজারে অর্থনৈতিক মন্দা চলছে গোটা বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও । দেশের জিডিপির গ্রাফ ক্রমশ নিম্নগামী । এই অবস্থায় দেশের মানুষ কে অর্থনৈতিক ভাবে সুদৃঢ় এবং মজবুত করতে এগিয়ে এল দেশের সব চাইতে স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান ।
তাহলে এবার জেনে নেওয়া যাক এস বি আই- য়ের রেকারিং ডিপোজিটের আওতায় বেশি পরিমাণ সুদের বিষয়ে ।
এক্ষেত্রে কোনও গ্রাহক যদি প্রতিমাসে ৫০০০ টাকা করে রেকারিং ডিপোজিট অর্থাৎ স্বল্প সঞ্চয় প্রকল্পে টাকা জমাওরেন । এবং আমানতকারি গ্রাহক পাঁচ বছর মেয়াদ শেষে পেয়ে যাবেন ৫০০০০ টাকার বেশি সুদ । বিষয়টি আরও স্পষ্ট করে বলা ভালো ।
ধরা যাক কোনও গ্রাহক প্রতিমাসে ৫ হাজার টাকা জমা করছেন । রেকারিং ডিপোজিটে তার স্কিমের মেয়াদ ৫ বছর । তাহলে ওই ব্যক্তি বছরে অর্থাৎ ১২ মাসে জমাকৃত টাকার পরিমাণ ৬০০০০ টাকা । এই ভাবে পাঁচ বছরে তার জমাকৃত টাকার পরিমাণ ৩ লক্ষ টাকা । মেয়াদ শেষে বার্ষিক ৬.৭৫ শতাংশ হারে তার জমা টাকার ওপর মোট সুদের পরিমাণ ৫৭,৬৫৮ টাকা । তাহলে মেয়াদ শেষে ওই ব্যক্তি পেয়ে যাবেন আসল এবং সুদ মিলিয়ে ৩ লক্ষ ৫৭ হাজার ৬৫৮ টাকা ।
এ ছাড়াও এই স্কিমের আওতায় কোনও প্রবীন নাগরিক মাসে মাসে টাকা জমান তাহলে ওই ব্যক্তি পাবেন বার্ষিক ৭.২৫ শতাংস সুদ । এ এ ক্ষেত্রে ওই গ্রাহক কে রেকারিং ডিপোজিটের আওতায় ‘ সিনিওর সিটিজেন ডিপোজিট স্কিমে ‘ (SSDS) জমানো টাকার ওপর পাবেন বার্ষিক ৭.২৫% সুদ ।
এমনকি রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে কোনও গ্রাহক মাত্র ১০০ টাকা থেকে তার বিনিয়গ শুরু করতে পারেন । তবে অ্যা কাউন্ট খলার সময় ওই ব্যক্তিকে ১ হাজার টাকা খর করতে হবে । বেশি সুদ পাওয়া সম্পূর্ণ নির্ভর করবে আমানতকারি ব্যাক্তির ওপর । অর্থাৎ সুদের পরিমাণ বা টাকা বেশি পেতে গেলে গ্রাহককে তার আমানতের পরিমানও বাড়াতে হবে । তাহলে আর দেরি না করে অর্থনৈতিক মন্দার বাজারে স্বল্প টাকায় অল্প সময়ে বেশি পরিমাণ সুদ নিতে গেলে এখনই যোগাযোগ এস বি আই (SBI) য়ের নিকটবর্তী শাখায় । কারণ এ সুযোগ চলে গেলে আর পাবেন না ।
written by – Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG – #SBI #DEPOSIT #SCHEME #RD #SSDS #OFFER #STATE BANK OF INDIA #INTEREST