নয় নয় করে সংখ্যাটা নেহাত কম নয়। প্রায় ১০০ -র ওপর । হ্যাঁ ঠিকই ধরেছেন। সরকারি প্রকল্পের কথা বলছি। রাজ্যের মানুষের সামাজিক এবং অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন একাধিক জনমুখি প্রকল্প। তবে মজার বিষয় একটাই, সেটি হল এই প্রকল্প গুলির নামই শুনেছেন অনেক মানুষ । কেউ কেউ আবার আগেভাগেই এই সরকারি প্রকল্প গুলিতে নাম লিখিয়ে রীতিমতো সুবিধাও পাচ্ছেন । কিন্তু রাজ্যের বেশির ভাগ প্রান্তিক মানুষই সরকারের এই জনমুখি প্রকল্প সম্বন্ধে অবগত নন। অর্থাৎ প্রকল্পের সুবিধা নেওয়া তো দুরস্ত ভালো করে প্রকল্পের বিস্তারিত খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিন্দু বিসর্গ জানেন না। WB Govt New Prakalpo
ঠিক এমনই একটি প্রকল্পের নাম শিক্ষাশ্রী ‘ (SHIKKHASHREE PRAKALPA)প্রকল্প। কয়েক বছর আগে এ রাজ্যের পড়ুয়াদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে রাজ্য সরকার দ্বারা চালু হয়েছে জনমুখি যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের আওতায় গোটা রাজ্যের শিক্ষার্থী বা ছাত্র- ছাত্রীরা তাদের পড়াশোনার খরচ চালাতে রাজ্য সরকার মারফৎ আর্থিক সাহায্য পেয়ে থাকেন । তবে অনেক বেকার ভাই-বোনেরা অবশ্য কেবলমাত্র এই প্রকল্পের নামই শুনেছেন। প্রকল্পের সুবিধা নেওয়া তো দুরস্ত অনেক পড়ুয়াই তাদের নামই এখনও সে অর্থে লিপিবদ্ধ করেননি এই প্রকল্পের আওতায়।
তাই আজ আমরা সেই সকল বেকার পড়ুয়াদের উদ্দ্যশ্যে জানাবো রাজ্য সরকার দ্বারা চালু হওয়া ‘শিক্ষাশ্রী’ প্রকল্প আসলে কি। এবং এই প্রকল্পে আবেদনই বা কিভাবে করবেন। কারণ রাজ্যের অগনিত পড়ুয়াকে আর্থিক সহায়তা প্রদানের জন্যই এই প্রকল্পটি চালু করেছে সরকার। শিক্ষাশ্রী’ প্রকল্পের আর্থিক সাহায্য পেতে এখনই তাহলে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদনটিতে।
শিক্ষাশ্রী'(SHIKKHARSHREE PRAKALPA) প্রকল্প আসলে কি ?
বিগত কয়েক বছর আগে রাজ্যের অগনিত পড়ুয়া কে আর্থিক ভাবে সহায়তা প্রদান করতেই রাজ্য সরকার এই প্রকল্পটি চালু করেছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের সকল জেলার পড়ুয়ারা তাদের পড়াশোনার খরচ বাবদ সরকারের ঘর থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। তবে রাজ্য সরকার দ্বারা চালু হওয়া এই প্রকল্প টি শুধুমাত্র রাজ্যের পিছিয়ে পড়া অর্থাৎ তপশিলি জাতি – উপজাতি পড়ুয়াদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যেই । অর্থাৎ SC-ST ছাত্র- ছাত্রীরা পঞ্চম শ্রেনি থেকে অষ্টম শ্রেনি পর্যন্ত পাঠরত অবস্থায় সরকারি তরফে আর্থিক সাহায্য পেয়ে থাকেন । এই আর্থিক সাহাজ্যের পরিমাণ বাৎসরিক ৮০০ টাকা ।
শিক্ষাশ্রী ‘ (SHIKKHARSHREE PRAKALPA) প্রকল্পের নিয়মাবলী ?
১) আবেদনকারী ছাত্র – ছাত্রীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে ।
২) আবেদনকারী ছাত্র- ছাত্রী কে এ রাজ্যের স্থায়ি বাসিন্দা হতে হবে ।
৩) তপশিলি জাতি- উপজাতি ছাত্র- ছাত্রিরাই এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন ।
৪) এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারী পড়ুয়াকে তার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে ।
৫) অন্য কোনও আর্থিক প্রকল্পের আওতায় থাকলে এই প্রকল্পে আবেদনের যোগ্য নন ।
৬) আবেদনের সময় আবেদনকারী ছাত্র – ছাত্রী কে তাঁর ,
ক) পরিবারের আয়ের প্রমান পত্র, –
খ) বাসস্থানের প্রমান পত্র ,
গ) জাতিগত সংশাপত্র ,
ঘ) আঁধার কার্ড,
ঙ) ছাত্র -ছাত্রী – র বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি ,
চ) আবেদনকারী ছাত্র – ছাত্রী – ব্যাঙ্ক অ্যা কাউন্টের ডিটেলস অর্থাৎ পূর্ণ বিবরণ জমা করতে হবে ।
Written by- Somnath Pal.
আরও নতুন খবর পড়ুন : এখানে ক্লিক করুন
আমাদের টেলিগ্রাম (Telegram) চ্যানেলে যুক্ত হন : এখানে ক্লিক করে
TAG -#SHIKKHARSHREE PRAKALPA# WB #EDUCATION #GOVT PRAKALPA