শিক্ষা থেকে স্বাস্থ্য গত দু’বছর যাবত আর্থিক খরা কাটিয়ে চলতি বছরের শুরু থেকে ফের বেকার যুবক -যুবতীদের কর্মসংস্থানে (recruitment) জোর দিয়েছে রাজ্য সরকার। ফের রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আশার খবর। এবার শিশুদের অধিকার ও সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিতে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের নারী ও শিশু কল্যান দফতর মারফৎ চাইল্ড ওয়েলফেয়ার(CHILD WELFARE COMMITTEE) কমিটির পক্ষ থেকে ডিরেক্টরেট অব চাইল্ড রাইট্স অ্যান্ড ট্রাফিকিং -এর তত্বাবধানে জেলা ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এ ক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন । সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অব (DIRECTORATE OF CHILD RIGHTS & TRAFFICKING) চাইল্ড রাইট্স অ্যান্ড ট্রাফিকিং এর নিয়ম মাফিক। পাশাপাশি নিযুক্ত হওয়া কর্মীদের কাজ করতে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মেম্বার বা সদস্য হিসাবে। এবার সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদন প্রক্রিয়া সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর Memo No- 53/DCPU/PRL
Dated -19/01/2023
প্রথমে আসি আবেদন পদ্ধতিতে—
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,
১. গোটা রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২. এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে । অফ লাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
৩.প্রথমে আবেদনকারীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া ওয়েব সাইটে দেওয়া আবেদন পত্র টি দাউন লোড করে নিতে হবে ।
৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
a. নিজের নাম——–
b. বাবার নাম———
c. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা——-
d. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স———
e. লিঙ্গ————-
d. সাধারণ/ তপশীলি জাতি/তপশীলি উপজাতি/ ওবিসি—–
e. শিক্ষাগত যোগ্যতা————-
f. প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা———-
ইত্যাদি আপলোড করতে হবে। এ ছাড়াও আবেদন ফর্মে প্রার্থীর যোগাযোগ নম্বর এবং মেল আইডি উল্লেখ করতে হবে। পাশাপাশি প্রার্থীর কম্পিউটারের কাজে অভিজ্ঞতা আছে কি না তাও আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। এ ছাড়াও আবেদন ফর্মে আবেদনকারী প্রার্থীকে তার একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি যেমন আপলোড করতে হবে তেমনি নিজের সই স্ক্যান করে তা ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে আবেদন পত্র টি সাবমিট করতে হবে।
আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল,
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান , ইত্যাদি ।
এবার আসি শূন্যপদের যাবতীয় বিবরণে :
পদের নাম – জেলা শিশু সুরক্ষা আধিকারিক (DISTRICT CHILD PROTECTION OFFICER)
শূন্য পদ – ১ টি
শিক্ষাগত যোগ্যতা-
এক্ষেত্রে আবেদন কারীকে সোশ্যাল ওয়ার্ক/ সাইকলজি/ সোশিওলজি/ চাইল্ড ডেভেলপমেন্ট/ হিউম্যান রাইটস ইত্যাদি বিষয়ে স্নাতকোত্তর বা মাস্টার ডিগ্রীধারী হতে হবে । এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা তৎসহ কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে । তবে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২৩ এর হিসাবে করে নিতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
মাসিক বেতন –
উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফ থেকে প্রতি মাসে ৪৪,০২৩ টাকা বেতন দেওয়া হবে ।
২) পদের নাম – ডাটা অ্যানালিস্ট (DATA ANALYST)
শূন্য পদ – ১ টি
শিক্ষাগত যোগ্যতা-
এক্ষেত্রে আবেদন কারীকে স্ট্যাটিস্টিক্স/অংক/ইকনমিক্স/ কম্পিউটার বিষয়ে স্নাতক ডিগ্রীধারী হতে হবে । এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অন্তত কাজের অভিজ্ঞতা তৎসহ কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে । তবে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২৩ এর হিসাবে করে নিতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
মাসিক বেতন –
উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফ থেকে প্রতি মাসে ১৮,৫৩৬ টাকা বেতন দেওয়া হবে।
সব শেষে জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে :
এক্ষেত্রে আবেদন কারীকে প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । লিখিত পরীক্ষায় থাকবে ৮০ নম্বরের প্রশ্ন পত্র। লিখিত পরীক্ষায় সফল এবং যোগ্য প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টার্ভিউয়ের জন্য। তারপর প্রার্থীর জমা করা নথিপত্র ভালো ভাবে খুঁটিয়ে প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে পুরুলিয়া জেলার জেলা শাসকের অফিসে। তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক ।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন জানাতে হবে অতিসত্বর। আবেদন জানানোর শেষ তারিখ 20/02/2023
আবেদন ও নিয়োগ সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন http://purulia.gov.in অথবা http://purulia.nic.in -এ
Official Notice :Download
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG- #WB #GOVT JOB #RECRUITMENT #PURULIA #CHILD PROTECTION