শুধু অষ্টম পাশে ফের ডাক বিভাগে (Post Office) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন 19,900 -Indian Post Recruitment

ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার ভারতীয় ডাক ব্যবস্থা অর্থাৎ পোস্ট (Post Office)  অফিসে চাকরির সুবর্ণ সুযোগ। এইট অর্থাৎ অষ্টম শ্রেণি পাশ করলেই মিলবে চাকরি। এই মর্মে গত কয়েকদিন আগে ভারত সরকারের যোগাযোগ (Communication Ministry) মন্ত্রকের অধীনে ভারতীয় ডাক অর্থাৎ পোস্ট অফিস দফতর মারফৎ কর্মী (Recruitment) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি গোটা দেশের যে কোনও প্রান্তের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। নিযুক্ত হওয়া কর্মীকে কাজ করতে হবে ভারতীয় ডাক( Postal Job) ব্যবস্থার অধীনে। এবার আসুন এক নজরে সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- Ref No. B-2/MMS/M.V Mechanic/2022-23 Dated. 15/03/2023

কীভাবে আবেদন করবেন আসুন জেনে নেওয়া যাক :

পোস্ট অফিস বা ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,  

১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 

২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। 

৩. প্রথমে আবেদনকারীকে সাদা কাগজে টাইপ করে  আবেদন ফর্মের অনুকরনে একটি বায়োডাটা তৈরি করে নিতে হবে। 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a. প্রার্থীর  নিজের নাম—————————— 

b.  আবেদনলারীর জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স—- 

c.  প্রার্থীর লিঙ্গ———————————

d.  আবেদনকারীর বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা———- 

e.  তার শিক্ষাগত যোগ্যতা————————-

f.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা ( যদি থাকে) ———— 

g. আবেদকারীর সর্বশেষ কাজের যাবতীয় বিবরণ ( যদি থাকে) — 

i.প্রার্থীর বৈধ  মোবাইল নম্বর————————-

j. ইমেল আইডি ————————-

k. আবেদকারী প্রার্থীর পিতার নাম————— ইত্যাদি উল্লেখ করতে হবে। 

সবশেষে আবেদনকারীকে নিজের সই করে নির্দিষ্ট দিনের মধ্যে ডাক বিভাগ মারফৎ আবেদন ফর্ম জমা করতে হবে সংশ্লিষ্ট আধিকারিকের অফিসে।

আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক বিষয়ে ওপর পরীক্ষা দেওয়ার সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল-

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি

নিয়োগ পদ্ধতি- 

নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীর জমা করা নথি ভেরিফিকেশন তারপর হবে ইন্টারভিউ। সেখানে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা।  ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 

নিচে শূন্যপদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল :-

পদের নাম- ‘মোটর মেকানিক’ (mechanic- motor vehicle)

শূন্য পদ– উল্লেখিত পদে মোট শুন্য পদের সংখ্যা  ১ টি

শিক্ষাগত যোগ্যতা- 

আবেদনকারীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি বা সমতুল পাশ হতে হবে। এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে। 

বয়স সীমা- 

উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। অবসর প্রাপ্ত সরকারি কর্মীদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। এছাড়াও ওবিসি এবং তপশিলি জাতী -উপজাতিদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। তবে সকল প্রকার ক্যাটাগরির প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে বয়স 01-07-2023 – র হিসাবে করে নিতে হবে । 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে ভারতীয় ডাক বিভাগ মারফৎ প্রতিমাসে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এছাড়াও রয়েছে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা । 

নিয়োগের স্থান : উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে ভারতীয় ডাক বিভাগের পাঞ্জাব রাজ্যের চণ্ডীগড়ের মুখ্য অফিসের অধীনে । 

অনলাইনে আবেদন ফর্ম সংগ্রহের জন্য আবেদনকারীকে (www.indiapost.gov.in) লিঙ্কে ক্লিক করে আবেদনের যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে ।  

উল্লেখিত পদে বিজ্ঞপ্তি প্রকাশের 30 দিনের মধ্যে চাকরি প্রার্থীদের আবেদন জানাতে বলা হয়েছে । 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা- The  Manager, Mail Motor Service, GPO Building , Sector 17D, Chandigarh- 160017 . 

আমরা আছি আপনাদের সঙ্গে , নজর রাখুন bongodhara.com-এ 

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন 

written by- Somnath Pal. 

★Join Telegram Channel : Click Here

★More Job News : Click Here

TAG- #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #POST OFFICE

Leave a Comment