নয়াদিল্লী : নতুন বছরের শুরুতেই রাজ্য তথা দেশের বেকার চাকরি প্রার্থীদের জন্য বিরাট ফের সুখবর। একটি কিংবা দুটি নয় এবার কয়ে হাজার কর্মী (RECRUIT))নিয়োগ করতে চলছে ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের (MINISTRY OF COMMUNICATION) অধীনে থাকা ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়ান পোস্ট অফিস।। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট দফতর মারফৎ। নিয়োগের ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে যোগাযোগ মন্ত্রকের অধীনে ভারতীয় (INDIAN POST OFFICE) ডাক বিভাগে । এ ক্ষেত্রে মাসিক বেতনও যথেষ্ট পরিমাণ। তাই অযথা সময় বিলম্ব না করে তড়িঘড়ি আবেদন করায় শ্রেয়। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য।
আবেদন পদ্ধতি-
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই(ONLINE) আবেদন করতে হবে।
২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট মন্ত্রকের ওয়েব (www.indiapost.gov.in ) অথবা (www.indiapostgdsonline.gov.in ) সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে।
৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ নিজের ইমেল আইডি এবং
ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৬। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।
৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।
৮। এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
সংশ্লিষ্ট চাকরির শূন্য পদ পূরণের ক্ষেত্রে অতি দ্রুত আবেদন পত্র চাওয়া হয়েছে চাকরি প্রার্থীদের কাছে।
এবার আসি শূন্য পদের যাবতীয় বিবরণে—
এক্ষেত্রে ভারতীয় ডাক বিভাগের অধীনে দেশের গ্রামীণ এলাকায় গ্রামীণ ডাক সেবক হিসাবে কাজ করতে হবে । এক্ষেত্রে মোট দুটি পদের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে , যেমন
পদের নাম- ব্রাঞ্চ পোস্ট মাস্টার (Branch Post Master)
বয়স– উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ( তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে )
শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি স্থানীয় ভাষায় এবং কম্পিউটার বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে । এ ছাড়াও আবেদনকারী প্রার্থীকে যানবাহন চালানোয় দক্ষ হতে হবে ।
মাসিক বেতন – এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে ১২,০০০ – ২৯,৩৮০ টাকা বেতন দেওয়া হবে ।
পদের নাম- সহকারী ব্রাঞ্চ পোস্ট মাস্টার ( Assistant Branch Post Master)
বয়স- উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ( তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে )
শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি স্থানীয় ভাষায় এবং কম্পিউটার বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে । এ ছাড়াও আবেদনকারী প্রার্থীকে যানবাহন চালানোয় দক্ষ হতে হবে ।
মাসিক বেতন – এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে ১০,০০০ – ২৪,৪৭০ টাকা বেতন দেওয়া হবে ।
সব শেষে আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে-—
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা ও ইটারভিউ এবং কম্পিউটার অনলাইন টেস্টের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে নিযুক্ত কর্মীকে গোটা দেশ জুড়ে ভারতীয় ডাক বিভাগের অধীনে গ্রামীণ এলাকার পোস্ট অফিসে কাজ করতে হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে । যেমন,
আঁধার কার্ড
ভোটার কার্ড ,
শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র
বয়সের প্রমাণ পত্র
জাতিগত সংশাপত্র
পাসপোর্ট সাইজের ছবি ,ইত্যাদি
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – (www.indiapost.gov.in )-এ
চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন bongodhara.com-এ ।
Official Notice : Download
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG- #POST OFFICE #INDIAN POST OFFICE #JOB #GOVT NEWS #GOVT JOB #RECRUITMENT