রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য দারুণ সুসংবাদ। এবার শুধু মাধ্যমিক পাশে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ চাকরির সুযোগ। বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ ডি লেভেলের পদে নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীদের মধ্যে ছেলে ও মেয়ে উভয় আবেদনের যোগ্য। যে সমস্ত বেকার যুবক যুবতীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB Group D Recruitment
কী কী পদে নিয়োগ করা হবে :
1. সিএমটিডি ( ওজি)
2. স্টোর কিপার গ্রেড 2
3. লিফট অপারেটর
4. শিট মেটাল ওয়ার্কার
5. কার্পেন্টার
6. স্কিলহীন শ্রমিক
7. মোটর ট্রান্সপোর্ট ফিটার
শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নূন্যতম মাধ্যমিক পাশ বা তার সমতুল্য। এছাড়াও স্টোর কিপার পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে। এদের মধ্যে কয়েক পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ সঙ্গে আইটিআই পাশ করতে হবে। কিন্তু এক্ষেত্রে কিছু পদে শুধু মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা : সাধারণত চাকরি প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বেচ্চ 27 বছরের মধ্যে। কিন্তু এক্ষেত্রে যারা ওবিসি জাতির মধ্যে পড়ে তাদের 3 বছর এবং যারা এসসি ও এসটি জাতির মধ্যে পরে তাদের 5 বছরের উর্ব্ধ বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : এক্ষেত্রে প্রতিমাসে বেতন হিসেবে পে লেভেল 2 অনুযায়ী বেতন ধার্য করা হবে।
আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরি প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে আগ্রহী তাদের আবেদন করতে হবে অফলাইন মাধ্যম অবলম্বন করে। এক্ষেত্রে অফলাইন আবেদন পত্র জমা করতে পারবেন তাদের দেওয়া নিদিষ্ট ঠিকানায়। প্রথমে অফিসিয়াল নোটিশ থেকে আবেদন পত্র ডাউনলোড করে দেখে নিবেন তারপর সেই ফর্মটি প্রিন্ট আউট বের করে সঠিক তথ্য দিয়ে পূরণ করে তার সঙ্গে জরুরি ডকুমেন্টস গুলির জেরক্স কপি লাগিয়ে জমা করবেন।
আবেদন জমা করার ঠিকানা : Headquarters Region (NE) Coast Guard (for CSO(P&A)} Synthesis Business Park 6 Floor, Shrachi Building Rajarhat, New Town Kolkata-700161
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে কিংবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –
More News : Click Here
Join Telegram Channel : Click Here