সবচেয়ে স্বস্তা ! মাত্র ১১ টাকা বুস্টার প্ল্যান, Jio-র নেট এখন পাবেন বিনামূল্যে -Jio Dhamaka Offer

মুম্বাই :  গান শোনা, খেলা দেখা, সিনেমা দেখা, থেকে শুরু করে ফেস বুক অথবা হোয়াটস অ্যাপে চ্যাট করা আরও কত কি। মোবাইলে ডাটা চাই..ই চাই। তবে মোবাইলে ডাটার জন্য গ্রাহকের পকেট পারমিট হওয়া চাই। জিও (Jio), এয়ারটেল(airtel) থেকে ভোদা ফোন (voda)পাশাপাশি আরও কত নামীদামী সংস্থা। বাজারে প্রতিযোগিতার অন্ত নেই। যে যার সাধ্য মতো কোটি কোটি গ্রাহকদের স্বল্প মূল্যে পরিষেবা দিতে সদা তৎপর।Jio Dhamaka Bumper Offer

কিন্তু  স্বল্প মূল্যে গ্রাহকদের নানা প্রকারের নিত্য নতুন অফার দেওয়ার ক্ষেত্রে মুকেশ আম্বানির জিও(Jio) অবশ্য অন্যান্য সংস্থাকে কয়েক কদম পিছনে ফেলে দিয়েছে ইতিমধ্যেই। এবার ফের একবার গ্রাহকদের সামনে ধামাকাদার(Bumper Offer) অফার নিয়ে হাজির জিও(Jio) । 

সম্প্রতি গোটা দেশবাসীর জন্য এক ধামাকা(dhamaka offer from Jio) অফার নিয়ে হাজির মুকেশ আম্বানির জিও (Jio)। অফারটি বেশ আকর্ষণীয়। একেবারে সাধ ও সাধ্যের মধ্যে। এবার পেয়ে লেটারের মাধ্যমে আপনারা জিও-র বুস্টার প্লান কিনতে পারবেন। প্রতিদিনের নির্ধারিত ডেটা শেষ হয়ে যাওয়ার পর বুস্টার প্ল্যানের সাহায্যে গ্রাহকরা ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এবার জিও গ্রাহকদের পে লেটার বুস্টার প্ল্যান অফার করছে। Free Internet 

এবার তাহলে জেনে নেওয়া যাক জিও (Jio)-র ধামাকাদার  অফারের বিস্তারিত তথ্য সম্পর্কে  : 

ইতিমধ্যে রিলায়েন্স জিও-র তরফে জানানো হয়েছে দেশের যে সকল গ্রাহকরা জিও (Jio)  ব্যবহার করেন তারা যদি প্রি পেইড পরিষেবার গ্রাহক হন গ্রাহকের কাছে যদি ইন্টারনেট ব্যবহারের মতো টাকা না থাকে তাহলে মাত্র ১১ টাকায় সবচেয়ে এই স্বস্তা এমার্জেন্সি বুস্টার প্ল্যান নিতে পারবেন। এ ক্ষেত্রে আপনার মোবাইলে দৈনিক ব্যবহারের ইন্টারনেট যদি আপনি শেষ করে ফেলেন তাহলে এই স্বস্তা প্ল্যান টি আপনার জন্য সবচেয়ে আকর্ষণীয় । এ ছাড়াও এই পে লেটার অফারের সাহায্যে  বিনা পয়সায় ইন্টারনেট প্যাক রিচার্জ করে ইন্টারনেট সার্ফিং করতে পারবেন। এক্ষেত্রে আপনার ব্যবহৃত ইন্টারনেট প্যাকের দামই আপনাকে মেটাতে হবে । তাহলে আর দেরি না করে এখনই নিয়ে নিন মাত্র ১১ টাকায় জিও – স্বস্তা এমারজেন্সি বুস্টার প্ল্যান । আর জমিয়ে ব্যবহার করুন  ইন্টারনেট পরিষেবা । 

সেন্ট্রাল ব্যাংকে হাজার শূন্যপদে চাকরি, মাসিক বেতন ৬৯ হাজার – Central Bank Of India Recruitment 

এই ধরণের আকর্ষণীয় অফার জানতে নজর রাখুন bongodhara.com-এ 

Written by- Somnath Pal. 

Join Telegram Channel : Click Here

TAG- #JIO #AIRTEL #VODAFONE #BUMPER OFFER #RELIANCE

Leave a Comment