নয়াদিল্লি – বিবিধের মাঝে দেখ মহান মিলন । মিলনই বটে । একেবারে প্রাচীন কাল থেকে শুরু করে ভারতবর্ষ বহু ধর্ম আর ভাষাভাষী মানুষের বসবাস । বৈচিত্রের মাঝে ভাষার কদর বরাবরই । তার ওপর সর্বদা মন্ত্রী আমলা দের আনাগোনা । দেশের সংসদ ভবন অর্থাৎ পার্লামেন্ট (Parliament) বলে কথা । এবার ভাষার দৌলতেই সরাসরি দেশের সংসদ ভবনে চাকরির সুযোগ আপনার সামনে । মাসিক বেতন দেড় লক্ষ টাকার ওপর । সম্প্রতি পার্লামেন্ট অর্থাৎ সংসদ ভবনে ইন্টারপ্রিটার্স অর্থাৎ দোভাষী (Interpreters ) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত সরকারের তরফে । সংসদের বিভিন্ন অধিবেশনে দেশের একাধিক অঞ্চলের আঞ্চলিক নেতা – মন্ত্রীদের স্থানীয় ভাষায় বক্তব্যকে এবং ইংরাজি – হিন্দি ভাষায় রুপান্তর করার জন্যই এই দোভাষী নিয়োগের কথা বলা হয়েছে সংসদের সচিব অর্থাৎ সেক্রেটারিয়েট (Secretariet) পর্যায়ে । সেই মর্মে গত কয়েকদিন আগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেশের সংসদ ভবন সহ ভারত সরকারের তরফে । এই নিয়োগ প্রক্রিয়ায় দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন । এক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিকে দোভাষী অর্থাৎ ইন্টারপ্রিটার্স হিসাবে নিয়োগ করা হবে দেশের পার্লামেন্ট অর্থাৎ সংসদ ভবনে । নিয়োগ প্রক্রিয়ায় যাবতীয় তথ্য জানতে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদনটিতে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর – Advt. No. 2/2023
আবেদন পদ্ধতি –
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদন কারিকে অনলাইনে আবেদন করতে হবে । এক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট অয়েব সাইটে ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে নাম নথিভুক্তি করে আবেদন পত্রটি ডাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদন পত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । এরপর আবেদন পত্রে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি এবং সই স্ক্যান করে প্রার্থীকে টা ফরমের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে । এরপর আবেদন পত্রটি একেবারে নিয়ম করে সাবমিট করতে হবে ।
নিয়োগ পদ্ধতি –
এক্ষেত্রে আবেদন কারী প্রার্থীকে প্রথমে ডেকে নেওয়া হবে ওরেশন (Oration) টেস্টের জন্য । এই পরিক্ষায় থাকবে ২০০ নম্বর । এর পরের ধাপেই রয়েছে লিখিত পরিক্ষা । এরপর প্রাসঙ্গিক কাজের ওপর অভিজ্ঞতা এবং দক্ষতা সহ আবেদনকারী প্রার্থীকে মুখোমুখি হতে হবে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য । সবশেষে সফল এবং যোগ্য প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে নিয়োগ করা হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
এ ক্ষেত্রে আবেদন পত্র পূরণ সহ গোটা নিয়োগ প্রক্রিয়ার চুরান্ত প্রার্থী তালিকা পর্যন্ত আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে
হবে । যেমন ,
আঁধার কার্ড
ভোটার কার্ড
শিক্ষাগত জগ্যতার প্রমান পত্র
প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র
জাতিগত সংশাপত্র অর্থাৎ প্রার্থীর কাস্ট সার্টিফিকেট
বয়সের প্রমান পত্র
পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি ।
শূন্য পদের বিবরণ –
এক্ষেত্রে মোট দুটি বিভাগের জন্য মোট শূন্যপদের সংখ্যা ১৩ টি । এর মধ্যে
পদের নাম – দোভাষী ‘ (ইংরাজি – হিন্দি ) ভাষার ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ৮ টি এবং দোভাষী ‘ আঞ্চলিক ভাষার ক্ষেত্রে যেমন ( ডগরি , কাশ্মীরি , কাঙ্কনি , সাঁওতালি এবং সিন্ধি ভাষার ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ৫ টি
বয়স সীমা –
উল্লেখিত দুটি ভিভাগে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা –
ইংরাজি এবং হিন্দি ভাষায় দোভাষী পদের ক্ষেত্রে আবেদন কারী প্রার্থীকে ইংরাজি/ হিন্দি ভাষায় মাস্টার অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা সহ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি / কম্পিউটার বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমাধারী হতে হবে । এবং আঞ্চলিক ভাষায় দোভাষী পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট ভাষায় মাস্টার অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রিধারী হওয়ার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা সহ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি / কম্পিউটার বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমাধারী হতে হবে ।
আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – https://loksabha.nic.in/Recruitment -এ
আবেদন জানানোর শেষ সময় সীমা – 03/04/2023
চাকরির আরও খবর পেতে চোখ রাখুন – bongodhaara.com -এ
Official Notice : Download
More Job News : Click Here
Join Telegram Channel : Click Here
TAG – #loksabha #parliament #recruitment #job #interpreters