সরকারি কর্মীদের জন্য ডাবল ধামাকা অফার, অ্যাকাউন্টে ঠুকবে প্রচুর টাকা -Govt Employees DA Update

 এ যেন চা-য়ের সঙ্গে টা-য়ের মতো । আসলে দিন কয়েকের ব্যবধান । এরই মধ্যে সরকারি কর্মীদের একেবারে সোনায় সোহাগা । আর হবে নাই বা কেন । কারণ পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দিন কয়েক আগেই এক ধাক্কায় অনেকটাই  ডিএ বেড়েছে সরকারি কর্মীদের ।  শুধুই কি ডিএ? সরকারি কর্মীদের জন্য আরও সুখবর রয়েছে। ডিএ-র পাশাপাশি সরকারি কর্মীদের জন্য এই নয়া উপহার মিলবে দিন কয়েকের মধ্যেই । তবে নগদে নয়, অ্যাকাউন্টে । চলতি বছর জানুয়ারি মাস থেকে বর্ধিত ডি এ -য়ের সঙ্গে  সরকারি কর্মীরা যেমন এরিয়ার পাবেন তেমনি উপহারের সুবিধাও পাবেন পুরোদস্তুর । যেমন এরিয়ার অর্থাৎ বকেয়া ১৮ মাসের এরিয়ারের টাকা সরকারি কর্মীরা এবার তাদের অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন সরাসরি । এর সঙ্গে সরকারি কর্মীদের উপহার অর্থাৎ ট্র্যাভেলিং অ্যালাউন্সের (Traveling Allowance) টাকাও সরকারি কর্মীরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন । কর্মীদের বেতনের হিসাবে এই টাকার পরিমাণ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে । এ যেন সরকারি কর্মীদের প্রতি সরকারের ডাবল ধামাকা উপহার । 

তবে সরকারি কর্মী মহলে গুঞ্জন টা শুরু হয়েছিল গত বছরের শেষের দিকে । গত বছর সেপ্টেম্বর মাসে সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ৪ শতাংশ ডি এ বৃদ্ধি করে সরকার। তার জেরে গত বছরই অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত ডি এ -এর পরিমাণ দাঁড়ায় ৩৮ শতাংশে । এরই মধ্যে চলতি বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA  এক লাফে চার শতাংশ বৃদ্ধি হতে পারে বলে গুঞ্জন তৈরি হয় গোটা সরকারি মহলে। শেষ পর্যন্ত মন্ত্রী সভার বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় তার দিকেই নজর ছিল উৎসুক কেন্দ্রীয় সরকারি কর্মীদের ।  

এরই মধ্যে আগামী বছরে লোকসভা নির্বাচন কে সামনে রেখে সরকারি কর্মীদের বিষয়ে বেশ দ্বরাজ হস্ত কেন্দ্রের মোদী সরকার ।  ফলে চলতি বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের যে একেবারে সোনায় সোহাগা তা বলাই বাহুল্য । আর হবে নাই বা কেন ? পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী নতুন বছর অর্থাৎ ২০২৩-এ তিন তিনটি সুখবর এক সঙ্গে পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা । যেমন , প্রথমত  ডিএ (DA) অর্থাৎ মহার্ঘ ভাতা যেমন বেড়েছে ৪.২৩ শতাংশ , দ্বিতীয়ত কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে  ফিটমেন্ট ফ্যাক্টর (FITMENT FACTOR) অর্থাৎ এআইসিপিআই (AICPI) সুচক বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের,  তৃতীয়ত বিগত ১৮ মাসের বকেয়া এরিয়ারের টাকা এই বছরেই  নিজেদের অ্যাকাউন্টে সরাসরি পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা । তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের হাউস রেন্ট বৃদ্ধি হয়েছে ৪ শতাংশ । 

এমনকি সপ্তম বেতন কমিশনের আওতায় এই বর্ধিত ডি এ -র সুবিধা চলতি বছর জানুয়ারি মাস থেকে পুরো মাত্রায় পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা । 

গত বছর জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA -র দাবি পুরন করে কেন্দ্রীয় সরকার । তবে বিগত বছর সেপ্টেম্বর মাসেই লাঘু হয়েছে সপ্তম পে কমিশন।  ষষ্ঠ পে কমিশন অনুযায়ী কেন্দ্রীয়  সরকারি কর্মীরা পেতেন ৩৪ শতাংশ ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। সপ্তম পে কমিশন লাঘু হওয়ায় তাদের ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ এক ধাক্কায় ৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৮ শতাংশ। বর্তমানে কেন্দ্র সরকারের ৬৮ লক্ষ কর্মী এবং ৫২ লক্ষ পেনশন ভোগীরা এই বর্ধিত ডিএ -র সুবিধা পাচ্ছেন । কেন্দ্র সরকারি কর্মীরা অবশ্য বছরে দুবার বর্ধিত ডিএ -এর সুবিধা পেয়ে থাকেন। 

চলতি এপ্রিল মাসে এবার ২০২৩- ২৪ অর্থ বর্ষের শুরুতেই লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেলেন আরও এক ভরসার খবর । চলতি এপ্রিল মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা টি এ অর্থাৎ ট্র্যাভেলিং অ্যালাউন্স বাবদ তাদের অ্যাকাউন্টে পেতে চলেছেন মোটা টাকা । চলতি বছর জানুয়ারি মাস থেকে বর্ধিত ডি এ -এর সঙ্গে কর্মীরা পাবেন বর্ধিত টি এ -এর টাকা । তবে কর্মীদের টি এ -য়ের পরিমাণ টি নির্ধারিত হয় মূলত ওই কর্মী কোন ধরণের শহরে বসবাস করছেন তার ওপরে ।   অর্থ মন্ত্রকের হিসাব অনুযায়ী  যে সব কেন্দ্রীয় সরকারি কর্মীর গ্রস পে ১০ হাজার টাকা সে সমস্ত কর্মীদের বেসিক স্যালারি হবে প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা । সেই হিসবে ওই কর্মীর ডি এ এবং টি এ -এর পরিমাণ দাঁড়াবে  প্রায় ৭১ হাজার টাকা । পুরনো হিসাবের তুলনায় তা এক ধাক্কায় বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৫৬ টাকা । অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন থেকে ৬ হাজার টাকা বেশি পাবেন । এর স্নগে এরিয়ার বাবদ কর্মীরা আরও পাবেন ১৮ হাজার টাকা । 

written by – Somnath Pal . 

★Join Telegram Channel : Click Here


★More Job News : Click Here

TAG – #DA #TA # GOVT #EMPLOYER#DEARNESS ALLOWENCE #INCREASE #TRAVELING ALLOWANCE

Leave a Comment