সরকারি কর্মীদের জন্য বিরাট সুসংবাদ! ফের বেতন বৃদ্ধি, রইল বিস্তারিত -Govt Employees News

নয়াদিল্লী – মহামারীর কবলে পড়ে অর্থনৈতিক দৈনদশার কারণে বিগত কয়েক বছরে  ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হয়েছেন সরকারি      কর্মীরা । তার ওপর লাগামছাড়া মুল্য বৃদ্ধির জেরে সরকারি কর্মী থেকে শুরু করে গোটা দেশের মানুষের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড় । এই অবস্থায় নতুন বছর অর্থাৎ ২০২৩-এর শুরুতেই সরকারি কর্মীদের প্রতি সদয় হয়েছে কেন্দ্র সরকার । চলতি বছরের শুরুতেই তিন তিনটি সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা । যেমন , প্রথমত  ডিএ (DA) অর্থাৎ মহার্ঘ ভাতা যেমন বৃদ্ধি হয়েছে , তেমনই কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দেওয়া তথ্যের ভিত্তিতে  ফিটমেন্ট ফ্যাক্টর (FITMENT FACTOR) অর্থাৎ এআইসিপিআই (AICPI) সুচক বৃদ্ধির জেরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ও বেড়েছে কয়েকগুন ।  তৃতীয়ত এ বছরের শুরুতেই বিগত ১৮ মাসের বকেয়া টাকা  নিজেদের অ্যাকাউন্টে সরাসরি পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা । 

 ২০২৩- ২৪ অর্থ বর্ষের বাজেট অধিবেশনের পরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রতি দরাজ হস্ত কেন্দ্রের মোদী সরকার । তবে সংসদের বিগত শীতকালীন অধিবেশনের মাঝে মন্ত্রী সভার বৈঠকেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি এ বৃদ্ধির বিষয়ে  সিদ্ধান্ত নেওয়া হয় । বিগত বছর সেপ্টেম্বর মাসেই লাঘু হয়েছে সপ্তম বেতন কমিশন। ষষ্ঠ পে কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতেন ৩৮ শতাংশ ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। সপ্তম পে কমিশন লাঘু হওয়ায় তাদের ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ এক ধাক্কায় ৪ শতাংশ বেড়ে হয়েছে ৪২ শতাংশ। চলতি বছর জানুয়ারি থেকে কেন্দ্র সরকারের ৬৮ লক্ষ কর্মী এবং ৫২ লক্ষ পেনশন ভোগীরা এই বর্ধিত ডিএ -র সুবিধা পাচ্ছেন । 

মাত্র 58 টাকা দিন, আর পেয়ে যান 8 লক্ষ টাকা, এক্ষুনি নাম লেখান -LIC New Scheme 

বছর শুরুতেই এই বাড়তি ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা যে কেন্দ্র সরকারি কর্মীদের যে বাড়তি অক্সিজেন যোগ করে তা আর বলার অপেক্ষা রাখেনা । কেন্দ্র সরকারি কর্মীরা অবশ্য বছরে দুবার বর্ধিত ডিএ -এর সুবিধা পেয়ে থাকেন। যেমন বছরের শুরুতে জানুয়ারিতে এবং বছরের মাঝামাঝি জুলাইতে । এ বছরও যে অন্যথা হবে না তার ইঙ্গিত মিলেছে দিন কয়েক আগেই । ইতিমধ্যেই সরকারি সুত্রে পাওয়া তথ্য অনুসারে , প্রতিবছরের মতো এবারও জুলাই মাসে ফের ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের । এর সঙ্গে রয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দেওয়া  সরকারি কর্মীদের এআইসিপিআই (AICPI ) সুচক। এবিষয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পেশ করা তথ্য অনুসারে চলতি বছর ফেব্রুয়ারিতে কমলেও এক মাসের মধ্যে অর্থাৎ মার্চ মাসেই ফের  বৃদ্ধি পেয়েছে AICPI ইনডেক্স বা সুচক । এই বর্ধিত ইনডেক্স বা সুচকের ভিত্তিতেই কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন ভোগীদের প্রতিবছর ডি এ নির্ধারিত হয় । 

মাধ্যমিক পাশ করলে পাবেন 10 হাজার, এক্ষুনি আবেদন করুন -WB Govt Scholarship 

ইতিমধ্যেই গত ২৮ এপ্রিল বিগত মার্চ মাসের AICPI ইনডেক্সের (All-India Consumer Price Index) অর্থাৎ সুচকের তথ্য প্রকাশ পেয়েছে। ফেব্রুয়ারিতে এটি কমে গেলেও মার্চ এবং এপ্রিল মাসে এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে AICPI সুচক বা ইনডেক্স ।  যার ফলে অনুমান করা হচ্ছে যে, আগামী ১ জুলাই থেকে মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের । এ বিষয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দাবি ইতিমধ্যেই  এআইসিপিআই (AICPI)-এর সূচক ১৩১ পয়েন্ট পার করেছে । তুলনা করলে তা  ২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে । এ বিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারি সংগঠনের  দাবি, বর্তমানে তাদের ন্যূনতম মজুরি সীমা ১৮ হাজার টাকা রাখা হয়েছে। এতে ইনক্রিমেন্ট ফিটমেন্ট ফ্যাক্টরকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। বর্তমানে, এই ফ্যাক্টরটি ২.৫৭ গুণ, যদিও সপ্তম বেতন কমিশনে এটি ৩.৬৮ গুণ পর্যন্ত রাখার সুপারিশ করা হয়েছে। এমনটা হলে কর্মীদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা থেকে বেড়ে ২৬ হাজার টাকা হবে। এবং এক্ষেত্রে যে সকল কর্মীদের বেসিক স্যালারি নুন্যতম তাদের ক্ষেত্রে ৭২০ টাকা এবং যাঁদের বেসিক স্যালারি সর্বোচ্চ তাদের ক্ষেত্রে ডি এ বাড়তে পারে ২২৭৬ টাকা । ফলে  বছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাইতে  কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যে ফের সুখবর আসতে চলেছে তা আর বলাই বাহুল্য  ।

written by – Somnath Pal . 

Join Telegram Channel : Click Here

TAG – DA# GOVT #EMPLOYER#DEARNESS ALLOWANCE #INCREASE  #FITMENT FACTOR  #AICPI

Leave a Comment