চলতি বছরের শুরুতেই একাধিক বেনিফিট একসঙ্গে পেয়েছেন সরকারি কর্মীরা । যেমন , প্রথমত ডিএ (DA) অর্থাৎ মহার্ঘ ভাতা যেমন বৃদ্ধি পেয়েছে , দ্বিতীয়ত বেড়েছে ফিটমেন্ট ফ্যাক্টর (FITMENT FACTOR) অর্থাৎ এআইসিপিআই (AICPI) সুচক , তৃতীয়ত বিগত ১৮ মাসের বকেয়া টাকা এই বছরেই নিজেদের অ্যাকাউন্টে সরাসরি পেয়ে গিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ।
গত বছর সেপ্টেম্বর মাসেই লাঘু হয়েছে সপ্তম পে কমিশন। ষষ্ঠ পে কমিশন অনুযায়ী সরকারি কর্মীরা পেতেন ৩৪ শতাংশ ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। সপ্তম পে কমিশন লাঘু হওয়ায় তাদের ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ এক ধাক্কায় ৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৮ শতাংশ। বর্তমানে কেন্দ্র সরকারের ৬৮ লক্ষ কর্মী এবং ৫২ লক্ষ পেনশন ভোগীরা এই বর্ধিত ডিএ -র সুবিধা পাচ্ছেন । কেন্দ্র সরকারি কর্মীরা অবশ্য বছরে দুবার বর্ধিত ডিএ -এর সুবিধা পেয়ে থাকেন। যেমন বছরের শুরুতে জানুয়ারিতে এবং বছরের মাঝামাঝি জুলাইতে ।
তারপরেও অষ্টম বেতন কমিশন অনুযায়ী ৪৬ শতাংশ ডি এ – র দাবিতে অনড় কেন্দ্র সরকারি কর্মীরা । এবার কর্মীদের দাবিকে প্রাধান্য দিয়ে বছরের মাঝামাঝি আগামী জুলাই মাসে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার । সরকারি এই সিদ্ধান্তে উপকৃত হতে পারেন কয়েক লক্ষ সরকারি কর্মচারী । সরকারি সুত্রে পাওয়া তথ্য অনুসারে , সরকার নিউ মার্কেট লিঙ্কড পেনশন স্কিমের (NPS) নিয়ম পরিবর্তন করতে পারে। কেন্দ্রীয় সরকার ২০২৩ সালের এপ্রিলে একটি কমিটি গঠন করেছে এই বিষয়ে। এতে বছরে নতুন পেনশন প্রকল্প পর্যালোচনা করবে।
বালিকাদের জন্য দারুণ সুসংবাদ, প্রত্যেকে টাকা দিচ্ছে মোদি সরকার -Government Scheme
নতুন পেনশন প্রকল্পটি ১লা জানুয়ারি, ২০২৪ থেকে চালু হবে। এর পাশাপাশি পুরনো পেনশন পদ্ধতি পরিবর্তন করে কর্মী এবং একাধিক রাজ্যের দাবি মতো নয়া পেনশন নীতি চালু করতে পারে কেন্দ্র সরকার । নয়া পেনশন নীতি ঘোষণা হলে কর্মচারীরা ৪০ থেকে ৪৫ শতাংশের একটি নির্দিষ্ট পেনশন অফার পেতে পারেন। এর পাশাপাশি জুলাই মাসে চলতি বছরের ডিএ-র দ্বিতীয় কিস্তির বৃদ্ধি সংক্রান্ত কোনও খবর মিলতে পারে। অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে আগামী বছর সম্ভবত ফিটমেন্ট ফ্যান্টরও বৃদ্ধি হতে পারে। তবে যাবতীয় বিষয় এখনও খোলসা করেনি কেন্দ্র সরকার ।
তবে গত দুবছর যাবত মহামারীর কবলে পড়ে অর্থনৈতিক দৈনদশার কারণে এই বর্ধিত ডিএ থেকে বঞ্চিত হয়েছেন সরকারি কর্মীরা। কিন্তু চলতি বছর পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রনে আসায় ফের মাথা তুলে দাঁড়িয়েছে গোটা বিশ্বের পাশাপাশি দেশের ভেঙে পড়া অর্থনীতি। কিন্তু সাম্প্রতিক সময়ে লাগামছাড়া মুল্য বৃদ্ধির জেরে সরকারি কর্মী থেকে শুরু করে গোটা দেশের মানুষের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। এই অবস্থায় এই বাড়তি ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা যে কেন্দ্র সরকারি কর্মীদের যে বাড়তি অক্সিজেন যোগ করে তা আর বলার অপেক্ষা রাখেনা।
সরকারি চাকরি কিংবা প্রকল্প , চটপট আপডেট পেতে নজর রাখুন bongodhara.com -এ
Join Telegram Channel : Click Here
written by – Somnath Pal .
TAG – DA# GOVT #EMPLOYER#DEARNESS ALLOWANCE #INCREASE